সোনার দাম কত ২০২৩ বাংলাদেশে | কিভাবে সোনার দাম হিসাব করবেন | Gold price in Bangladesh 2023

মাহফুজুর রহমান
আজকে সোনার দাম কত ২০২৩ বাংলাদেশ | Gold price in bd

সোনা কার না পছন্দ। কমবেশি সবারই পছন্দ রয়েছে। অনেকেই জানতে চান আজকে সোনার দাম কত ২০২৩ বাংলাদেশে, সোনার ভরি কত, gold price in bd, ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ইত্যাদি। ‌এই সকল যাবতীয় তথ্যগুলো আপনারা পাচ্ছেন আজকের আর্টিকেলে।

সোনা বা স্বর্ণ এ জিনিসটি কখনো ক্ষয় নয়। ‌মানুষ কথায় বলে এই জিনিসটি স্বর্ণের মত। অর্থাৎ স্বর্ণ থেকে শুধুমাত্র লাভই হয় লস হওয়ার কোন সম্ভাবনা নেই। ‌এমনটাই যুগ যুগ ধরে চলে আসছে। হ্যাঁ বর্তমানে সোনার দাম ওঠানামা করে। ‌কিন্তু এর মূল্য ঊর্ধ্বগতির পরিমাণটাই বেশি। আর মানব জীবনে কোনো না কোনো এক সময় এ মূল্যবান ধাতব জিনিসটির প্রয়োজন হয়। তাই স্বর্ণের বর্তমান দাম জানার প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ আপনি যখন সোনা কিনবেন তখন অবশ্যই সোনার বর্তমান দামটি জেনে নিবেন। ‌ তাহলে দোকানদার আপনার থেকে অধিক মূল্য নিতে পারবে না।

এখন এই জন্য আপনাকে বিভিন্ন দোকানে গিয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আমাদের ওয়েবসাইটে প্রতিদিন আজকে সোনার মূল্য আপডেট দেওয়া হয়ে থাকে। তাই আমাদের ওয়েবসাইটটি অবশ্যই বুক মার্ক করে রাখতে পারেন।

আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩

সোনার প্রয়োজন হয় বিশেষ করে বিভিন্ন বিয়ের সময়। কেননা এ সময় অলংকারের প্রয়োজন হয়ে থাকে। ‌তাই এ সময় অনেকে কয়েক ভরি সোনার অলংকার তৈরি করে। আর সোনার মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে সুতরাং এর দামটা জানা অবশ্যই জরুরি। চলুন দেখে নেই আজকে বিভিন্ন ক্যাটাগরির সোনার মূল্য কত? কারণ সোনার প্রতি ভরিতে দাম বেড়েছে ১২০০ টাকার মতো।

তবে তার আগে জানব কোন কোন ক্যাটাগরির সোনা বাংলাদেশের পাওয়া যায়?

  • ১৮ ক্যারেট
  • ২১ ক্যারেট
  • ২২ ক্যারেট

২২ ক্যারেট সোনার দাম কত? ২২ ক্যারেট সোনা কি?

বাংলাদেশে তিন ক্যাটাগরি স্বর্ণ সবচেয়ে বেশি পাওয়া যায়।‌ তার মধ্যে ২২ ক্যারেট স্বর্ণ সবচেয়ে ভালো এবং উন্নত মানের। ‌ আর দামের দিক থেকেও এর মূল্য বেশি। ‌আপনারা হয়তোবা জানেন সোনার সাথে অন্যান্য খাদ মিশিয়ে সোনা তৈরি করা হয়ে থাকে। ২২ ক্যারেট সোনাতে ৯১% খাঁটি সোনা এবং বাকি ৯% অন্যান্য ধাতু থাকে।

  • ২২ ক্যারেট আজকে ১ ভরি সোনার মূল্য ৯৮ হাজার ৪৪৪ টাকা।
  • ২২ ক্যারেট আজকে ১ গ্রাম সোনার মূল্য ৮ হাজার ৫০২ টাকা।
  • ২২ ক্যারেট ১ আনা সোনার মূল্য ৬ হাজার ১৯৬ টাকা।

২১ ক্যারেট সোনার দাম কত ২০২৩?

২২ ক্যারেট সোনার পরেই রয়েছে ২১ ক্যারেট সোনার বিশুদ্ধতা। ‌ এই ক্যারেটের স্বর্ণ বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে বিশুদ্ধ সোনার পরিমাণ ৮৭.৫% আর অন্যান্য ধাতব পরিমাণ হচ্ছে ১১.৫%.

Gold Price in Bangladesh today:

২১ ক্যারেট ১ ভরি সোনার মূল্য ৯৩ হাজার ৯৫০ টাকা।
২১ ক্যারেট ১ গ্রাম সোনার মূল্য ৮ হাজার ১১০ টাকা।
২১ ক্যারেট ১ আনা সোনার মূল্য ৫ হাজার ৯১০ টাকা।

১৮ ক্যারেট সোনার মূল্য কত?

এ ধরনের সোনা সাধারণত বাংলাদেশে কম ব্যবহৃত হয়ে থাকে। ‌ এর মধ্যে বিশুদ্ধ সোনার পরিমাণ একদম কম। ‌ এই ক্যাটাগরি শোনাতে বিশুদ্ধ সোনা থাকে মাত্র ৭৫% এবং বাকি ২৫% অন্যান্য ধাতু থাকে। ১৮ ক্যারেটের ১ ভরি স্বর্ণের মূল্য হচ্ছে ৮০ হাজার ৫৪০ টাকা। ‌‌‌‌

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সর্বশেষ ঘোষিত সোনার দাম:

সোনার দাম কত
সোনার দাম কত

স্বর্ণের হিসাব কিভাবে করা হয়? সোনার দাম হিসাব করবেন যেভাবে?

আজকে সোনার দাম ২০২৩ বাংলাদেশ জানার পাশাপাশি অনেকেই জানতে চান সোনার হিসাব কিভাবে করা হয়ে থাকে। কারণ এ বিষয়টি অনেকেরই অজানা রয়েছে। ‌যদি সঠিক হিসাব না জানা থাকে তাহলে আপনি সোনা কিনে হেরে যেতে পারেন অথবা আপনাকে তুলনামূলকভাবে আপনার প্রাপ্যটুকু সঠিক ভাবে দেবে না। কিভাবে স্বর্ণের হিসাব করা হয় তার নিচে দেওয়া হল। ‌

সাধারণত সোনার হিসাব দুই ভাবে করা হয়ে থাকে গ্রাম আরেকটি হচ্ছে আনা। তবে বাংলাদেশে আনা হিসেবে বেশি বিক্রি করা হয়ে থাকে। ‌তবে আজকে দুই পদ্ধতিতে আপনাদের সামনে আলোচনা করব।

গ্রাম হিসেবে স্বর্ণের ভরি বের করার সূত্র:
১ ভরি সমান = স্বর্ণের ওজন ÷ ১১.৬৬৪ গ্রাম।

মনে করুন কোন অলংকার এর ওজন ৫ গ্রাম। ‌যদি আমরা সেটি ভরিতে রূপান্তর করতে চাই, তাহলে নিচের পদ্ধতিতে হিসাব করতে হবে। ‌

৫ ÷ ১১.৬৬৪ = ০.৪২৮৬ ভরি।

আবার ১ ভরি সোনার মূল্য যদি ৯৫ হাজার টাকা হয়। তাহলে ০.৪২৮৬ ভরি সোনার মূল্য হবে ( ০.৪২৮৬ × ৯৫০০০ ) = ৪০৭৭৩ টাকা।

আনা হিসাবে সোনার দাম নির্ধারণ করা হয় কিভাবে?

আমাদের দেশের সবচেয়ে বহুল প্রচলিত সোনা পরিমাপের একটি পদ্ধতিতে হচ্ছে আনা। ‌অনেকের অতি হিসাবেও এটি পরিমাপ করে থাকে। তবে সবচেয়ে জনপ্রিয় পরিমাপ পদ্ধতি হচ্ছে আনা। ‌১ আনা সমান ৬ রতি।‌ আর ৯৬ রতিতে ১ ভরি হয়। তবে যারা অল্প পরিমাণ সোনা কিনা থাকে তারা শুধু প্রতি হিসেবে কিনে নেয়।‌ আর মধ্যম পর্যায়ে আনা থাকার কারণে এই হিসেবে সবাই কিনে থাকে।

১ ভরি সোনার দাম কিভাবে হিসাব করবেন?

১ ভরি সমান ১৬ আনা।
যদি ১ ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার টাকা হয়। তাহলে এক আনা সোনার দাম হবে ( ৯৫০০০০ ÷ ১৬ ) = ৫৯৩৭ টাকা।

আবার,
১ রতি সোনার দাম হবে ( ৫৯৩৭ ÷ ৬ )= ৯৯০ টাকা।

আশা করি আমাদের আর্টিকেলটি পরে স্বর্ণের মূল্য কিভাবে নির্ধারণ করে তা জানতে পেরেছেন। ‌সম্পর্কিত আরো অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সেগুলো প্রশ্ন নিচে দেওয়া হল।

Gold Price in Bangladesh Today FAQ:

আজকে সোনার ভরি কত?

২২ ক্যারেট আজকে সোনার দাম কত ২০২৩ ৯৮ হাজার ৪৪৪ টাকা।

সোনার পরিমাপের পদ্ধতি কয়টি?

সোনা পরিমাপের পদ্ধতি হচ্ছে দুইটি।

১ ভরি সমান কত আনা?

এক ভরি সমান ১৬ আনা।

১ আনা সমান কত রতি?

এক আনা সমান ৬ রতি।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।