এইচএসসি ঢাকা বোর্ড বাংলা ২য় নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর | এইচএসসি ২০২২ পরীক্ষা বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন ও উত্তর

ঢাকা বোর্ড 2022 বাংলা দ্বিতীয় পত্র নৈব্যক্তিক সমাধান : সেট খ এর নৈব্যক্তিক সমাধান আমি শেয়ার করলাম এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে তারা মিলিয়ে নিতে পারেন।

এইচএসসি ঢাকা বোর্ড বাংলা ২য় নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর এইচএসসি ২০২২ পরীক্ষা বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন ও উত্তর

  • আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে এখানে রাঘবে………আপাদানে ৭মী।
  • কৃৎ প্রত্যয় সাধিত পদকে.……কৃদন্ত পদ বলে।
  • ডাক্তার ডাক ,বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি…….…কর্মে শূন্য।
  • যৌগিক বাক্যের উদাহরণ……..বিপদ এবং দুঃখ এক সময়ে আসেনা।
  • ভাষার বিচারে ভারতের কয়টি গুন…….. তিনটি।
  • তামার বিষ বাগধারা…… অর্থের কুপ্রভাব।
  • বিদ্বান সকলের দ্বারা আদৃত হন এটি কোন বাচ্যের উদাহরণ………কর্মবাচ্যের।
  • উক্তি পরিবর্তন এর ক্ষেত্রে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন …….. সর্বনাম।
  • শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন এর পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে……ধ্বনি বিপর্যয়।
  • ওষ্ট ধ্বনি্ কোনগুলো……..প,ফ,ব ,ভ,ম।
  • নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি…….একাদশ।
  • বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি……. ঐ ,ঔ।
  • উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে কি বলে……বিপ্রকর্ষ।
  • সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলে…….সন্ধি।
  • রূড়ি শব্দের উদাহরণ ……সন্দেশ।
  • তার মঙ্গল হোক বাক্যে ক্রিয়ার কোন ভাব রয়েছে……. আকাঙ্ক্ষা।
  • হাট বাজার কোন শব্দ যোগে সাধিত দ্বন্দ সমাস….. ।সমার্থক।
  • বিশেষ্য কত প্রকার…… ছয় প্রকার।
  • সীমার মাঝে অসীম তুমি বাক্যে মাঝে ……. মধ্যে।
  • বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে…… পদ।
  • অনুসর্ঘ কোনগুলো……অবধি/ হেতু।
  • বৃহদার্থে তদ্ধিত প্রত্যয়…….ডিঙ্গা।
  • সংখ্যা বাচক শব্দ কত প্রকার….. চার প্রকার।
  • চিক চিক করে বালু কোথায় নাই কাঁদা…….ক্রিয়া বিশেষণ।
  • পূরন বাচক সংখ্যা……দশম।
  • নিমরাজি শব্দের নিম উপর্সগ টি কোন‌ ভাষার………ফারসি।
  • হাতাহাতি কোন সমাস…..বহুব্রীহি।
  • বিশেষ অর্থে নির্দিষ্টতা ……… পাটি।
  • বাংলা উপসর্গ ………২১ টি।
  • রূপক কর্মধারয় সমাস ……..মনমাঝি।

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী নিশ্চয় পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে এবং ইনশাআল্লাহ আগামী পরীক্ষা গুলো ও ভালো হবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নৈব্যক্তিক সমাধান দিলাম এই MCQ. গুলো কিন্তু সবার জানা দরকার যেকোন নিয়োগ পরীক্ষায় ও কিন্তু ব্যাকরন থেকে এইসব নৈব্যক্তিক প্রশ্ন আসে তাই এগুলো অতি গুরুত্বপূর্ণ।

এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন ২০২২

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button