নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব আলোচিত বিপ্লব

নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব আলোচিত বিপ্লব: প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ শেয়ার করলাম আলোচিত কয়েকটি বিপ্লব নিয়ে বিশেষ পোষ্ট অবহেলা না করে আপনারা এই পোষ্ট টি পড়লে জানলে অবশ্যই বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর দিতে পারবেন।

আলোচিত বিপ্লব নিয়োগ পরীক্ষার জন্য:

সুপ্রিয় চাকরিপ্রত্যাশি ভাই ও বোনেরা আপনারা আমাদের ব্লগ থেকে চাকরির পরীক্ষা যেমন , প্রাথমিক বিদ্যালয়ের , শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিসিএস পরীক্ষা তথা বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি পর্বে আজ আমি শেয়ার করলাম আলোচিত কয়েকটি বিপ্লব কখন কোন দেশে কোন সময়ে হয়েছিল তা শেয়ার করলাম।

বিপ্লবের নাম ……… ……….সময়কাল ……………. দেশ

  • আমেরিকান বিপ্লব ……………………………….১৭৭৬…………. যুক্তরাষ্ট্র
  • ফরাসি বিপ্লব……………………………………….১৭৮৯-১৭৯৯….. ফ্রান্স।
  • ইসলামী বিপ্লব………………১৯৭৯…….…………….ইরান।
  • রুশ/ অক্টোবর/ বলশেবিক বিপ্লব ……………১৯১৭……….রাশিয়া ।
  • রোজ বিপ্লব …………২০০৩………………জর্জিয়া ।
  • অরেঞ্জ / কমলা বিপ্লব…………..২০০৪. ‌‌‌‌‌……..ইউক্রেন।
  • টিউলিপ বিপ্লব …………২০০৫………… কিরঘিজস্তান।
  • জেসমিন/ জুঁই বিপ্লব……..২০১১………..তিউসিনিয়া।
  • নীল বিপ্লব ………….২০১১…………… মিশর।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি, এসএসসি পরীক্ষার প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ের সাজেশন আমাদের ব্লগে শেয়ার করা হয়েছে।

আলোচিত কয়েকটি বিপ্লব আমি শেয়ার করলাম হয়তো অনেকেই এই পোস্ট টি গুরুত্বপূর্ণ মনে করবেন না কিন্তু পোষ্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবহেলা না করে পড়বেন।

চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আমাদের এই আয়োজন এছাড়াও আমাদের ব্লগে শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিসহ শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন।

১৮ তম শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button