এইচএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত গাইড ২০২৩ pdf download: আসসালামুয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে নিশ্চয় অনেক ভালো আছেন ।আজ আপনাদের সাথে শেয়ার করলাম এইচএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত প্রথম পত্র গাইড pdf download সহ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে মার্কেটে গিয়ে হয়তো বই বা গাইড কিনবেন কিন্তু তার পূর্বে একটু ধারনা পেতে অতি সহজেই আপনারা সকল গাইড এবং পাঠ্য বই এর ধারনা পেতে পারেন এইরকম website এ ।তাই পূর্ব প্রস্তুতি মূলক অংশে আমাদের সাথেই থাকুন এবং সকল বিষয়ের গাইড বই ডাউনলোড করুন ফ্রিতে।
উচ্চমাধ্যমিক উচ্চতর গণিত প্রথম পত্রের গাইড এর সূচিপত্র সমূহ pdf ২০২৩ / HSC Higher Math First Paper:
- অধ্যায় ১: ম্যাট্রিক্স ও নির্ণায়ক সমাধান।
- অধ্যায় ২:ভেক্টর সমাধান ।
- অধ্যায় ৩:সরলরেখা সমাধান ।
- অধ্যায় ৪ : বিন্যাস ও সমাবেশ সমাধান।
- অধ্যায় ৫: ত্রিকোণমিতিক অনুপাত সমাধান।
- অধ্যায় ৬: সংযুক্ত কোনের ত্রিকোণমিতিক অনুপাত সমাধান।
- অধ্যায় ৭:ফাংশন ও ফাংশনের লেখচিত্র সমাধান।
- অধ্যায় ৮:যোগজীকরন সমাধান।
- অধ্যায় ৯:অন্তরীকরণ সমাধান।
HSC Higher Math First Paper Suggestions 2023:
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী আপনাদের Math কিন্তু বেসিক থাকতে হবে হুট করে গনিত শেখা যায় না শেখানো যায় না বরং Math এর basic থাকতে হবে ।
এইচএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত প্রথম পত্রের সাজেশন :
উচ্চমাধ্যমিক উচ্চতর গণিত গুরুত্বপূর্ণ অধ্যায় :
- ১: ম্যাট্রিক্স।
- ২: সরলরেখা।
- ৩: বৃত্ত।
- ৪: ত্রিকোণমিতি।
- ৫:অন্তরীকরণ।
- ৬:যোগজীকরণ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় গুলো ভালো করে খেয়াল করে পড়বেন এছাড়াও বিভিন্ন বোর্ডের প্রশ্ন গুলো খুবই গুরুত্বের সহিত পড়বেন ।যেমন:
ম্যাট্রিক্স অধ্যায় যেসব বোর্ড এর পড়বেন:
সিলেট বোর্ড, বরিশাল বোর্ড,যশোর বোর্ড….২০১৭.।
চিটাগাং বোর্ড ও দিনাজপুর বোর্ড এর পড়বেন….২০১৯।
উচ্চতর গণিত প্রথম পত্র সরলরেখা অধ্যায় যেসব বোর্ড এর প্রশ্ন হলো করবেন।
যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড ,….২০১৯।
চিটাগাং বোর্ড , বরিশাল বোর্ড….২০১৭।
উচ্চতর গণিত প্রথম পত্র বৃত্ত অধ্যায় যেসব বোর্ড এর পড়বেন।
চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড এর প্রশ্ন ফলো করবেন।
উচ্চতর গণিত প্রথম পত্র ত্রিকোণমিতি অধ্যায় যেসব বোর্ডের পড়বেন.।
দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড , সিলেট বোর্ড , বরিশাল বোর্ড….২০১৭ ও ২০১৯।
উচ্চতর গণিত প্রথম পত্রের যোগজীকরন অধ্যায়।
এইচএসসি উচ্চতর গণিত ১ম পত্র গাইড পিডিএফ ডাউনলোড ২০২৩ | HSC Higher Math 1st Paper Solution PDF
এইচএসসি পর্দাথ বিজ্ঞান ১ম পত্র গাইড PDF Download ২০২৩: HSC Physics 1st Paper Guide PDF Download
এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র গাইড পিডিএফ ডাউনলোড ২০২৩ | HSC Physics 2nd Paper Guide PDF Download
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সাজেশন এবং গাইড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন ।আপনারা আমাদের সাথেই থাকুন এবং সাথে থেকে সব সময় সকল বিষয়ের সাজেশন শেয়ার করুন।