নতুন শিক্ষাক্রম কার্যক্রম শুরু ২০২৩

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা । আজ আমি শেয়ার করলাম নতুন শিক্ষাক্রম কার্যক্রম শুরু কবে থেকে শুরু । নতুন শিক্ষাক্রম আমাদের পরবর্তি প্রজন্মকে এগিয়ে নিতে আরো সাহায্য করব।

নতুন শিক্ষাক্রম কার্যক্রম শুরু

নতুন শিক্ষাক্রম কার্যক্রম শুরু কবে থেকে কোন শ্রেনীতে কোন সময় সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই পোস্টটির মাধ্যমে ।সত্যি বলতে আমাদের সন্তানরদের জন্য এই কার্যক্রম অনেক মঙ্গলজনক ও ফলপ্রসূ হবে আমাদের এই কামনা ।

নতুন শিক্ষাক্রম কার্যক্রম শুরু:

শ্রেনী ……………………………….. কার্যক্রম শুরু।

  • প্রথম , ষষ্ঠ ও সপ্তম ……………২০২৩ ।
  • দ্বিতীয় , তৃতীয় ,চতুর্থ ,অষ্টম ও নবম ……… ২০২৪।
  • পঞ্চম ও দশম ……. ২০২৫।
  • উচ্চমাধ্যমিকের একাদশ ……… ২০২৫।
  • উচ্চমাধ্যমিকের দ্বাদশ …….. ২০২৭।

শিক্ষাই জাতির মেরুদন্ড ।আর এই শিক্ষাকেই এগিয়ে যেতে যেসব আয়োজন সেসব আয়োজন আরো ফলপ্রসূ হোক আমাদের সবার এই কামনা ।

নতুন শিক্ষা কার্যক্রম কে বাস্তবায়নের জন্য শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আর শিক্ষকদের এই অক্লান্ত পরিশ্রমকে আমাদের ব্লগের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ জানাই । কেননা শিক্ষকরাই জাতি গড়ার কারিগর । আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করতে আরো সহজ থেকে সহজতর করতে এই নতুন শিক্ষা কার্যক্রম অনেক মঙ্গলজনক ও গুরুত্বপূর্ণ।

সবশেষে একথা বলতে চাই আমাদের সন্তানরা আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ ওদের জন্যই আমাদের সব আয়োজন । নতুন শিক্ষাক্রম কার্যক্রম শুরু হবে কখন থেকে তা আমি আমার এই পোস্ট টির মাধ্যমে শেয়ার করলাম । আপনারা ও বেশী করে শেয়ার করবেন এবং সব শিক্ষার্থী ও অভিভাবক যাতে বিষয়টি জানতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

নতুন শিক্ষাক্রম ২০২৩, নতুন শিক্ষাক্রমে কী থাকছে জানুন বিস্তারিত


নতুন শিক্ষাক্রমে কাঠামোবদ্ধ প্রশ্ন ও জিপিএ বাদ , শিক্ষার্থীর মূল্যায়নের ফল হবে তিনটি শ্রেনীতে।

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button