১৯ তম নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ

নিবন্ধন ‌নিয়োগ বিজ্ঞপ্তির জন্য সবাই এখন অপেক্ষা করছে। আজকের এই প্রতিবেদনে ১৯তম নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ সম্পর্কে জানাবো আপনাদেরকে। যাতে করে আপনারা এর সময় জানতে পারেন এবং নিজেদেরকে সেই ভাবে প্রিপারেশন নিয়ে তৈরি করতে পারেন। 19th NTRCA Job Circular নিয়েই সম্পূর্ণ এই প্রতিবেদন।

যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিজেদেরকে নিয়োগপ্রাপ্ত করতে চান। তাদেরকে অবশ্যই নিবন্ধন মাধ্যমে উত্তীর্ণ হয়ে এখানে নিয়োগপ্রাপ্ত হতে হবে। এর জন্য প্রচুর প্রিপারেশন নিতে হয়। তবে প্রত্যেক বছর প্রায় ১৫ থেকে ২০ হাজারের মতো শিক্ষক নিয়োগ দেয়া হলো তার বিপরীতে আবেদন করে ১৫ থেকে ২০ লক্ষ চাকরিপ্রার্থীরা। কারণ আমাদের দেশে তরুণদের মধ্যে শিক্ষকতার মত এই মহান পেশা গ্রহণ করার সবচেয়ে আগ্রহ বেশি। একজন শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। আর এই পেশায় যুক্ত হতে হলে তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ভালো থাকতে হয়। কেননা প্রথমে নিজেদের জানতে হয় তারপর শিক্ষার্থীদেরকে শেখাতে হয়। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তবে আজকে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সময়তে কিভাবে নিয়োগ দেয়া হয়ে থাকে পুরো প্রক্রিয়া আলোচনা করব। তবে এখানে মূল আলোচনার বিষয় হচ্ছে এই 19 তম নিবন্ধন সার্কুলার নিয়ে। যা আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানা গিয়াছে।

১৯ তম নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ

যারা নিবন্ধন দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিজেদেরকে শিক্ষক পেশায় যুক্ত করতে চান। অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। গত কয়েক মাস আগে ১৮তম শিক্ষক নিবন্ধনের যাবতীয় সকল কার্যক্রমও শেষ হয়েছে। এমনকি নিয়োগ প্রাপ্তরা যোগদান করেছে। এখন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ১৯ তম সার্কুলার জন্য অপেক্ষমান রয়েছে সবাই। আর এই সার্কুলারের মাধ্যমে তারা নিয়োগ প্রাপ্তর জন্য প্রিপারেশন নিচ্ছে।

যারা পূর্ববর্তীতে আবেদন করেছেন তারা অবশ্যই এর প্রক্রিয়া সম্পর্কে অবগত রয়েছেন। কিন্তু যারা নতুন তাদের জন্য আমরা শিক্ষাগত যোগ্যতা অভ্যাস নিয়ে আলোচনা করব। অন্যান্য সরকারি চাকরির মত এখানে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে প্রার্থীদেরকে আবেদন করতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চমাধ্যমিক থেকে শুরু করে অনার্স লেভেল পর্যন্ত কিংবা মাস্টার্স পর্যন্ত। অর্থাৎ বিভিন্ন ধাপ অনুসারে শিক্ষা করতে যোগ্যতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যা সার্কুলার প্রকাশিত হওয়া মাত্রই আপনারা দেখতে পারবেন।

এখন আমরা আলোচনার মূল প্রসঙ্গে যাচ্ছি। কারণ সবাই এই নিবন্ধন সার্কুলারের অপেক্ষায় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তির উক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। আর তিনি জানিয়েছেন যে আগামী ১ থেকে ২ মাসের মধ্যে সার্কুলার প্রকাশিত হবে। তবে এই সার্কুলার প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে কিছু ব্যাপক পরিবর্তন আসতে পারে। যেমন পূর্ববর্তী পরীক্ষাগুলোতে ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। কিন্তু নতুন এই সার্কুলারে ভাইবার নম্বর যুক্ত হতে পারে। এছাড়াও আরো নতুন নিয়ম যদি আসে তাহলে চলো যাবে যখন ১৯ তম নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন।

আরোঃ ফাজিল অনার্স ৩য় বর্ষের রেজাল্ট

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button