ছয় ছাত্রনেতার উপর ভারতের নিষেধাজ্ঞা এবং সমন্বয়ক নুসরাত তাবাসসুমের প্রতিক্রিয়া

নুসরাত তাবাসসুম এক সাহসী নারী এবং সমাজ গঠনের এক মহীয়সী নারী। প্রথমে একটি উক্তি লিখতে হলো ..

“কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে , প্রেরনা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী”

ছয় ছাত্রনেতার উপর ভারতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমের প্রতিক্রিয়া হলো যে ভারত নিষেধাজ্ঞা জারি করেছে করুক আমাদের কিছু যায় আসেনা এটা আমাদের আন্দোলনের কৃতিত্ব কে আরো জুগিয়েছে তিনি আরো বলেন এটা কতটা সত্যি তা জানা নাই তবে এর জন্য এটাই তাবাসসুমের প্রতিক্রিয়া।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটাই কথা ভারতের আগ্ৰাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান মজবুত শক্ত। এটাই হওয়ার কথা কেননা আমাদের প্রাণপ্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ভাই বোন সবার এবং সাধারণ জনগণ এক কথায় বাংলাদেশের এই নতুন স্বাধীনতার যে আমেজ রয়েছে তাতে সবার অবদান অনস্বীকার্য এতে ভারত যদিও ছাত্রনেতার উপর নিষেধাজ্ঞা জারি করে তাতে তাদের কোন যায় আসেনা একটি দাবি আমাদের সোনার বাংলাদেশ কে আমরাই রক্ষা করব।

ভারত বিরোধী জনতাকে উস্কে দেয়া এবং ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে বাংলাদেশের জয় ছাত্র নেতা ও তাদের আত্মীয় স্বজনের যেন ভারতীয় ভিসা না দেয়ার হয় তার কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version