বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির হার ও কোন দেশে সবচেয়ে বেশি?

সাহেদা জান্নাত
বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির হার ও কোন দেশে সবচেয়ে বেশি?

বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির হার: সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকের এই পোষ্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এইসব গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয়গুলো যেকোন নিয়োগ পরীক্ষায় আসতে পারে , বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মুদ্রাস্ফীতির হার আমাদের ব্লগে ইতোমধ্যে বিভিন্ন দেশের মুদ্রার নাম শেয়ার করা হয়েছে এবং আজকের এই পোস্ট টিতে শেয়ার করলাম বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির হার।

দেশের নাম………………………… মুদ্রাস্ফীতির হার।

  • আর্জেন্টিনা ………………………..১০২%।
  • তুরস্ক….…….…………………..৫৫.১৮%।
  • রাশিয়া ………………………..১১%।

বিভিন্ন দেশের মুদ্রার নাম গুলো খুবই গুরুত্বপূর্ণ যেকোন নিয়োগ পরীক্ষায় আসতে পারে ।

  • যুক্তরাজ্য…………..……………১০.১%।
  • ইতালি.………………………….৯.২%
  • জার্মানি………………..………৮.৭ %
  • ইউরোপ….………………………৮.৫%
  • অষ্ট্রেলিয়া.……………….…………..৭.৮%
  • মেক্সিকো…………..…………………৭.৬২%
  • ইন্ডিয়া…………….…….……….….৬.৪৪%
  • যুক্তরাষ্ট্র………..………..……….৬%
  • ব্রাজিল…………………………..৫.৬%
  • জাপান…..………………..৪.৩%
  • সুইজারল্যান্ড………………..৩.৪%
  • সৌদিআরব……………………৩%
  • চীন……………………….১%

মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি কোন দেশে?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিবেন এবং পরীক্ষায়। ভর্তি সংক্রান্ত এমনকি এই বিষয়গুলো জানা থাকলেও অনেক ভালো হবে এছাড়াও আমাদের ব্লগে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ও সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি এবং আন্তর্জাতিক বিষয়াবলী শেয়ার করা হয়েছে এবং বিভিন্ন দেশের আইনসভার নাম ও শেয়ার করা হয়েছে আপনারা ও শেয়ার করবেন।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।