সমাজকর্ম পরিচিতি অনার্স ১ম বর্ষ সিলেবাস

সাহেদা জান্নাত

সমাজকর্ম পরিচিতি অনার্স প্রথম বর্ষের সিলেবাস: রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য সমাজকর্ম পরিচিতি এর সিলেবাস টি এই পোস্ট টির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম কেননা প্রথমে সিলেবাসে সম্পর্কে জানতে হবে তারপর সাজেশন সিলেবাসের সাথে সাথে আমরা সাজেশন ও শেয়ার করেছি।

সমাজকর্ম পরিচিতি Introduction to Social Work 2023

সমাজকর্ম: অর্থ ,পরিধি, বৈশিষ্ট্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের সাথে সম্পর্ক যেমন, অর্থনীতি , মনোবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান।

বির্বতন : যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,ভারত এবং বাংলাদেশ সমাজকর্ম বির্বতন।

প্রাক বিভক্ত ভারত ও বাংলাদেশের প্রধান প্রধান সামাজিক সংস্কার আন্দোলন :

  • রাজা রাম মোহন রায়
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • এ,কে ফজলুল হক
  • স্যার সৈয়দ আহমদ এবং বেগম রোকেয়া।

সামাজিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট আইনসমূহ পেশা ও সমাজকর্ম

অর্থ এবং বৈশিষ্ট্য ,পেশা হিসেবে সমাজকর্ম, সমাজকর্মের দার্শনিক ,ধর্মীয় এবং নৈতিক ভিত্তি ।

সমাজকর্ম পরিচিতি এর পাঠ্য বই এর অংশ গুলো উল্লেখ করলাম এগুলোর ধারনা থেকে প্রশ্নের সবগুলো উঃ দিতে বা পড়তে আপনাদের সুবিধা হবে ।

শিল্প বিপ্লব

অর্থ ,সমাজে এর প্রভাব ,শিল্পায়ন ,শহরআয়ন এবং কল্যান রাষ্ট্র।

Also read: অনার্স ১ম বর্ষ সমাজকর্ম পরিচিতি সাজেশন 

সামাজিক সমস্যা এবং বাংলাদেশের সমাজসেবা সমাজকর্ম পদ্ধতি

মৌলিক ও সহায়ক পদ্ধতি এবং তাদের মৌলিক বিষয়াদি যএমন- পদ্ধতি সমূহের অর্থ উপাদান, নীতিমালা এবং প্রয়োগ ক্ষেত্র । বাংলাদেশে সমাজকর্ম পদ্ধতির গুরুত্ব, সমাজকর্ম পদ্ধতিগুলোর পারস্পরিক সম্পর্ক।

অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য সমাজকর্ম পরিচিতি এর সিলেবাসটি উপরে উল্লেখ করা হলো আশা করি সবার উপকারে আসবে একটু এমভি খরচ করে আপনারা আপনাদের হাতের নাগালে পেয়ে যাচ্ছেন সকল বিষয়ের সাজেশন ও সিলেবাস ।

Honours 1st Year SuggestionsHonours 1st Year Suggestions 2023

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।