৯ম গ্রেড বেতন স্কেল | সরকারি চাকরি নবম গ্ৰেডের বেতন ভাতা, ৯ম জাতীয় পে-স্কেল ২০২৩

৯ম গ্রেড বেতন স্কেল: সরকারি চাকরি ,নবম গ্ৰেডের কর্মচারীদের বেতন ভাতা: নবম গ্ৰেডের কর্মচারীদের বেতন ভাতা সম্পর্কে শেয়ার করলাম । সরকারি চাকরি সোনার হরিণ পাওয়ার মতন সরকারি চাকরিজীবীদের মত সুবিধা বেসরকারি চাকরিতে তা নেই তাই হোক না কষ্ট কষ্ট করে পড়লে অবশ্যই বিভিন্ন চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় ।

নবম গ্ৰেডের কর্মচারীদের বেতন:সরকারি চাকরিজীবীদের ২০ টি গ্ৰেড রয়েছে এর মধ্যে ১- ৯ম গ্ৰেডে প্রথম শ্রেনীর কর্মকর্তাদের । আমাদের এই ব্লগে সকল গ্ৰেড অর্থাৎ ১- ২০ গ্ৰেডের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি দেওয়া হয়েছে।

আমার এই পোস্ট টি তে আলাদা ভাবে just নবম গ্ৰেডের বেতন স্কেল শেয়ার করলাম;

৯ম গ্রেড বেতন স্কেল: নবম গ্ৰেডের কর্মচারীদের বেতন ভাতা, পদোন্নতি ও নবম গ্ৰেডের পদ কোনগুলো ।

নবম গ্ৰডে এর পদগুলো হলো:

  • আইন কর্মকর্তা।
  • সিনিয়র অফিসার
  • সহকারী সচিব।
  • বৈজ্ঞানিক কর্মকর্তা।
  • মেডিকেল অফিসার ।
  • আইন‌ কর্মকর্তা।্্
  • প্রভাষক।
  • হিসাবরক্ষন কর্মকর্তা।
  • সহকারি প্রকৌশলী।
  • সেকশন অফিসার।

উনারা হলেন প্রথম শ্রেনীর কর্মকর্তা এবং নবম বেতন স্কেল প্রাপ্ত। এছাড়াও যারা বিসিএস ক্যাডার হয়ে চাকরিতে যোগদান করেন তারা নবম গ্ৰেডে বেতন পেয়ে থাকেন।

সরকারি চাকরির বেতন স্কেল, গ্ৰেডিং সিস্টেম ও অন্যান্য সুযোগ সুবিধা

বেতন ভাতা: সরকারি চাকরিজীবী অর্থাৎ নবম গ্ৰেডের কর্মকর্তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং উনাদের পদোন্নতি ও হয়ে থাকে।

  • নবম গ্ৰেডের মূল বেতন…২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা হয়ে থাকে।
  • এছাড়াও বার্ষিক ৫% হারে ১৮ বছরে ১৮ টি ইনক্রিমেন্ট পেয়ে থাকেন পর্যায়ক্রমে যেমন,…..২৩১০০-২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০-২৮১০০-২৯৫১০-৩০৯৯০-৩২৫৪০-৩৪১৭০-৩৫৮৮০-৩৭৬৮০-৩৯৫৭০-৪১৫৫০-৪৩৬৩০-৫৪৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৪০৬০ এইভাবে পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি হয়ে থাকে।
  • এছাড়াও বাড়ি ভাড়া , চিকিৎসা ভাতা ,উৎসব ভাতা, শিক্ষা ভাতা পেয়ে থাকেন।

নবম গ্ৰেডের কর্মকর্তাদের সর্বমোট বেতন:

মূল বেতন……২২,০০০ টাকা।

বাড়ি ভাড়া…..১৪,৩০০.

চিকিৎসা ভাতা: …..১৫০০.

শিক্ষা ভাতা…. এক সন্তানের জন্য ….৫০০ টাকা দুজন সন্তানের জন্য …..১০০০ টাকা।

শিক্ষা ভাতা ছাড়া সর্বোমোট ……৩৭,৮০০ টাকা।

বিসিএস ক্যাডার বেতন স্কেল?

সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা:

নবম গ্ৰেডের কর্মকর্তাদের পদোন্নতি:

নবম গ্ৰেডের কর্মকর্তাদের পদোন্নতি খুবই ভালো ভালো সুযোগ সুবিধা পেয়ে যান প্রথম শ্রেনীর কর্মকর্তারা ।বিশেষ করে যারা ক্যাডার হয়ে যোগদান করেন তারা খুবই সহজে প্রমোশন পেয়ে থাকেন।নবম গ্ৰেডের প্রতিটি পদে পদোন্নতি রয়েছে।

আমি কেবল দুটি পদোন্নতি শেয়ার করলাম:………

সহকারি সচিব……….. সচিব….. গ্ৰেড ১…….

বৈজ্ঞানিক কর্মকর্তা…….. মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ….গ্ৰেড ৩…

নবম শ্রেণির কর্মকর্তা সবাইকে পদোন্নতি দেয়া হয় এবং তা খুব ভালো বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন । আমার এই পোস্ট টিতে কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button