এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তি শূন্য পদের তালিকা ২০২৩: শ্রদ্ধেয় নিবন্ধিত প্রার্থীরা আপনাদের দীর্ঘ অপেক্ষার পর চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ করল এনটিআরসিএ ।এই সুখবর টা যেন সবার জীবনকে সাজাতে সাহায্য করে এই কামনা সর্বপ্রথমে।
চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ । এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ করল শূন্য পদের তালিকা ও দেওয়া হয়েছে অনলাইনে । অনলাইনের মাধ্যমে আপনারা শূন্য পদের তালিকা জেনে আবেদন করতে পারবেন ।আজ আমি আপনাদের সাথে সেই চতুর্থ গনবিজ্ঞপ্তি এর শূন্য পদের তালিকা সম্পর্কে শেয়ার করলাম ।আপনারা কিভাবে চতুর্থ গনবিজ্ঞপ্তি এ আবেদন করতে পারবেন ।
এনটিআরসিএ শূন্য পদের তালিকা প্রকাশ:
চতুর্থ গনবিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের স্কুল কলেজ ,মাদ্রাসা, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় ৬৮ হাজার ৬৯০ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে এমপি ওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে।
- স্কুল কলেজ এ শিক্ষক নিয়োগ দেয়া হবে ৩১ হাজার ৫০৮ জন।
- মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২ শূন্য পদের শিক্ষক নিয়োগ দেয়া হবে।
চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ করল এনটিআরসিএ এবং আবেদন করার লিংক এবং আবেদন এর জন্য এনটিআরসিএ কি শর্ত দিয়েছে সেগুলো নিম্নরূপ।
এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তি এর আবেদন এর লিংক : আবেদন এর জন্য E – Application করতে হবে অনলাইনে । (http://ngi teletalk.com.bd)
আবেদন এর তারিখ ২৯ ডিসেম্বর ২০২২থেকে ২৯ জানুয়ারি ২০২৩ রাত ১২ টা পর্যন্ত।
- বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ,দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ, মাদ্রাসা কারিগরি ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এনটিলেভেলে নিম্মবর্ণিত শূন্য পদ পূরনের লক্ষ্যে শিক্ষক হতে আগ্ৰহী প্রার্থীদের নিকটে নিম্মবর্ণিত শর্তে আবেদন করার জন্য জানানো যাচ্ছে।
- চতুর্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন এর জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধন সনদ ।
- এছাড়াও প্রার্থীর যোগ্যতা ও আবেদন ।
- আবেদন কারি প্রার্থীর বয়স।
- আবেদন ফি জমার তারিখ ও সময় ।
- এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তির শূন্য পদের…….
৬৮ হাজার শিক্ষক নিয়োগের চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ
এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তি
এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো তাই নিবন্ধিত প্রার্থীরা আবেদন করার সুযোগ ও পেল এবং অনলাইন এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন আগ্ৰহী প্রার্থীগন।
- কর্তৃপক্ষ….. বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ।
- পদের ধরন…….এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক পদ।
- পদের সংখ্যা ……৬৮ হাজার ৬৯০।
- বিজ্ঞপ্তি নং…… চতুর্থ গনবিজ্ঞপ্তি।
- আবেদন এর লিংক…..http:// ngi.teletalk .com.bd
- Website…… http://www.ntrca.gov.bd/
এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন এর জন্য আগ্ৰহী প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আগ্ৰহী প্রার্থীদের যোগ্যতা ও আবেদন।
- চতুর্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন এর জন্য সংশ্লিষ্ট পদ ও বিষয় এবং প্রতিষ্টানের ধরন অনুযায়ী নিবন্ধন নারী হতে হবে।
- এনটিআরসিএ কর্তৃক সম্মলিখিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে।
- এছাড়াও মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা বিভাগ থেকে সর্বশেষ জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষা গত যোগ্যতা অর্জন করতে হবে।
- কাম্য শিক্ষা গত যোগ্যতা অর্জন করার জন্য এনটিআরসিএ এর ওয়েবসাইটে’ চতুর্থ গনবিজ্ঞপ্তি ‘ নামক সেবা বক্সে ক্লিক করতে হবে।
- চতুর্থ গনবিজ্ঞপ্তিতে প্রার্থীকে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে পদ অনুযায়ী আবেদন করতে পারবেন।
- আবেদনকারী প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২০ এর মধ্যে ৩৫ বছর বয়স এবং তার কম বয়সী হতে হবে।
- চতুর্থ গনবিজ্ঞপ্তিতে নিবন্ধিত প্রার্থীরা স্কুল কলেজ এ একটি মাত্র আবেদন করতে পারবেন।
- এনটিআরসিএর চতুর্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন কারী রা ৪০ টি প্রতিষ্ঠানে choice দিতে পারেন ।যদি। এই ৪০ টি চয়েজ এ না হয় তবে প্রার্থী চাইলে ৪০ টি প্রতিষ্ঠান চয়েজ বহির্ভূত দেশের যেকোন প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হলে e – application নামক প্রদর্শিত ফরমে other option নামক বক্সে ক্লিক করতে হবে।
- যদি ইচ্ছুক হন তাহলে yes ক্লিক করতে হবে এবং ইচ্ছুক না হলে no ক্লিক করতে হবে।
- এছাড়াও চতুর্থ গনবিজ্ঞপ্তি ক্ষেত্রে যেসব নীতিমালা সর্তকতার সহিত করতে হবে সেগুলো একটু খেয়াল করলেই পারবেন।
- যদি কোন নিবন্ধিত প্রার্থীর স্কুল কলেজ দুটিতেই সনদ থাকেন এবং তিনি আবেদন দুটিতেই করে থাকেন তাহলে উনাকে প্রথমে কলেজে দেখা হবে কলেজে না হলে স্কুল পর্যায়ে হবে।
এই ছিল চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের যাবতীয় বিষয় । এনটিআরসিএর এর চতুর্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন এর জন্য এইসব নীতিমালা অনুসারে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন এর শেষ তারিখ এর মধ্যে আপনারা আবেদন করবেন ।আমাদের ব্লগের পক্ষ থেকে সবার জন শুভ কামনা রইল।সবার ্র্র্র্র যেন মনের আশা পূরণ হয় এবং চতুর্থ গনবিজ্ঞপ্তি এর এই পোস্ট টি বেশি বেশি করে শেয়ার করবেন।
শিক্ষক নিয়োগ চতুর্থ গনবিজ্ঞপ্তি ডিসেম্বরে প্রকাশ হতে পারে ডিসেম্বরে