ঘূর্ণিঝড় মোখা কোথাও আঘাত হানবে? ভয়ঙ্কর রূপে ঘুর্ণিঝড় মোখা

ঘূর্ণিঝড় মোচা / মোখা কি কোথাও আঘাত হানবে;: আসসালামুয়ালাইকুম সুপ্রিয় পাঠক বৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সবার জন্য নিরাপত্তা কামনা করি সকল বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র একজন মহান সৃষ্টিকর্তা। ঘূর্ণিঝড় মোচা / মোখা আঘাত কবে হানবে কেমন হবে তার অবস্থান এই নিয়ে আজকের আপডেট।

ঘূর্ণিঝড় মোখা :

এটি ১৪ মে দুপুরের দিকে ভোলা থেকে কক্সবাজার ও রাখাইনের ভেতরে যেকোন উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত হানতে পারে ।

দক্ষিন পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দমান সাগর এলাকায় তীব্র ঘূর্ণিঝড় মোখা কিছুটা অগ্ৰসর হচ্ছে। এটি তার শক্তি বৃদ্ধি করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা ১১ মে রাত ১১ টা ৪০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ১০৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছিল। তবে এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্ৰসর হতে পারে।

ঘূর্ণিঝড় মোচা এর গতিবেগ কত ?

ঘূর্ণিঝড় মোচার গতিবেগ ।

ঘূর্ণিঝড় মোচা/ মোখা কোথায় আঘাত হানবে ।

ঘূর্ণিঝড়ের সতর্কতা।

বৃষ্টিপাত।

ঘূর্ণিঝড় মোচা/ মোখা ভয় না করে সতর্ক থাকুন সতর্কতা অবলম্বন করুন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস।

এটি প্রবল শক্তিশালী হতে পারে উপযুক্ত পরিবেশ পেলে‌।

  • বাংলাদেশ উপকূল থেকে অনেক দূরে থাকার কারনে এখনো বাংলাদেশে বেশি প্রভাব বিস্তার করতে পারেনি তবে আগামী ১৩ ই মে এর প্রভাব বিস্তার ঘটতে পারে।
  • তবে ১২ ই মে এর প্রভাব অনেকটা দেখা যাবে।তাই সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলার নৌকা ইত্যাদি নিরাপদে নিয়ে আসা ভালো।

ঘূর্ণিঝড় মোখার গতিপথ ;

ঘূর্ণিঝড় মোখার ৪ নম্বর সতর্কতা বানী সকল সমুদ্র বন্দরে ।

ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থলের গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার যা বাড়ছে ১৫০ কিলোমিটার পর্যন্ত

ঘূর্ণিঝড় মোখার শক্তিমত্তা :

ঘূর্ণিঝড় মোখা ক্যাটাগরি ৩/৪ ক্ষমতাসম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড় মোখা কোথায় আঘাত হানতে পারে বা হানবে :

ঘূর্ণিঝড় মোখা ১৪ মে এটি ভোলা থেকে কক্সবাজার ও রাখাইনের ভেতরে উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত হানবে । তবে আঘাত হানার স্থান পরিবর্তন ও হতে পারে। তবে বর্তমানে কক্সবাজার ও এর পার্শ্ববর্তী উপকূল বেশি ঝুঁকিপূর্ণ।

  • ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করার পর ২ দিন ব্যাপী প্রবল বৃষ্টিপাত ও হতে পারে।
  • প্রচুর কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

ঘূর্ণিঝড়ের সতর্কতা:

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সরকার প্রচুর সতর্কতা অবলম্বন করেছেন এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। সমুদ্র উপকূলবর্তী এলাকার জনগণের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং কয়েকটি আশ্রয় কেন্দ্র ও নিরাপদ পানি , মেডিকেল টিম,চাল ,ডাল শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আমাদের ব্লগের পক্ষ থেকে এই কামনা করি সবার নিরাপত্তা সবার জীবনে যেন কোন ঘূর্ণিঝড় মোখা যেন আঘাত না হানতে পারে।

এই ছিল ঘূর্ণিঝড় মোখার নতুন আপডেট আপনারা সবাই সতর্ক থাকুন অন্যকে সতর্ক থাকার পরামর্শ দিন ।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button