ট্রাম্প এর নির্দেশে মার্কিন শ্রম পরিসংখ্যান দফতরের প্রধানকে বরখাস্ত

ট্রাম্প এর নির্দেশে মার্কিন শ্রম পরিসংখ্যান দফতরের প্রধানকে বরখাস্ত। কারন হিসেবে জানা যায় রাজনৈতিক উদ্দেশ্যে ভুল তথ্য প্রদান। মার্কিন শ্রম পরিসংখ্যান দফতরের প্রধান এরিকা ম্যাকএনটারফারকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ হিসেবে জানান যে ম্যাকএনটারফার রাজনৈতিক উদ্দেশ্যের কারনে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস এর তথ্য বিকৃত করে উপস্থাপন করেছেন। যদিও ম্যাকএনটারফার উপর করা এই অভিযোগের কোনো প্রমাণ দেননি ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর প্রতিবেদনে জানা যায় যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস-এর কমিশনার এরিকা ম্যাকএনটারফারকে বরখাস্ত করার আদেশ এমন সময়ে করা হয়েছে যে, যখন দুর্বল কর্মসংস্থান রিপোর্ট ট্রাম্পের শুল্ক নীতির ওপর আরও উদ্বেগ সৃষ্টি করেছে। এই বরখাস্ত ওয়াল স্ট্রিটে আলোচনার সৃষ্টি করেছে এবং হোয়াইট হাউসের হস্তক্ষেপ সরকারি পরিসংখ্যান ব্যবস্থায় হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
আরো বিস্তারিত পড়ুন,
যুক্তরাষ্ট্রের বাংলাদেশের উপর শুল্ক কমায় ভারতের মাথায় হাত
শুক্রবার (১ জুলাই) মার্কিন অন্যতম গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস এর তথ্যে পাওয়া যায়, জুলাইয়ে আমেরিকাতে মাত্র ৭৩ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক কম। অন্যদিকে মে ও জুন মাসের কর্মসংস্থান তথ্যে বড় সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী মে মাসের চাকরির সংখ্যা ১ লাখ ৪৪ হাজার থেকে কমিয়ে ১৯ হাজারে এবং জুন মাসের কর্মসংস্থান সংখ্যা ১ লাখ ৪৭ হাজার থেকে কমিয়ে ১৪ হাজারে নামানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক এক পোস্টে ডোনাল্ড দাবি করেন, ম্যাকএনটারফার নির্বাচনে জেতাতে ডেমোক্র্যাটদের তিনি কর্মসংস্থান সংখ্যা ইচ্ছাকৃতভাবে কম দেখিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে লেখেন, আমাকে ও রিপাবলিকানদের খারাপ হিসেবে উপস্থাপন করার জন্য এই সংখ্যাগুলো জালিয়াতি করে তৈরি করা হয়েছে। ট্রাম্প বলেন, আমাদের এমন লোক প্রয়োজন, যাদের বিশ্বাস করা যায়। আর বাইডেন প্রশাসনে দায়িত্ব পালনকালে ম্যাকএনটারফার চাকরির সংখ্যা বাড়িয়ে দেখিয়েছিলেন। যদিও দেশটির পরিসংখ্যান সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস প্রতিমাসেই কর্মসংস্থান এর সংখ্যা সংশোধন করে থাকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের প্রতিক্রিয়ায় বরখাস্ত হওয়া কমিশনার ম্যাকএনটারফার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের প্রতিক্রিয়ায় বরখাস্ত হওয়া কমিশনার ম্যাকএনটারফার বলেন, আমি গর্বিত যে আমার সহকর্মীরা জাতির জন্য নিরপেক্ষভাবে কাজ করেছেন এবং এই দায়িত্ব পালন ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তে অর্থনৈতিক বিশ্লেষক ও কর্মকর্তারা ‘গুরুতর হস্তক্ষেপ’ হিসেবে দেখছেন।
আমাদের প্রতিদিনের দেশ দেশ-বিদেশে সব ধরনের আপডেট খবর পেতে আমাদের সাইটটি ফলো করে রাখুন এবং আমাদের Scholarsme.com এর সাথেই থাকুন