নবম পে স্কেল হবে নতুন নিয়মে (নবম পে স্কেল ২০২৩)

শ্রদ্ধেয় শিক্ষকগন আজ আমি শেয়ার করলাম নবম পে -স্কেল হবে নতুন নিয়মে এই বিষয়টি । আমাদের সকলের কামনা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগনের আশা এবং দাবি যেনো পূরন হয়।তো আমি বিস্তারিত নতুন এই পে -স্কেল পোস্ট টি শেয়ার করলাম।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১ – ২০ গ্ৰেডের সরকারি কর্মচারীদের একটাই চাওয়া তা হল নবম পে -স্কেল ঘোষনার মাধ্যমে বেতন বৈষম্য দূর করা। দীর্ঘদিন ধরে আন্দোলন ও সমালোচনার পর কিছুটা আশার আলো মিলতে যাচ্ছে বিষয়টি নিয়ে।হয়তো আগামী নির্বাচনের আগেই সুখবর আসতে পারে বিষয়টি নিয়ে।

নবম পে স্কেল হবে নতুন নিয়মে

এদিকে নবম পে -স্কেল কিরকম হওয়া উচিত তা নিয়ে নিজেদের মতো চিন্তা ভাবনা করছেন সরকারি কর্মচারীরা ।আমি তেমনি একজনের অভিমত দেখে অর্থাৎ ৯ম পে -স্কেল নিয়ে একজন কর্মকর্তার অভিমত টি আপনাদের সাথে শেয়ার করলাম ।

বেতন গ্ৰেড হতে হবে ১২ টি । বেতনের অনুপাত হবে ১.৫।

যেমন,

প্রথম শ্রেণী:

  • গ্ৰেড- ১ ………১০১০০০।
  • গ্ৰেড- ২ (পূর্বর ২.৩গ্ৰেড)……….৮৬০০০।
  • গ্ৰেড-৩ ( পূর্বের ৪,৫গ্ৰেড)……………৭৬০০০।
  • গ্ৰেড -৪ ( পূর্বের ৬,৭ গ্ৰেড) ………৬৬০০০।
  • গ্ৰেড-৫কেডার ( পূর্বের ৮ গ্ৰেড) ……..৫৬০০০।
  • গ্ৰেড-৬ নন কেডার। ( পূর্বের ৯ গ্ৰেড ) ……৫১০০০।

দ্বিতীয় শ্রেণী;:

  • গ্ৰেড -৭ ( পূর্বের ১০ গ্ৰেড) …….৪৬০০০।
  • গ্ৰেড – ৮ ( পূর্বের ১১,১২ গ্ৰেড)………৪১০০০।

তৃতীয় শ্রেণী:

  • গ্ৰেড- ৯ ( পূর্বের ১৭,১৮ গ্ৰেড)…….২৬০০০
  • গ্ৰেড -১০( পূর্বের ১৫,১৬গ্ৰেড) …….৩১০০০

চতুর্থ শ্রেণী:

  • গ্ৰেড -১১ ( পূর্বের ১৭,১৮গ্ৰেড) ….২৬০০০
  • গ্ৰেড – ১২( পূর্বের ১৯,২০ গ্ৰেড)……২১০০০

নতুন পে স্কেল কবে হবে?

প্রতি বছর ১০% ইনক্রিমেন্ট চাই

  • পদোন্নতি না দিতে পারলে প্রতি ৫ বছর পর পর উচ্চতর গ্ৰেড চাই। উচ্চতর গ্ৰেডের কোন নির্দিষ্ট সংখ্যা রাখা যাবেনা। উচ্চতর গ্ৰেড পেলে কমপক্ষে ২০% বেতন বৃদ্ধি হতে হবে।
  • বাড়ি ভাড়া মূল বেতনের ৬০% দিতে হবে ।গ্ৰাম এবং শহরের বেলায় একই % দিতে হবে। তাহলে কোন কর্মচারী আর শহরে থাকার লোভ করবেনা।মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার % কমানো যাবেনা।
  • ভ্রমন ভাতা মাসে ৩০০০ চাই।
  • টিফিন ও লান্স ভাতা মাসে ৬০০০ চাই।
  • চিকিৎসা ভাতা পুরো পরিবার এর ৭ জনের মাসে ৭০০০ চাই।
  • শিক্ষা ভাতা মাসে এক সন্তান ৫০০০ দুই সন্তানের জন্য ১০০০০।
  • উৎসব ভাতা দুইটা মূল বেতন চাই বছরে দুইটি মানে ৪ টি মূল বেতন এর চাই।
  • নববর্ষের ভাতা মূল বেতন এর ৫০% চাই।
  • শ্রান্তি বিনোদন ভাতায় তিনটি মূল বেতন এর চাই।
  • বিদ্যুৎ বিল বাবদ ১৫০০ টাকা।
  • গ্যাস বিল বাবদ ২০০০ টাকা।
  • পিতা মাতার ভাতা জীবিত থাকলে ৫০০০ চাই।
  • সময় সময় বাজার মূল্য / দ্রব্ মূল্য বৃদ্ধি হলে বেতন ও বৃদ্ধি করে সমন্বয় করতে হবে।
  • দুর্নীতি করলে চাকরিচ্যুত ,জেল এমনকি মৃত্যুদণ্ড ও চাই।

সবশেষে আমার প্রানপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষকগন এর ৯ম পে -স্কেল নিয়ে যে জল্পনা কল্পনা তা যেন অতি শীঘ্রই বাস্তবে রূপ নেয় এই কামনা করছি । কেননা শিক্ষক গন হল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর কারিগর উনাদের এই ৯ম পে -স্কেল নিয়ে আশা পূরন হবে ইনশাআল্লাহ । বিষয়টি বেশী করে শেয়ার করবেন ।

নতুন পে স্কেল চূড়ান্ত অনুমোদনে মন্ত্রীপরিষদের সভা

৯ম পে স্কেল ৫০ শতাংশ বেশি বেতন ভাতাদি বৃদ্ধি

প্রাথমিক শিক্ষকদের বেতন কত?

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button