কেন হল বিদ্যুৎ বিপর্যয়?

সাহেদা জান্নাত

বিদুৎ অতি গুরুত্বপূর্ণ জনজীবনে ,বিদ্যুৎ না থাকলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে , তেমনি কাজকর্মে অনেক ব্যাঘাত ঘটে তেমনি হল আজকের এই বিদ্যুৎ বিপর্যয় তবে কেন হল তা অনেকের মনে প্রশ্ন জাগে। আমি বিষয়টি শেয়ার করলাম ।

সঞ্চালন লাইনের বিভ্রাটের কারণে জাতীয় গ্ৰিডের পূর্বাঅঞ্চালে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

  • দেশের বেশির ভাগ এলাকায় দুপুর ২ টা ০৫ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
  • Power গ্ৰিড company of Bangladesh (পি,জি,ছি,বি) এর পক্ষ থেকে গ্ৰিডের বিপর্যয় এর কথা বলা হলেও এর উৎস কোথায় থেকে শুরু হল তা বলা হয়নি।
  • জাতীয় গ্ৰিডের পূর্বাঅঞ্চালে এ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
  • বিপর্যয় এর কারন অনুসন্ধান এখনো চলছে।পাকা চট্টগ্রাম , সিলেট,ও খুলনার বিস্তৃর্ণ এলাকায় এ বিপর্যয় দেখা দিয়েছে।

অন্ধকারে দেশের অনেক এলাকা।

জাতীয় গ্ৰিডের বিপর্যয় এর কারনে দেশের পূর্বাঅঞ্চল এর অনেক এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে এবং রাত আনুমানিক আটটায় অনেক জায়গায় বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে এর পূর্বে অনেক সময় অন্ধকার এ ছিল অনেক এলাকা।

  • রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে ও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
  • তবে রাতে এই অবস্থা স্বাভাবিক হবে আশা করছে দেশের power গ্ৰিড company of Bangladesh.
  • এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ও বিদ্যুৎ সরবরাহ এর অগ্ৰাধিকার দেয়া হয়েছে।
  • আনুমানিক তিন চার ঘন্টা এ সমস্যায় ভোগছিলেন দেশের পূর্বাঞ্চলীয় মানুষ।
  • আবার কারো কারো মতে কোন লোডের অস্বাভাবিক কারণে ও এটা হতে পারে ।
  • গত এক মাস আগে ও এরকম হয়েছিল অনেকের মন্তব্য থেকে জানা যায়।

আবার জরুরি বিজ্ঞপ্তিতে জানা যায়, বিবিয়ানা ৪০০ কেভি লাইন ট্রিপ করায় সম্পূর্ণ সিলেট চট্টগ্রাম ঢাকা, এবং দেশের পূর্বাঞ্চলীয় অনেক জায়গায় পিজিসিবির ট্রান্সমিশন -১ ,লাইন ব্লাক আউট হয়ে গেছে,এতে করে দেশের পূর্বাঞ্চলীয় অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল

সবশেষে একটাই প্রার্থনা বিদ্যুৎ বিপর্যয় বিভিন্ন কারণেই হোক আর সঞ্চালন লাইনের বিভ্রাটের কারণে ই হোক না কেন এটা যেন দীর্ঘস্থায়ী না হোক ,পিজিসিবির যে আশা রাতের মধ্যেই এ অবস্থার উন্নতি হবে সেটাই আমাদের কামনা।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।