পূর্বের আর্টিকেল আমরা রসায়ন প্রথম পত্র প্র্যাকটিস বুক নিয়ে আলোচনা করেছি। যারা প্রথম পত্র মিস করেছেন তারা নিজের অংশ থেকে অবশ্যই ডাউনলোড করে নিবেন। আজকে আমরা আলোচনা করব উদ্ভাস রসায়ন ২য় পত্র প্র্যাকটিস বুক নিয়ে। সুতরাং আর্টিকেলটি মনোযোগ সহকারে করুন। তবে প্রথমে বলে রাখি Udvash chemistry 2nd paper practice book pdf বইটি পাচ্ছেন আপনারা বিনামূল্যে। সুতরাং এই ডাউনলোড করার সুযোগ করবেন না আশা করি।
উদ্ভাস রসায়ন ২য় পত্র প্র্যাকটিস বুক
যারা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেছেন অথবা কোন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে একই বিভাগে ভর্তি দিতে ইচ্ছুক। তাদের জন্য এই বইটি হচ্ছে অত্যন্ত সহায়ক। এ বইটিতে রয়েছে বহু নির্বাচনী আকারে প্রশ্ন উত্তর এবং সমাধান। পিডিএফ ফাইলটির সাইজ হচ্ছে মাত্র ৩০ এমবি। যা কম খরচে ডাউনলোড করে নিতে পারবেন। বইটিতে রয়েছে মোট পেজ সংখ্যা ১৩৯টি। যেকোনো মুহূর্তে স্মার্টফোনের সাহায্যে এ বইটি পড়া সম্ভব হবে।
Udvash chemistry 2nd paper practice book pdf Download
উদ্ভাস রসায়ন ২য় পত্র প্র্যাকটিস বুক ব্যতীত আরো অন্যান্য প্র্যাকটিস বুক ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলো ফলো করুন।
উদ্ভাস রসায়ন ১ম পত্র প্র্যাকটিস বুক পিডিএফ | Udvash chemistry 1st paper practice book pdf