১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর : ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা খুবই নিকটে তাই আমাদের উচিত নিজেকে প্রস্তুত করা আর নিজেকে প্রস্তুত করতে হলে কোন কিছুকে তুচ্ছ মনে করা উচিত নয় সব বিষয়ে জানতে হবে পড়তে হবে ।আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম নিবন্ধন পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ইন্টারনেট আবিষ্কৃত হয়……১৯৭৯ সালে।
- Email আবিষ্কৃত হয় …….১৯৯৮ সালে।
- youtob আবিষ্কৃত হয়………২০০৫ সালে।
- Facebook আবিষ্কৃত হয়…..২০০৪ সালে।
- Twitter আবিষ্কৃত হয়………২০০৬ সালে।
- বিশ্বে ইন্টারনেট চালু হয় ……..১৯৬৯ সালে।
- বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ……..১৯৯৬ সালে।
- বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ওয়াইম্যাক্স চালু হয় ……. June ২০০৯ সালে।
- প্রথম ওয়াইফাই নগর……. সিলেট।
- জাতিসংঘ নামকরন করেন ……. রুজভেল্ট।
- কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য……..তুরস্ক।
- ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়………১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রথম বিশ্বকাপ ফুটবল কবে …১৯৩০ সালে।
- বাংলাদেশেকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ…….. ইরাক।
- পৃথিবীর তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের নাম……… OPEC.
- জাতীয় শিশু দিবস …….১৭ ই মার্চ।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন একটু কষ্ট হলেও জীবনের সাফল্যে আপনাকে পৌঁছে দিতে পারে আপনার এই কষ্ট , জীবনে কিছু পেতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে।
আলোর তরঙ্গ দৈর্ঘ্য উদ্ভাবন করেন…………. হাইগেন।
বৃহত্তম দেশ……..রাশিয়া।
- বৃহত্তম মহাদেশ ……. এশিয়া।
- বৃহত্তম বদ্বীপ …….. বাংলাদেশ।
- বৃহত্তম মহাসাগর………প্রশান্ত মহাসাগর।
- বৃহত্তম বিমান বন্দর …….জেদ্দা বিমানবন্দর।
- বৃহত্তম নদ………… নীলনদ।
- বৃহত্তম দিন……..২১ শে জুন।
- বৃহত্তম রাত……..২২ ডিসেম্বর।
- স্বাধীনতা দিবস পুরস্কার দেয়া হয়…..১৯৭৫ সাল থেকে।
- জাতিসংঘের সদস্য সংখ্যা………১৯৩।
- জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় দেশ…….চীন।
- পৃথিবীর দীর্ঘতম নদী…….নীলনদ।
- রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান…….১৯১৩ সালে।
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ……..৫ জুন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ……..১৪ ই আগষ্ট ১৯৪৫ সালে।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র………….সিসমোগ্ৰাম।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র……রিখটার স্কেল।
- তাপ পরিমাপটি যন্ত্রের নাম ………..ক্যালোরিমিটার।
বাংলাদেশ প্রসঙ্গ: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ প্রসঙ্গ থেকে ও আপনাদের জানতে হবে।
জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার এর নাম…… শামসুল হক টুকু।
- সম্প্রতি কোন দেশের পার্লাম্যান্টে বঙ্গবন্ধুর ‘ অসমাপ্ত আত্মজীবনী বইটির ল্যাটিন আমেরিকান সংস্করনের উন্মোচন হয়……….মেক্সিকোর পার্লামেন্টে।
- যৌথ নদী কমিশন ( জেআরসি) কবে কিভাবে গঠিত হয়……১৯৭২ সালের ১৯ শে মার্চ।
- বিবিসি বাংলার সর্বকালের সেরা ২০ গানের তালিকায় গাজী মাজহারুল আনোয়ারের কয়টি গানস্থান পায়……..৩ টি।
- বাংলাদেশে কয়টি স্থলবন্দর চালু রয়েছে…..১২ টি।
- ৮ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত জাতিসংঘ মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত…..১২৯ তম।
- জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় মোট ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান এর সংখ্যা…….৩ লক্ষ ৭১ হাজার।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০২১-২০২২ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে কত আয় হয়েছে…….৪ হাজার ২৬১ কোটি ডলার।
- বাংলাদেশ পোশাক কারখানাগুলো কে সবুজ সনদ প্রদান করে কোন প্রতিষ্ঠান ……. ইউনাইটেড স্টেটস গ্ৰিন বিল্ডিং কাউন্সিল।
- ‘স্পারোসো ‘কি …… বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান।
- ড্যাপ কি……বিশদ অঞ্চল পরিকল্পনা।
- রস্ক প্রকল্প কোন অঞ্চলের আওতাধীন…… প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
- বাংলাদেশ কত সালে মন্ট্রিল প্রটোকলে সাক্ষর করে……১৯৯০.
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাজে লাগবে পরীক্ষায় এগুলো থেকে অবশ্যই প্রশ্ন থাকবেই।তাই অবহেলা না করে পড়বেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে।