এমপিও কপিতে বিভিন্ন ধরনের সংশোধনীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র

এমপিও কপিতে বিভিন্ন ধরনের সংশোধনীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র : এমপিও কপিতে বিভিন্ন ধরনের সংশোধনীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ন কাগজপত্র সংগ্রহ করা অত্যন্ত দরকার। আজকে আমি শেয়ার করলাম এই বিষয়গুলো আমার শ্রদ্ধেয় শিক্ষকগন এর জানার স্বার্থে ‌।

  • প্রতিষ্ঠান প্রধানের ফরওয়ার্ডিং ( সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর সহ স্বাক্ষর ও শীল)।
  • ব্যাংক হিসাব নম্বর সংশোধনীর জন্য ব্যাংকের প্রত্যয়নপত্র ও ব্যাংক স্ট্যাটম্যান্ট।
  • নাম ও জন্ম তারিখ সংশোধনীর জন্য ভোটার আইডি।
  • নিয়োগ পত্র।
  • শেষ নবায়ন।
  • বোর্ড কর্তৃক বর্তমান কমিটির অনুমোদন এর কাগজপত্র।
  • কমিটি কর্তৃক বর্তমান কমিটির অনুমোদন এর কাগজ।
  • কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এর রেজুলেশন।
  • Filled up correction form.
  • এসএসসি মূল সনদ ।
  • এইচএসসি মূল সনদ।
  • ডিগ্ৰী / অনার্স/ফাজিল মূল সনদ ও নম্বর পত্র।
  • মাস্টার্স মূল সনদ নম্বর পত্র।
  • অন্যান্য সনদ, মূল যেমন, হিন্দু ধর্ম, কম্পিউটার ,বিএড,বিপিএড ইত্যাদি।
  • এনটিআরসিএ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) অভিজ্ঞতার প্রত্যয়নপত্র।
  • যোগদান পত্র।
  • শিক্ষক স্বাক্ষরিত শিক্ষক বিবরন।
  • ১ম স্বীকৃতি , বিজ্ঞান, কম্পিউটার, কৃষি,ডাবল স্ফিট,শাখা, বিষয় খুলার মূল কাগজপত্র।
  • প্রতিষ্ঠান এর প্রথম এমপিও কপি, আবেদন কারির প্রথম এমপিও কপি, আবেদন কারির টাইম স্কেল এমপিও কপি,( যদি থাকে) , প্রতিষ্ঠান এর শেষ এমপিও কপি ,শেষ‌ বিলের কপি।

প্রিয় পাঠক আমি এই বিষয়গুলো শেয়ার করলাম একটা ফেসবুক পেইজ থেকে সংগ্রহ করে যদি কোন ভূল থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং সকল কাগজপত্র স্কেন করে আপলোড করতে হবে ।

জন্ম নিবন্ধন নম্বরই হবে ভোটার আইডি কার্ড নাম্বার বা এন আইডি নম্বর

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version