উত্তরা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম: উত্তরা ব্যাংক বাংলাদেশের একটি প্রাচীন ব্যাংক। উত্তরা ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের বৃহত্তম ব্যাংকগুলোর মধ্যে উত্তরা ব্যাংককে গণনা করা হয়। প্রাচীন এই ব্যাংকটি গ্রহক সংখ্যা প্রচুর। দিন দিন তার গ্রহক সংখ্যা বেড়ে চলছে। আপননি যদি উত্তরা ব্যাংকের গ্রাহক হতে চান, তাহলে উত্তরা ব্যাংকে একাউন্ট খোলতে হবে। একাউন্ট খোলবেন কিভাবে? যদি না জেনে থাকেন৷ তাহলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আজ আমরা উত্তারা ব্যাংকে কিভাবে একাউন্ট খোলগে হয় তা নিয়ে আলোচনা করব।
উত্তরা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৩
স্বাধীনতার পূর্বের ব্যাংক উত্তরা ব্যাংক লিমিটেড। ব্যাংকটির জনপ্রিয়তার কথা বলাবাহুল্য। গ্রাহক সেবায় ব্যাংকটি অনন্য। আজ আমরা দেখাব কিভাবে উত্তরা ব্যাংক লিমিটেডে একাউন্ট খোলতে হয়। তার আগে আমরা জেনে নেই, কী কী কাগজপত্র লাগবে। আপনা কোন ধরনের ডকুমেন্টস নিয়ে আসতে হবে।
একাউন্ট খোলার শর্ত।
উত্তরা ব্যাংকে একাউন্ট খোলতে হলে আপনার কিছু যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতা থাকলেই আপনি কেবল উত্তরা ব্যাংকে একাউন্ট খোলতে পারবেন।
- প্রথমত আপনি প্রাপ্ত বয়স্ক হতে হবে। আপনার বয়স ১৮ বছর হতে হবে।
- আপনি বাংলাদেশের নাগরিক হতে হবে।
উত্তরা ব্যাংকে একাউন্ট খোলতে যেসব কাগজপত্র লাগবে।
উত্তরা ব্যাংকে একাউন্ট খোলতে যেসব কাগজপত্র লাগবে তা নিচে দেওয়া হল।
- যিনি একাউন্ট খোলবেন তার NID Card এর দুই কপি ফটো।
- যিনি একাউন্ট খোলবেন তার পাসওয়ার্ট সাইজের ছবি দুই কপি।
- যাকে নমোনি বানাবেন তার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- ফর্ম সংগ্রহ করতে হবে। অনলাইন কিংবা নিকটস্হ শাখা থেকে সংগ্রহ করতে পারবেন।
উত্তরা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
উত্তার ব্যাংকে আপনি খুব সহজে একাউন্ট খোলতে পারবেন। উত্তরা ব্যাংকে বিভিন্ন ধরণের একাউন্ট রয়েছে। যেমন; কারেন্ট একাউন্ট ও সেভিংস একাউন্ট। কারেন্ট একাউন্টে টাকা উত্তলোনের কোন লিমিট নেই। এটি একটি স্ট্যান্ডার্ড একাউন্ট।
আর সিভিংস একাউন্ট বিভিন্ন ধরণের। আপনি আপনার সুবিধা মতো সেবা গ্রহন করুন। সেভিংস একাউন্ট খোলা ভালো। এটার মূল অনেক সুবিধা রয়েছে। সুবিধার দিক থেকে এবং গ্রাহক দিক বিবেচনায় উত্তরা ব্যাংক সিভিংস একাউন্ট এগিয়ে। তাই আপনি সেভিংস একাউন্ট খোলতে পারেন।
সেজন্যা আপনি উপরোক্ত কাগজপত্র নিয়ে নিকটস্থ উত্তরা ব্যাংকের শাখায় যান। ফর্ম পূরণ করুন। জমা দিলে আপনার একাউন্ট কিছুদিনের মধ্যে হয়েছে যাবে।
উত্তরা ব্যাংকের শাখা কয়টি?
উত্তরা ব্যাংকের শাখা রয়েছে ২৩৫ টি। তাছাড়া উত্তরা ব্যাংকের ৩৬০ জন বিদেশি প্রতিনিধি রয়েছেন।
উত্তরা ব্যাংকের প্রতিষ্টাকাল
উত্তরা ব্যাংক লিমিটেড বাংলাদেশের জন্মের পূর্বের ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্টা হয় ১৯৬৩ সালে।
উত্তরা ব্যাংক হেল্পলাইন।
PABX No. 02223381163
বাংলাদেশ এর অন্যান্য ব্যাংকে গুলোর একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশের অন্যান্য ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্ট গুলোতে ভিজিট করতে পারেন।