অনার্স ২য় বর্ষ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ সাজেশন | History of Muslims in India 1526 suggestion

মাহফুজুর রহমান
অনার্স ২য় বর্ষ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ সাজেশন | History of Muslims in India 1526 suggestion

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন অনার্স ২য় বর্ষ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ সাজেশন ( History of Muslims in India 1526 suggestion )। যাদের ইসলামিক ইতিহাস বিষয়টি রয়েছে তাদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে এখনি আমাদের এই সাজেশন পড়েনিন।

খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা। যারা এখনো এ বিষয়ে ভালোভাবে প্রিপারেশন নেন নিয়ে তাদের জন্য রয়েছে এই সাজেশনটি। মেধাবী শিক্ষার্থীরা এটি সাজেশন হিসেবে এবং কোন মেধাবী শিক্ষার্থীরা এটি শর্ট সিলেবাস হিসেবে পরিণত করে। কেননা আমাদের এই সাজেশন থেকে প্রতি পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ নম্বর কমন পড়ে থাকে।

অনার্স ২য় বর্ষ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ সাজেশন | History of Muslims in India 1526 suggestion

অনার্স ২য় বর্ষ বাংলার ইতিহাস ১২০৪ – ১৭৬৫ সাজেশন | History of Bengal suggestion

ক বিভাগ

  • পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
  • সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  • লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
  • স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা নাম কি?
  • দিল্লি সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে?
  • দৌলতবাদের পূর্ব নাম কি ছিল?
  • মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি?
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তন করেন কোন শাসক?
  • ঐতিহাসিক বারানি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলে অবহিত করেছেন কাকে?
  • ভারতে খলজির বংশপ্রতিষ্ঠা কে করেন?
  • ভারতের তোতাপাখি উপাধি কাকে দেওয়া হয়েছিল?
  • ভারতের কোন মামলুক সুলতান পারসিক রাজসভার অনুকরণ করেছিলেন?
  • রক্তপাত ও কঠোর নীতি প্রয়োগ করেন দিল্লির কোন সুলতান?
  • লাখ বখস কাকে বলা হয়?
  • মামলুক শব্দের অর্থ কি?
  • কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন কে?
  • কোন সুফি সাধক সুলতান হিন্দ নামে পরিচিত লাভ করেছিলেন?
  • মহাকবি ফেরদৌসীর প্রকৃত নাম ছিল কি?
  • সবুক্তি গিন কত বছর রাজত্ব করেন?
  • আরবরা কত সালে সিন্ধু বিজয় করেন?
  • মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
  • রেহেলা গ্রন্থ কে রচনা করেন?
  • আরবদের সিন্ধু বিজয়ের দামেস্কের খলিফা ছিলেন কে?
  • ইবনে বতুতা কোন সালে ভারতবর্ষে আগমন করে?
  • কিতাবুল হিন্দ গ্রন্থ কে রচনা করেন?
  • তবকাই-ই নাসরি গ্রন্থের রচয়িতা কে?

খ বিভাগ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ সাজেশন

  • পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লিখুন।
  • খিজির খানের পরিচয় দিন।
  • কাশ্মীরের আকবর বলা হয় কাকে?
  • গুজরাট রাজ্য উত্থান সম্পর্কে লিখুন।
  • তৈমুর লং এর ভারত অভিযান সম্পর্কে লিখুন।
  • মালিক কাফুর ছিলেন কে?
  • চল্লিশ চক্র সম্পর্কে বর্ণনা লিখুন।
  • বলবনের রক্তপাত এবং কঠোর নীতি ব্যাখ্যা করুন।
  • সুলতান রাজিয়া সংক্ষিপ্তে রাজত্বকাল আলোচনা করুন।
  • মোহাম্মদ ঘুরীর পরিচয় দিন।
  • আলবেরুনী কে ছিল?
  • মুহাম্মদ বিন কাসিমের করুণ পরিণতি বর্ণনা করুন।
  • রাজা দাহির সম্পর্কে লিখুন।
  • হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দিন।
  • মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা আলোচনা করুন।
  • ইবনে বতুতা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লিখুন‌
  • ভারতে মুসলিম শাসনের ইতিহাস উৎস হিসেবে মুদ্রার গুরুত্ব সংক্ষেপে তুলে ধরুন।

আমাদের এই সাজেশনটিতে ক, খ এবং গ বিভাগের সকল প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। কারণ অনার্স পরীক্ষায় প্রশ্ন গুলো বেশি জটিল হয়ে থাকে। যেমন ক বিভাগের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্তভাবে উত্তর দিতে হয়। অর্থাৎ যা প্রশ্ন করা হয়েছে তাই উত্তর দিতে হবে। তাই এর উত্তর যদি সামান্য পরিমাণ ভুল হয় তাহলে পুরো নম্বর কাটা হয়ে থাকে। এইজন্য এই প্রশ্নগুলো খুব সতর্কতার সাথে উত্তর দিতে হয়। বেশিরভাগ শিক্ষার্থীরা এই সাজেশনটি খুঁজে থাকেন।

আবার খ বিভাগের উত্তর দেওয়াটাই বেশ জটিল। সঠিক উত্তরটি লিখতে হবে আবার তার উপর সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। যদি আবার বিবরণীটা বেশি লেখা হয় তাহলে দেখা যায় নির্দিষ্ট সময়ের ভিতরে সকল প্রশ্নের উত্তর দেওয়া হয় না। তাই এই প্রশ্নের উত্তরগুলো দেওয়াটাই অনেকের কাছে বেশ জটিল।

যদি আপনার প্রশ্ন সম্পর্কে স্বাভাবিক কোন ধারনা থাকে তাহলে গ বিভাগের প্রশ্ন তো আপনার জন্য খুব সহজ হবে। আমাদের এই সাজেশনটি যারা ফলো করবেন তাদের মোটামুটি সকল বিভাগের প্রশ্নগুলো কমন পর্বে আর পরীক্ষায় ভালো ফলাফল করার একটি সুযোগ পেয়ে যাবেন।

গ বিভাগ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ সাজেশন

  • লোদী বংশের সর্বশেষ শাসক কে ছিল এবং তাকে সর্বশ্রেষ্ঠ বলা হতো কেন?
  • সৈয়দ বংশের শাসনকাল সম্পর্কে লিখুন।
  • বাহমনী রাজ্যের উত্থান এবং পতন আলোচনা করুন।
  • জৌন পুরের স্বাধীন শরকি সালতানাতের ইতিহাস লিখুন।
  • ফিরোজ শাহ তুঘলকের শাসন নীতি আলোচনা করুন।
  • মোহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তরের প্রতীকি মুদ্রা প্রচলন পর্যালোচনা করুন।
  • মুহাম্মদ বিন তুঘলকের উচ্চ বিলাসী পরিকল্পনা বিশ্লেষণ করুন।
  • বিজেতা হিসাবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব মূল্যায়ন করুন।
  • আলাউদ্দিন খলজির মুদ্রার নিয়ন্ত্রণ ব্যবস্থার বিবরণ দিন।
  • আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের গুরুত্ব নিরূপণ করুন।
  • বলবনের রক্তপাত এবং কঠোর নীতি ব্যাখ্যা করুন।
  • দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলুৎ মিশের কৃতিত্ব মূল্যায়ন করুন।
  • সুলতান কুতুব উদ্দিন আই বেকের কৃতিত্ব মূল্যায়ন করুন।
  • গজনী সুলতান মাহমুদ এর ভারত অভিযানের উদ্দেশ্য বিশ্লেষণ করুন।
  • আরবদের সিন্ধু বিজয়ের কারণ এবং ফলাফল আলোচনা করুন।
  • ভারতের মুসলিম শাসনের ইতিহাসের উৎস আমালোচনা করুন।

অনার্স ২য় বর্ষ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ সাজেশন ব্যতীত আরো অন্যান্য ডিপার্টমেন্টের এবং বর্ষের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন।

অনার্স ২য় বর্ষের মানবীয় জীববিজ্ঞান বুদ্ধি ও বিকাশ সাজেশন ২০২৩ | Human Biology Growth and Development

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।