ফ্রান্স বনাম তিউনিসিয়া Fifa world cup 2022 এ আজ রাত মুখোমুখো হচ্ছে। ফিফা বিশ্বকাপ ২০২২ ফ্রানৃস প্রথম দল যারা দ্বিতীয় রাউন্ডে পদার্পণ করে। ২০০৬ সালে ব্রাজিলের পর কেউই চ্যাম্পিয়ন হয়ে পরের বছর দ্বিতীয় রাউন্ডে যেতে পারেন নি। কিন্তু ফ্রান্সই সেটা করে দেখিয়েছি। দুরন্ত ফ্রান্স সম্ভাব্য একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে।
তিউনিসিয়া এখনে ঠিকে আছে বিশ্বকাপে, তাই তিনিসিয়া সম্ভাব্য একাদশ হবে শক্তিশালী। ফ্রান্স বনাম তিউনিসিয়া পরিসংখ্যান বলতে গেলে বলা যায় এটাই তাদের প্রথম প্রতিযোগিতামূলক খেলা।
ফ্রান্স vs তিউনিসিয়া খেলা কখন।
ফ্রান্স বনাম তিউনিসিয়া লাইভ ম্যাচ আজ রাত ৯ টার সময় হবে।
কোন স্টেডিয়ামে খেলা।
ফ্রান্স ও তিউনিসিয়ার খেলা এডুকেশন সিটি স্টেডিয়াম, দোহাতে অনুষ্টিত হবে।
ফ্রান্স বনাম তিউনিসিয়া পরিসংখ্যান।
তিউনিসিয়া বনাম ফ্রান্স আজকের খেলাটি কোন প্রতিযোগিতামূলক খেলায় ১ম ম্যাচ । তিউনিসিয়া এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপে ১৭টি ম্যাচে খেলেছে। তারমধ্যে তিউনিসিয়া ২টি ম্যাচ জিতেছে।
ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে৷ দারুণ ফর্মে। এমবাপ্পে ২০২২ সালে ক্লাব লীগ ও জাতীয় দলের দল হয়ে ৫০টি গোল করেছে।
ফ্রান্স ফিফা বিশ্বকাপের দারুণ ছন্দে রয়েছে। ফিফা বিশ্বকাপে ফ্রান্স টানা ৯ ম্যাচ অপরাজিত।
ফ্রান্স সম্ভাব্য একাদশ।
ফ্রান্স যেহেতু শেষ ষেল নিশ্চিত করেছে, তাই গোচ কোন ঝুঁকি নিবেন না। দলের প্রধান তারকাদেরকে রেস্টে রাখবেন। ফ্রান্স সম্ভাব্য একাদশ এমন হতে পারে।
স্টিভ মান্দান্ডা | পাভার্ড | কামাভিঙ্গা | ভারানে |
কোনাতে | ফোফানা | গুয়েনডোজি | কোমান |
গ্রিজম্যান | এমবাপে | থুরাম |
তিউনিসিয়া সম্ভাব্য একাদশ।
দাহমেন | তালবি | মেরিয়াহ | ব্রন |
কেচরিদা | লাইদুনি | খিরি | আবদি |
মাসাকনি | নাইম | খাজরি |
ফ্রান্স ও তিউনিসিয়া ফরমেশন।
ফ্রান্স আজ এই ফরমেশনে খেলবে। ৪-২-৩-১)।
তিউনিসিয়া (৩-৪-২-১) এই ফরমেশনে খেলবে।
ফিফা বিশ্বকাপ ‘জি’ গ্রুপ পয়েন্ট টেবিল
জি গ্রুপে ফিফা বিশ্বকাপ ২০১৮ চ্যাম্পিয়ন ফ্রান্স শীর্ষে। তারা ইতিপূর্বে ফিফা বিশ্বকাপ ২০২২ নকআউট পর্ব নিশ্চিত করেছে। দ্বিতীয় স্হানে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্হানে ডেনমার্ক। আর চতুর্থ স্হানে রয়েছে আফ্রিকার দল তিউনিসিয়া। আজকে ফ্রান্সের মুখোমুখি হবে তিউনিসিয়া।
ফ্রান্স বনাম তিউনিসিয়া লাইভ দেখার নিয়ম।
ফ্রান্স বনাম তিউনিসিয়া ম্যাচ লাইভ সম্প্রচার করবে অনেকগুলো চ্যানেল। তারমধ্যে বাংলাদেশের কয়েকটি টিভি রয়েছে। বিটিভি, জিটিভি লাইভ সম্প্রচার করবে আজকের এইম্যাচ।
T-sports ফিফা বিশ্বকাপ লাইভ দেখার নিয়ম।
টি স্পোর্টসে ফ্রান্স বনাম তিউনিসিয়া লাইভ খেলা দেখাবে। টি স্পোর্টস চ্যানেল ম্যাচটি দেখাবে। ম্যাচটি দেখার জন্য টিস্পোর্টস চ্যানেলে চোখ রাখুন।
যদি চ্যানেল না থাকে তাহলে অ্যাপটি ডাউনলোড করুন। তারপর ওপেন করুন। ওপেন করলে Fifa live এ ক্লিক করলে ফ্রান্সের লাইভ খেলা
FIFA World Cup 2022 Live: ফিফা বিশ্বকাপ লাইভ, কতার বিশ্বকাপ লাইভ মোবাইলে দেখার নিয়ম ২০২২