নাউজুবিল্লাহ শব্দের অর্থ- আমরা মহান আল্লাহর কাছে এর থেকে আশ্রয় চাই। কোনো খারাপ কথা কিংবা আল্লাহর আজাব ও গজবের কথা শুনলে বা মনে পড়লে ‘নাউজুবিল্লাহ’ বলা হয়। এটি একটি আত্মারক্ষামূলক শব্দ।
nawjubillah means We seek refuge with Allah। নাউজুবিল্লাহর মাধ্যমে আল্লাহ কাছে পানাহ চাওয়া হয়। শব্দটি মূলত আরবি। আমরা মুসলমানরা নাউজুবিল্লাকে দৈনন্দিন জীবনে ব্যবহার করি।
নাউজুবিল্লাহ অর্থ
নাউজুবিল্লাহ একটি আরবি শব্দ। নজুবিল্লাহর আরবি রুপনহলো৷ نَعُوْذُ بِالله। নাউজুবিল্লাহ শব্দের অর্থ হল “আমরা আল্লাহ্ তায়া’লার কাছে পানাহ বা আশ্রয় চাচ্ছি” অন্যভাবে বললে “আমরা আল্লাহ তায়ালার কাছে পানাহ চাচ্ছি”।
What is Nauzubillah meaning ?
nauzubillah means We seek refuge with Allah।
নাউজুবিল্লাহ কখন বলবেন।
নাউজুবিল্লাহ কখন বলতে হয় আমরা জানি না। এর মূলত কারণ নাউজুবিল্লাহ শব্দের অর্থ না জানা। এখন যেহেতু নাউজুবিল্লাহ শব্দের অর্থ “আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি” জানলাম আশাকরি এর ব্যবহার করতে সমস্যা হবে না। নিচে আমরা কখন নাউজুবিল্লাহ বলতে হয় উল্লেখ করছি।
- খারাপ কোন কিছু শুনলে।
- খারাপ কোন কিছু দেখলে নাউজুবিল্লাহ বলতে হয়।
- গুনাহের সংবাদ শুনলে।
- গুনাহের কাজে লিপ্ত হলে।
- যেকোন খারাপ কাজের সংবাদ শুনে সে গুনাহ করা থেকে বাচার জন্য নাউযুবিল্লাহ বলে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয় ।
নাউজুবিল্লাহর আরবি।
نَعُوْذُ بِالله নাউজুবিল্লাহর আরবি হল
নাউজুবিল্লাহি মিন জালিক।
নাউজুবিল্লাহি মিন জালিক نَعُوْذُ بِاللهِ مِنْ ذَالِكْ অর্থ হলো ; আমি আল্লাহর কাছে ইহা থেকে আশ্রয় চাচ্ছি। কোন খারাপ কিছু ঘটলে, শুনলে বা বললে নাউজুবিল্লাহি মিন জালিক বলতে হয়।
‘নাউজুবিল্লাহ মিন জালিক’ কখন পড়তে হয়?
- খারাপ ও ইসলাম বিরোধী কোনো কথা শুনলে।
- খারাপ কাজ হতে দেখলে।
- ভুলবশত খারাপ কাজ নিজে করলে।
- আল্লাহর কাছে মুক্তি বা আশ্রয় চাওয়ার জন্য ‘নাউজুবিল্লাহ মিন জালিক’ পড়তে হয়।