১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ব্যাকরন অংশ সিলেবাস

সাহেদা জান্নাত
১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ব্যাকরন অংশ সিলেবাস

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ব্যাকরণ অংশ: ১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির জন্য ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ অংশ টি থেকে Must be প্রশ্ন থাকবে কেননা এ যাবত যতটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে এইসব প্রশ্ন থেকে ঘুরে ফিরে আসে।

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ব্যাকরন অংশ সিলেবাস

ব্যাকরণ অংশ:

ধ্বনিতত্ত্বে কি কি আলোচনা করা হয় বা এইরকম প্রশ্ন আসে যে,ণত্ত্ব বিধান ,ষত্ত্ব বিধান ব্যাকরণের কোন‌ অংশে আলোচনা করা হয়?

উত্তর : ধ্বনিতত্ত্বে।

ধ্বনিতত্ত্ব :

ধ্বনির পরিচয়,স্বরধ্বনি,অর্ধস্বরধ্বনি ,ব্যাঞ্জধ্বনির শ্রেনী বিভাগ,কার,,যুক্তব্যঞ্জনধ্বনি,ধ্বনির পরিবর্তন, বাংলা বানানের নিয়ম , কতিপয় বানানের শুদ্ধরূপ, এইসব বিষয় নিয়ে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়।

শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব:

বিশেষ্য,বিশেষণ, সর্বনাম ,ক্রিয়া,সমাস , উপসর্গ, অনুসর্গ,ক্রিয়ার কাল,কারক বিভক্তি,সন্ধি ,দিরুক্ত শব্দ,যোজক, বাংলা শব্দ গঠন,প্রত্যয়,পক্ষ বা পুরুষ,সংখ্যাবাচক শব্দ,বচন, ধাতু বা ক্রিয়া মূল, বাংলা শব্দ ভান্ডার, বাংলা শব্দের উৎস,বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেনী,এই সব বিষয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হয় ‌‌‌‌।

বাক্যতত্ত্ব বা পদক্রম।

বাক্যের পরিচয়,বাক্য পরিবর্তন,পদক্রম বা পদবিন্যাস,উক্তি ,উক্তির পরিবর্তন,বাচ্য ও বাচ্য পরিবর্তন, বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন, এবং যতিচিহ্ন এগুলো বাক্যতত্ত্বে বা পদক্রমে আলোচনা করা হয়।

সুপ্রিয় নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ কারী পরীক্ষার্থী এই ব্যাকরণ অংশ থেকে একটা দুটা প্রশ্ন থাকবে প্লিজ মনোযোগ সহকারে বিষয় টি পড়বেন এবং আরো আমাদের ব্লগে pharse and idioms and synonym & antonyms গুলো আছে সেগুলো থেকে ও প্রশ্ন আসে তাই দয়াকরে পড়বেন দেখবেন আশানুরূপ ফল পাবেন।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা কত বছর পর পর অনুষ্ঠিত হয়।

বাগর্থতত্ত্ব:

বাগর্থতত্ত্বের পরিচয়,বাগর্থের গুরুত্ব,অর্থ সম্প্রসারণ ,অর্থ সংকোচন, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ,অভিধান এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয় বাগর্থতত্ত্বে।

এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর হলো:

শব্দ ব্যাকরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই শব্দ থেকে ও প্রশ্ন থাকে।

  • তৎসম শব্দ: অক্ষি,অগ্নি,চন্দ্র,সূর্য,নক্ষত্র,ভবন ,ধর্ম।
  • অর্ধতৎসম শব্দ: গ্ৰাম> গেরাম,নিমন্ত্রন > নেমন্ত্রন,ক্ষুধা> ক্ষিধে ,হস্ত> হাত,পক্ষি> পাখি।
  • দেশী শব্দ: পেট ,চুলা, ঢুল, ঢেকি,ঝুলি,ঝিঙ্গা.
  • তুর্কি শব্দ: সওগাত, বাবুর্চি,দারোগা,উজবুক, কাঁচি,চাবুক,বেগম,আলখাল্লা এগুলো তুর্কি শব্দ।
  • ফরাসি শব্দ: ওলন্দাজ,কার্তুজ,কাপে,ফিরিঙ্গি,বুর্জোয়া ,রেস্তোরাঁ।
  • চীনা শব্দ: চা,চিনি,লুচি,হিন্দুর ইত্যাদি ।
  • জাপানি শব্দ: হারিকিরি ,রিকশা,সাম্পান,পেগোডা।

এছাড়াও গঠনানুসারে শব্দ তিন প্রকার । যথা,

  • ১……সরল বাক্য।
  • ২……. জঠিল বাক্য।
  • ৩…….. যৌগিক বাক্য।

অর্থানুসারে শব্দ ৫ প্রকার।

যারা নিবন্ধন এবং অন্যান্য যেকোন নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী সবার জন্য এই ব্যাকরণ অংশের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রতিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু এইসব প্রশ্ন থেকে ১০০% থাকে সুতরাং বেশি বেশি করে পড়বেন এবং শেয়ার করবেন।

শিক্ষক নিবন্ধন বাংলাদেশ বিষয়ক‌ সাধারণ জ্ঞান

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।