পুপুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: স্পেশাল ব্রাঞ্চে চাকরির সুযোগ: Special branch. , বাংলাদেশ পুলিশ রাজস্ব খাতভুক্ত ছয় প্রকার পদের জন্য ১৫ জন নিয়োগ দেবে ।এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ১৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ এর স্পেশাল ব্রাঞ্চ।
১১ তম থেকে ২০ তম গ্ৰেডে নিয়োগ দেওয়া হবে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।আগ্ৰহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।
১ নং পদের নাম: Computer অপারেটর।
- পদের নাম : Computer অপারেটর।
- পদসংখ্যা : ,২ টি।
- শিক্ষা গত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্ৰী।
- বেতন গ্ৰেড: ১১ তম গ্ৰেড।
- বেতন স্কেল:১২,৫০০-৩০,২৩০ টাকা।
০২ নং পদের নাম : রিপোর্টার।
পদসংখ্যা : দুইটি।
শিক্ষা গত যোগ্যতা: এইচএসসি ও সমমান পাস।
বি,দ্র,: সাঁট লিপিতে প্রতিমিনিটে ইংরেজি ও বাংলায় ১২০ ও ৯০ শব্দের গতি থাকতে হবে।
বেতন গ্ৰেড: ১১ তম ।
বেতন স্কেল : ১২,৫০০-৩০,২৩০ টাকা।
- ০৩ নং পদের নাম : উচ্চমান সহকারী।
- পদসংখ্যা: পাঁচটি।
- শিক্ষা গত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্ৰী।
- বেতন গ্ৰেড, : ১৪ তম গ্ৰেড।
- বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
০৪ নং পদের নাম:গ্ৰন্থাগার সহকারী।
- পদের নাম: গ্ৰন্থাগার সহকারী।
- পদসংখ্যা: একটি।
- শিক্ষা গত যোগ্যতা: গ্ৰন্থাগার বিষয়ে ডিপ্লোমা।
- বেতন গ্ৰেড: ১৪ তম গ্ৰেড
- বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০।
০৫ নং পদের নাম: হিসাব সহকারী।
০৫ নং পদের নাম: হিসাব সহকারী।
পদ সংখ্যা: একটি।
শিক্ষা গত যোগ্যতা: স্নাতক পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬ তম গ্ৰেড)।
০৬ নং পদের নাম: দপ্তরি।
- পদের নাম: দপ্তরি।
- পদ সংখ্যা: চারটি।
- শিক্ষা গত যোগ্যতা: এস এস সি বা সমমানের পাস।
- বেতন স্কেল: ৮ ,২৫০-২০,০১০ টাকা (২০ তম গ্ৰেড)।
- বয়স: ১ অক্টোবর তারিখে আবেদন কারীর বয়স ১৮-৩০ বছর এর মধ্যে হতে হবে।
- মুক্তিযুদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
- ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাদের বয়স ৩০ হয়েছে তারা ও আবেদন করতে পারবেন।
আগ্ৰহী প্রার্থীদের অনলাইন এ আবেদন করতে হবে।
- আবেদন এর শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২২।
- আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি …..৩০০ টাকা।
- ৩ ও ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ……..২০০ টাকা।
- ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ….১০০ টাকা।
- টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।