বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে বিডিইও ব্যাচে যোগ দিন: বাংলাদেশ নৌবানৌবাহিনীসরাসরি কমিশন্ড অফিসার পদে বিডিইও ব্যাচে যোগদিতে কয়েকটি শাখা রয়েছে সেগুলোর বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন এবং বিডিইও ব্যাচে যোগদিতে পারেন।
নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ)
- বয়স : ০১ জুলাই ২০২৩ অনুর্ধ্ব ২৮ বছর।(এফিডেভিট গ্ৰহনযোগ্য নয়).
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিকেটচার / মেকানিকেল , ইলেকট্রনিকেল এবং ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং । প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ এ ৩.০০(-৪ স্কেল) প্রাপ্ত হতে হবে।
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা।
বয়স : ০১ জুলাই ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর ( এফিডেভিট গ্ৰহনযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বানিজ্য, পরিসংখ্যান ও অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ । প্রার্থীকে উভয় পরীক্ষা অর্থাৎ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ পেতে হবে এবং স্নাতক সম্মান পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (-৪ স্কেল) প্রাপ্ত হতে হবে।
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: সেনাবাহিনীর পরীক্ষার প্রশ্ন ও উত্তর
শিক্ষা শাখা : পুরুষ ও মহিলা।
বয়স : ০১ জুলাই ২০২৩ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর ( এফিডেভিট গ্ৰহনযোগ্য নয়).।
ব্যারিষ্টার ও আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্মবর্ণীত বিষয়ে স্নাতক সম্মান । প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বিষয়ে জিপিএ ৪.০০ এবং স্নাতক সম্মান পরীক্ষায় নুন্যতম সিজিপিএ ৩.০০ (-৪ স্কেল )এ প্রাপ্ত হতে হবে।
বাংলা , ইংরেজি, মনোবিজ্ঞান ,রসায়ন, পদার্থ,গনিত,আইন।
আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগনকে অগ্ৰাধিকার দেওয়া হবে।
বৈবাহিক অবস্থা : বিবাহিত ও অবিবাহিত।
শিক্ষা শাখা ( ইন্জিনিয়ার পুরুষ ও মহিলা):
- বয়স : ০১ জুলাই ২০২৩ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর ( এফিডেভিট গ্ৰহনযোগ্য নয়)
- শিক্ষাগত যোগ্যতা : সরকার কর্তৃক
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২: একাধিক বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী