চতুর্থ গনবিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক সনদ যাচাই করবে এনটিআরসিএ

চতুর্থ গনবিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক সনদ যাচাই করবে এনটিআরসিএ

চতুর্থ গনবিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক সনদ যাচাই করবে এনটিআরসিএ: শ্রদ্ধেয় চাকরি প্রাপ্ত ভাই ও বোনেরা যারা চতুর্থ গনবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচন করা প্রার্থীদের মধ্যে অর্থাৎ বিভিন্ন পদে নির্বাচিত ১ম থেকে ৫ম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের সনদ দাখিল করতে বলা হয়েছে।

  • এ পদক্ষেপটি নেয়া হয়েছে কেননা প্রথম ও দ্বিতীয় নিবন্ধনসহ কিছু নিবন্ধনধারী গনবিজ্ঞপ্তির তালিকায় স্থান পাওয়া এ বিতর্ক সৃষ্টি হয়।
  • বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর আওতায় গত ২১ ডিসেম্বর চতুর্থ গনবিজ্ঞপ্তিতে ১ম থেকে ৫ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যেসব প্রার্থী প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন তাদের নিবন্ধন পরীক্ষার সনদ ও নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিকৃত সকল সনদ তথ্য যাচাই করা দরকার।
  • আগামী ৩০ মার্চ এর মধ্যে সকল সনদ প্রয়োজনীয় তথ্য এনটিআরসিএর কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
  • প্রার্থীর রোল ,ব্যাচ, নির্বাচিত পদের নাম,প্রার্থীর নাম , মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা,সকল সনদের বিবরন, নিবন্ধন সনদ,ও এনআইডি বিবরন ছকে উল্লেখ করতে হবে।
  • এনটিআরসিএর পরিচালক ( শিক্ষাতত্ত্ব, ও শিক্ষামান ) কাজী কামরুল আহসান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে, নির্ধারিত তারিখের মধ্যে সকল তথ্য তথা শিক্ষক নিবন্ধনের সনদ সহ শিক্ষাগত যোগ্যতার সনদসহ ছকে চাহিদাগত তথ্য প্রেরনে ব্যর্থ হলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

চতুর্থ গনবিজ্ঞপ্তিতে সনদ যাচাই করা হবে কেননা ১ম দ্বিতীয় নিবন্ধনধারী গনবিজ্ঞপ্তির তালিকায় সুপারিশ পাওয়া এ বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে তাই নিবন্ধিত প্রার্থীর সনদ ও শিক্ষা গত যোগ্যতা আগামী ৩০ মার্চ এর মধ্যে এনটিআরসিএর কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।

Also Read: চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন হবে অনলাইনে

এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে,

চতুর্থ গনবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও এমপিও পাবেননা যারা:

শিক্ষক নিয়োগে চতুর্থ গনবিজ্ঞপ্তিতে যেকোন পদে সুপারিশ পেতে সম্মতি জানিয়ে আবেদন করেছিলেন কিন্তু সুপারিশ পেয়েছেন স্কুলের শিক্ষক সহকারি পদে তাই তারা এমপিও ভুক্ত হতে পারবেননা সুতরাং এই সকল প্রার্থীরা চতুর্থ গনবিজ্ঞপ্তির ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।

কলেজের‌ জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক পদে শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীদের অনেকেই স্কুলে জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশ পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন।

যদিও প্রার্থীদের এসব অভিযোগ অবাক করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএকে তবু তারা জানান, তারা টেলিটক এর কর্মকর্তাদের সাথে বসবেন এবং নিয়োগে সুপারিশ এ ভুল হলে তা শনাক্ত করবেন।

প্রিয় নিবন্ধিত প্রার্থীরা এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন এবং এনটিআরসিএর যাবতীয় নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন কোন ভুল হলে কমেন্টে জানাবেন।

Also Read: শিক্ষক নিয়োগের চতুর্থ গনবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হয়েছে।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version