ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে অনার্স ৩য় বর্ষ পোর্টফোলিও ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ নিয়ে / Portfolio Management suggestion। এই সাজেশন এর মাধ্যমে একজন শিক্ষার্থী তাদের পরীক্ষার ফলাফল তুলনামূলকভাবে আরো বেশি পেতে পারে। সুতরাং দেরি না করে এখনই এই সাজেশনটি পড়ে নিন।
৫ মে ২০২৩ থেকে শুরু হয়েছে অনার্স ৩য় বর্ষ পরীক্ষা। আর শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে পোর্টফোলিও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা। এই সাবজেক্ট অনেক শিক্ষার্থীদের কাছেই বেশ জটিল মনে হয়ে থাকে। তাই ভালো ফলাফলের আশা অনেকেই করতে পারে না। তবে হাল ছাড়লে চলবে না। মনের মধ্যে ইচ্ছে শক্তি থাকতে হবে। কথায় আছে একবার না পারিলে দেখো শতবার। আপনি যদি বারবার চেষ্টা করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পেয়ে যাবেন।
এজন্য নিয়মিত পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা পাশাপাশি বিভিন্ন ধরনের গাইড লাইন অনুসরণ করলে আরো ভালো হয়। যেমন শর্ট সিলেবাস পড়া, প্রশ্ন ব্যাংক পড়া, সাজেশন ফলো করা ইত্যাদি। এই সবগুলো পাচ্ছেন আমাদের এই আর্টিকেলের মাধ্যমে।
আর এই সাজেশন পাচ্ছে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে। প্রয়োজনে আপনি এটি আপনার বন্ধু বান্ধব ও অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। চলুন নিচে এ সাজেশনটি দেখে নেই।
অনার্স ৩য় বর্ষ পোর্টফোলিও ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Portfolio Management suggestion 2023
ক বিভাগ
- প্রকৃত ঝুঁকি কি?
- প্রকৃত সুদের হার কি?
- বিনিয়োগ কি?
- পোর্টফলিও ঝুঁকি কি?
- ঝুঁকি প্রিমিয়াম বলতে কি বুঝেন?
- পোর্টফোলিও নির্ধারক কি?
- ঝুঁকিমুক্ত আয় কি?
- সক্রিয় পোর্টফলিও কি?
- আন্তর্জাতিক বই চিত্রতা বলতে কি বুঝেন?
- পোর্টফোলিও মূল্যায়ন বলতে কি বুঝেন?
- আন্তর্জাতিক বিনিয়োগ কি?
- ROE এর পূর্ণরূপ লিখুন।
- Risk premium বলতে কি বুঝেন?
- GDP কি?
- সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝায়?
- দৈব সঞ্চালন তত্ত্ব কি?
- অস্বাভাবিক আয় কি?
- বাজার দক্ষতা কি?
- সহ সম্বন্ধের মান +১ বলতে কি বোঝেন?
- বহি:মূল্য কি?
- APT কি?
- বিটা সহগ কি?
- দক্ষ পোর্টফলিও বলতে কি বুঝেন?
- অনিশ্চয়তা কি?
- বৈচিত্র করণ কি?
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ পোর্টফোলিও ব্যবস্থাপনা সাজেশন ২০২৩
- মূলধন বাজারের রেখা বর্ণনা করুন।
- ঝুঁকি প্রিমিয়ারের উদাহরণসহ আলোচনা করুন।
- আয় এবং ঝুঁকির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করুন।
- আধুনিক পোর্টফলিও তত্ত্ব আলোচনা করুন।
- পোর্টফলিয়া তত্ত্বের প্রাসঙ্গিক অনুমতি শর্তগুলো লিখুন।
- SML এবং CML এর মধ্যেকার পার্থক্য লিখুন।
- APM কিভাবে CAPM কে উৎকৃষ্ট তা দেখান।
- CAPM অনুমান উল্লেখ করুন ।
- দুর্বল বাজারের গবেষণামূলক পরীক্ষা সময় লিখুন।
- পোর্টফলি ও দক্ষতার মূল্যায়ন উপাদানসমূহ বুঝিয়ে লিখুন।
- পোর্টফলিও নির্ধারক সমূহ কি কি?
- দেশীয় অর্থনীতি ও বিশ্ব অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করুন।
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ পোর্টফোলিও ব্যবস্থাপনা সাজেশন ২০২৩
- ঝুঁকি এবং ঝুঁকি প্রিমিয়ার এর মধ্যে পার্থক্য উল্লেখ করে বর্ণনা করুন।
- ঝুঁকি প্রিমিয়ার বলতে কি বুঝেন উদাহরণসহ ব্যাখ্যা করুন।
- সক্রিয় পোর্টফোলিও ব্যবস্থাপনা এর বিভিন্ন ধাপ বর্ণনা করুন।
- আন্তর্জাতিক বৈচিত্র করণ ক্ষেত্রে নির্ধারক সমূহ আলোচনা করুন এবং উদাহরণসহ ব্যাখ্যা করুন।
- ডো তত্ত্ব কি এবং বাজারে এর দক্ষতার আচরণগত বিশ্লেষণ করুন।
- CAPM এবং APM এর মধ্যে পার্থক্য উল্লেখ করুন।
- দুর্বল বাজার দক্ষতা গবেষণামূলক পরীক্ষাগুলো আলোচনা করুন।
- আধুনিক পোর্টফোলিও তত্ত্বটি বর্ণনা করুন।
- CML শুধুমাত্র কেন পোর্টফলোতে অবস্থান করে তা বুঝে লিখুন।
- বাজার ঊর্ধ্বমুখী থেকে নিম্নমুখী ঝোকার গঠন ব্যাখ্যা করুন।
- বিভিন্ন অবস্থায় কার্যকরী সুদের বর্ণনা দিন। ( অনার্স ৩য় বর্ষ পোর্টফোলিও ব্যবস্থাপনা সাজেশন 90% )
- আর্থিক ঝুঁকি এবং ব্যবসার ঝুঁকির মধ্যে পার্থক্য করে বিশ্লেষণ করুন।
- অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩ | Honours 3rd year macro economics suggestion
- অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ ব্যাংকিং এবং বীমা তত্ত্ব আইন এবং হিসাব সাজেশন ২০২৩ | Banking and Insurance Theory Law and Accounts
- অনার্স ৩য় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান ২০২৩ | Rural sociology suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি সাজেশন ২০২৩ | Fundamentals of international politics suggestion