চতুর্থ গনবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে নতুন আপডেট ২০২৩

সাহেদা জান্নাত

চতুর্থ গনবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে নতুন আপডেট : চতুর্থ গনবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের জন্য আজকের এই আপটেড টি খুব গুরুত্বপূর্ণ ।কেননা চতুর্থ গনবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের কিছু ভুলের জন্য তাদের যে চূড়ান্ত ভাবে নিয়োগ তা একটু পিছিয়ে গেছে তবে চিন্তার কোন কারন নেই মানুষ মাত্রই যে ভুল হবে না তা নয় তবে অনেক কারনে হতে পারে ।

চতুর্থ গনবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে নতুন আপডেট:

চাকরি বেকারত্ব দূর করে থাকে এবং শিক্ষকতা এই চাকরি বা পেশাটি অনেক মহৎ অনেক ভালো প্রথমে আমরা সবার জন্য শুভ কামনা করি যে চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনের চাকরি যেন হয় । চতুর্থ গনবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ এ পুলিশ ভেরিফিকেশন ফরমেট পূরন করতে গিয়ে অনেকেই ভুল ভি রুল ফরম পূরণ করেছেন সেজন্য হয়তো চুড়ান্ত সুপারিশ এর ফলাফল একটু দেরি হবে তবে ভয়ের কোন কারণ নেই কেননা মানুষ মাত্রই ভুল হয়ে থাকে.

ভুল ভি রোল ফরম পূরণের জন্য কি পিছয়ে গেল চতুর্থ গনবিজ্ঞপ্তি

চূড়ান্ত সুপারিশ এ ২৪৭ টি পুলিশ ভেরিফিকেশন ফরমেট পূরন করতে গিয়ে অনেকেই ভুল ভি রুল ফরম পুরন করছেন ২৭ জুলাই চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত খবর পাওয়ার কথা তবে এই একটু ভুলের কারনে চূড়ান্ত সুপারিশ এর ফলাফল হয়তো পাবেন আগষ্ট মাসের প্রথম সপ্তাহে বা মাঝামাঝি সময়ে ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক গনবিজ্ঞপ্তি গুলো বেকারত্ব দূর করতে এক অসাধারণ উপায় । শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়ার পর যারা প্রিলিমিনারিতে পাস করে লিখিত পরীক্ষার দিয়ে ভাইভা পরীক্ষা দিয়ে এই তিনটি ধাপ অতিক্রম করার পর নিবন্ধিত হন উনারা গনবিজ্ঞপ্তিতে আবেদন করে তারপর নিয়োগ পান । এই উপায় টি বা মাধ্যম টি দেশের বেকারত্ব দূর করতে অনেক সাহায্য করছে । আমাদের ব্লগে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কে যাবতীয় বিষয় এবং কখন আবেদন করবেন কিভাবে করবেন এই সব বিষয়ে নতুন নতুন আপডেট রয়েছে এছাড়া ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যাবতীয় বিষয় শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন এবং আমাদের সাথেই থাকবেন নতুন নতুন আপডেট পেতে শিক্ষা সংক্রান্ত।

Also Read: এনটিআরসিএর নতুন আইন ২০২৩: সহজ হলো শিক্ষক নিবন্ধন

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।