সেরা ৫টি ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স | Top 5 Free Web Development Udemy Course

সেরা ৫টি ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স: হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো রয়েছেন।আজকের আর্টিকেলের টপিক টি অত্যান্ত গুরুত্বপূর্ণ।( Free Web Development Course)
কেননা আজকের আর্টিকেলে আমি আলোচনা করবো ওয়েব ডিজাইন কোর্স নিয়ে৷ কাজেই যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য লেখাটি অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হতে চলছে। তাই অনুরোধ থাকবে আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ার জন্য।

ওয়েব ডেভেলপমেন্ট Web Development! বর্তমান প্রজন্মের কাছে অতি চেনা পরিচিত একটি শব্দ। কেনই বা  চেনা পরিচিত হবে না? এই ওয়েব ডেভেলপমেন্ট শিখে অনেক তৈরি করছে তাদের নিজস্ব ওয়েবসাইট, অনেকে তৈরি করছে ক্লাইন্ট এর ওয়েবসাইট অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। এইসকল কাজ করে অনেক মানুষ খুব অল্প সময়ের মধ্যেই লাখপতি হয়ে গেছে। তাই ওয়েব ডেভেলপমেন্ট শিখে অনেকে চায় তাদের উজ্জ্বল ক্যারিয়ার গঠন করতে।কিন্তু তারা সঠিক গাইডলাইনের অভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারে না।

ওয়েব ডেভেলপমেন্ট, দুইটা শব্দ হলেও এই দুইটা শব্দ কিন্তু মোটেও কোন সহজ বিষয় না। ওয়েব ডেভেলপমেন্ট শিখার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে অনেক রিসার্চ করার মাধ্যমেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। আপনার জন্য রয়েছে গুগোল Google ইউটিউব YouTube এর মত আরো নানারকম প্লাটফর্ম কিন্তু অনেকেই আছে গুগল ইউটিউব অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারছে না। তাই তারা বিভিন্ন রকমের কোর্স করে থাকে। এই আর্টিকেলে আমি আপনাদেরকে বেশকিছু কোর্স নিয়ে জানাবো। আরও জানাবো কোর্সগুলো করলে কোন কোন সুবিধা পাবেন। কোন কোর্স করলে আপনারা পারফেক্ট ভাবে শিখতে পারবেন ইত্যাদি বিষয়। তাই এই আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এই আর্টিকেলের আমি যে পাঁচটি কোর্স নিয়ে আলোচনা করব সেই পাঁচটি কোর্সই Udemy এর। udemy হলো একটি জনপ্রিয় লার্নিং প্লাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের কোর্স পেয়ে যাবেন এবং কোর্সগুলি কোয়ালিটি সম্পন্ন।বিশ্বের অনেক বড় বড় এক্সপার্টরা এখানে তাদের কোর্স পাবলিশ করে থাকে।তবে আপনি যদি ইউডেমি থেকে কোর্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংরেজিতে ভালো হতে হবে। কারণ ইউডেমি এর অধিকাংশ কোর্সই ইংরেজি ভাষাতে প্রকাশ করা হয়েছে।

Visit Free Graphic Design course 

সেরা ৫টি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স

Udemy Free Web Development Course No-1 

Create a WordPress Website for Your Web Design Business Udemy

আমাদের লিস্টে থাকা প্রথম কোর্সটি হলো “Create a WordPress Website for Your Web Design Business .” এই কোর্সের সাথে দেওয়া অ্যাসাইনমেন্ট গুলো ও নোটগুলো যদি আপনি সম্পূর্ণ ভাবে তৈরি করতে পারেন অর্থাৎ নিজের আত্মস্থ করতে পারেন তাহলে আপনি শিখতে পারবেন কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েব সাইট তৈরি করা হয় এবং এবং আপনার উপার্জন করা স্কিল দিয়ে কিভাবে আপনি উপার্জন করতে পারবেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন।

ওয়েব ডেভেলপমেন্ট ফ্রী এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন

Free Join now

Udemy Free Web Development Course No-2

WordPress for Beginners- How to Make a Website Step by Step

আমাদের লিস্টে থাকা দ্বিতীয় কোর্সটি হলো: “WordPress for Beginners – How to Make a Website Step by Step”.এই এই কোর্সটি করলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং টাকা সঞ্চয় করতে পারবেন। তার পাশাপাশি আপনি জানতে পারবেন কিভাবে গুগল এনালাইটিক্স ব্যবহার করার মাধ্যমে সাইট Rank করাতে হয়।পাশাপাশি আপনি জানতে পারবেন কিভাবে একটি আকর্ষনীয় বিজনেস ইমেইল তৈরি করতে হয়।

Learn more: How to make a website step by step

Free join now

Udemy Free Web Development Course No-3

How To Build A Website Using WordPress

আমাদের লিস্টে থাকা তৃতীয় কোর্সটি হলো “How To Build A Website Using WordPress“. এই কোর্সটি তে রয়েছে  এক ঘন্টা ৪৬ মিনিট এর ভিডিও। এই কোর্সটি করলে আপনি আগের মতই শিখতে পারবেন কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাতে হয় এবং সেই ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে আপনি মার্কেটপ্লেস ছাড়া ক্লায়েন্টের কাজ পাবেন ইত্যাদি বিষয়।

এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন

Free Join now

Udemy Free Web Development Course No-4

HTML and CSS: The Super Fun Beginner’s Course

আমাদের লিস্টে থাকা চতুর্থ কোর্সটি হলো “HTML and CSS: The Super Fun Beginner’s Course”. এই কোর্সটি অন্য কোর্স থেকে হালকা একটু আলাদা। এই কোর্স শেখানো হয়েছে কিভাবে আপনি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করবেন। আমার মতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর মাধ্যমে ওয়েবসাইট তৈরী করা অনেক ভালো একটা বিষয়। বর্তমান সময়ে অনেক বায়ার রয়েছে যারা চায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাদের ওয়েবসাইটে ফ্রিল্যান্সারা যেন তৈরি করে দেয়।

HTML and CSS free কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন

Free join this course

Udemy Free Web Development Course No-5

How To Start a Profitable WordPress Blog Without Coding

আমাদের লিস্টে থাকা পঞ্চম কোর্সটি হলো “How To Start a Profitable WordPress Blog Without Coding!” এই কোর্সটি সবার থেকে আলাদা একটি কোর্স কারণ এই কোর্সটি শুধু ডেডিকেটেড ব্লগারদের জন্য বানানো হয়েছে যারা ব্লগিং এর জন্য ওয়েবসাইট তৈরি করতে চায় ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এবং এই কোর্স শেখানো হয়েছে কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে হয় কোন প্রকার কোডিং ছাড়াই এবং সেই ওয়েবসাইটে কিভাবে গুগল এডসেন্সের মাধ্যমে আয় করতে চান তাহলে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স হবে।

এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন

Free join this udemy course

বন্ধুরা এই ছিলো আমাদের আজকের আর্টিকেল। যদি আমাদের আর্টিকেলটি আপনার ভাল লাগে তাহলে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে তাদেরকে পড়ার জন্য সুযোগ করে দিবেন। আপনি যদি এইরকম আরও হেল্পফুল আর্টিকেল পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট আবারও ভিজিট করবেন।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version