বই হচ্ছে বন্ধু আর বন্ধু যদি হয় বন্ধুর মতো তাহলে জীবন হয় সুন্দর সুশৃঙ্খল। নতুন শিক্ষাক্রমে যেসব বই ছিল পাঠ ছিল তাতে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মনোরম পরিবেশ তৈরি করতে পারেনি ততটা আনন্দ দিতে পারেনি এমনকি অভিভাবক সমাজে এই নতুন শিক্ষাক্রম আনন্দ দিতে পারেনি নতুন শিক্ষাক্রমে অনেক পাঠ অনেক বিষয় ছিল যা অভিভাবকদের কেবল দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছিল।
2025 শিক্ষাবর্ষে পুরোনো শিক্ষাক্রমের আলোকে ছাপা হবে নবম ও দশম শ্রেনীর পাঠ্য বই।
তবে এও জানা যায় নানা অসঙ্গতির সংস্কার ও পরিমার্জন করে অন্যান শ্রেনীর বই দেয়া হবে। এছাড়াও 6 টি শ্রেনীর বইয়ের টেন্ডার হয়ে গেলেও বই পরিমার্জনের কাজ চলছে তাই শুরু করা যাচ্ছে না বই মুদ্রন। কাজে বেশি দেরি করলে জানুয়ারির আগে বই মাঠে আসতে দেরি হবে বলে শঙ্কায় রয়েছেন মুদ্রন ব্যবসায়ীরা তবে এনসিটিবি জানায় একটি পরিপত্র জারি করা হবে শিগগিরই।
শূণ্য পদে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এসেছে নতুন বাংলাদেশ যখন এই নতুন স্বাধীনতা তখন পরিবর্তন আসছে নানান সেক্টরে এমনকি ঢেউ লেগেছে শিক্ষাঙ্গনে।
নবম ও দশম শ্রেনীর পাঠ্য বই পরিবর্তন আসবে পুরাতন শিক্ষাক্রমে এবং থাকবে , বিজ্ঞান ,মানবিক ও ব্যবসায় শিক্ষা তবে অন্যান্য শ্রেনীর জন্য বই পরিবর্তন ও পরিমার্জন করে দেয়া হবে আমাদের আশা যেকোনো শিক্ষা ক্রম হোক না কেন আমাদের প্রজন্মরা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে সঠিক পথের দিশারী হতে পারে।