ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩, আবেদন এর নিয়ম সিলেবাস এবং যোগ্যতা: ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি এবং আবেদন এর নিয়ম । সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ক্যাডেট কলেজে। গুলো আমাদের পরবর্তী প্রজন্মের একটি স্বপ্নের মাধ্যম যা, আমাদের পরবর্তী প্রজন্মকে আলোর পথের সন্ধান দেখিয়ে দেয় ।
সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত দেশের ১২ টি ক্যাডেট কলেজ গুলোতে ২০২৩ শিক্ষা বর্ষে ৭ম শ্রেনীতে ছাত্র-ছাত্রী ভর্তির আবেদন কার্যক্রম অনলাইনে ১ নভেম্বর থেকে শুরু হয়েছে।
আবেদনের লিংক: https://cadetcollegeadmission.army.mil.bd
- আবেদন এর শেষ তারিখ: ৭ ডিসেম্বর ২০২২.
- সময় : বিকাল ৫.০০ টা পর্যন্ত।
- ৬ষ্ট শ্রেনী পাস ।
- বয়স: সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস ( ১ লা জানুয়ারি ২০২৩)
নূন্যতম উচ্চতা : ৪ ফুট ৮ ইঞ্চি। (ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে)
- ক্যাডেট কলেজ ১২ টি ।
- শিক্ষা বর্ষে: ২০২৩ ।
- শ্রেনী : ৭ম শ্রেনী।
- আবেদন এর তারিখ: ১-১১-২০২২থেকে ৭- ১২-২০২২
লিখিত পরীক্ষার তারিখ: ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার।
ভর্তির জন্য শিক্ষার্থীদের শিক্ষা গত যোগ্যতা: ৬ষ্ট শ্রেনী পাস।
আবেদন এর ফি : ১৬০০ টাকা ।
জাতীয়তা : বাংলাদেশী।( প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে).
ফিটনেস: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিক ফিটনেস সম্পূর্ণ হতে হবে।
ক্যাডেট কলেজ এর পরীক্ষা হবে তিনটি ধাপে:
যথা: লিখিত।
মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষা।
লিখিত পরীক্ষা হবে চারটি বিষয়ের মোট নম্বর থাকবে ৩০০.
- গনিত …..১০০ নম্বরের।
- বাংলা….৬০।
- ইংরেজি….১০০।
- সাধারণ জ্ঞান….৪০। মোট …৩০০ নম্বর এর পরীক্ষা হবে।
- লিখিত পরীক্ষার তারিখ: ০৬ জানুয়ারি ২০২৩ ।
- সময়: সকাল ৯.০০থেকে …১২.০০ টা পর্যন্ত।
- লিখিত পরীক্ষার পর মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
- লিখিত পরীক্ষার মোট নম্বর :৩০০.
এই ছিল ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় আপনার লিংক দেয়া আছে তা থেকে বিস্তারিত তথ্য আরো জানতে পারবেন এবং নিজের সন্তানের জন্য ভবিষ্যৎ তৈরি করতে পারবেন ।