টেকনো স্পার্ক ১০ প্রো বাংলাদেশের মূল্য | Techno spark 10 pro price in Bangladesh

টেকনো স্পার্ক ১০ প্রো বাংলাদেশের মূল্য | Techno spark 10 pro price in Bangladesh

টেকনো স্পার্ক ১০ প্রো বাংলাদেশের মূল্য Techno spark 10 pro price in Bangladesh 15000 Tk. টেকনো ব্রান্ডের এই মোবাইলটি খুব শীঘ্রই আমাদের দেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। ‌ মোবাইলটিতে রয়েছে ৮ জিবি রেম, ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়া টেক হেলিও চিপসেট এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি।

যারা এ মোবাইলটি সম্পর্কে আরো স্পেসিফিকেশন জানতে চান তাহলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিন। টেকনো মোবাইলের প্রতিটি মডেল দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে আসে। ‌ এবারও এ স্মার্টফোন অনেক ভালো পারফরমেন্স নিয়ে এসেছে। ‌ চলুন তাহলে দেরি না করে এখনই মোবাইলটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেই। ‌

Techno spark 10 Full specification

সাধারণ তথ্যাবলী
মোবাইলটি এখন পর্যন্ত অফিসিয়ালভাবে আমাদের দেশে রিলিজ হয়নি। ‌তবে খুব শীঘ্রই এ ফোনটি মার্কেটে পাওয়া যাবে। ‌টেকনো স্পার্ক ১০ প্রো এর অফিসিয়াল রিলিজ ডেট হচ্ছে ১৫ ই মার্চ ২০২৩। সর্বশেষ এন্ড্রয়েড ভার্সন v13 ব্যবহার করা হয়েছে। ‌ কাস্টমই ui হিসেবে ব্যবহার করা হয়েছে HoOS.

Hardware performance
প্রত্যেক মোবাইল ফোন কেনার পূর্বে অবশ্যই এর হার্ডওয়ার পারফরম্যান্স দেখে নিতে হবে। ‌কারণ হার্ডওয়্যার এর উপর নির্ভর করে একটি মোবাইল কতটুকু আপনাকে পারফরমেন্স দিবে তা নির্ভর করে। নিচে মোবাইলটির হার্ডওয়্যার পারফরম্যান্স সম্পর্কে তুলে ধরা হলো-

CPUOcta core, 2 GHz, Dual core
ChipsetMediaTek Helio G88
Architecture64 bit
Fabrication12 nm
Ram8 GB
GraphicsMali-G52 MC2
Ram typeLPDDR4X
Internal memory128 GB
Expandable Memory512 GB
USB OTGYes

Display
Techno spark 10 pro এর ডিসপ্লে কোয়ালিটি অত্যান্ত ভালো। ‌ কারণ এতে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লে সাইজ হচ্ছে 6.8 ইঞ্চি। যে সকল ব্যবহারকারী গেম খেলতে এবং ভিডিও দেখতে পছন্দ করে তাদের জন্য মোবাইলটি একদম পারফেক্ট। এছাড়া ডিসপ্লে আরও ফিচার রয়েছে সেগুলো নিচে তুলে ধরা হলো-

Display TypeIPS LCD
Screen Size6.8 inchi
Aspect Ratio20:9
Resolution1080 x 2460 pixel
Pixel Density395 ppi
Bezel less displaypunch-hole display
Touch ScreenCapacitive Touchscreen, Multi-touch.

Design
টেকনো স্পার্ক ১০ প্রো ব্যবহারযোগ্য ভাবে ডিজাইন করা হয়েছে। ‌ যেমন এটি অত্যন্ত স্লিম এবং ওজনেও হালকা। বডি কোয়ালিটি অনেক ভালো। ‌হাত থেকে পড়ে গেলে খুব সহজে ভেঙে যাবে না। ‌ ডিজাইনার অন্যান্য ফিচারগুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো-

Height168.4 mm
Width76.2 mm
Build MaterialMineral Glass
Thickness8.4 mm
ColoursPearl White, Starry Black

Camera
Techno spark 10 pro camera ৫০ মেগাপিক্সেল। এর সাহায্যে দুর্দান্ত ছবি তোলা সম্ভব।‌ এর মধ্যে ক্যামেরার সকল আপডেট ফিচারগুলো রয়েছে। যেমন ডিএসএলআর এর মত পিছনে ব্লার করে ছবি উঠানো যায়। হাই কোয়ালিটি ভিডিও ধারণ করতে সক্ষম। শুধু তাই নয় রাতের বেলাও এর মাধ্যমে ঝকঝকে স্বচ্ছ ছবি তোলা যায়। ফ্রন্ট ক্যামেরাও অত্যন্ত ভালো কোয়ালিটি। ‌ এর সাহায্য অনেক সুন্দর ছবি তোলা যায়। ‌নিচে ক্যামেরা ফিচার সম্পর্কে তুলে ধরা হলো।

CameraDual
Resolution50 MP Primary Camera. 2 MP Depth Camera
AutofocusYes
FlashDual LED Flash
Image Resolution8150 x 6150 Pixels
SettingsISO control, Exposure compensation

টেকনো স্পার্ক ১০ প্রো বাংলাদেশের মূল্য | Techno spark 10 pro price in Bangladesh 15000 TK

Network and connectivity
টেকনো স্পার্ক ১০ প্রো এর মাধ্যমে দ্রুতগতি ইন্টারনেট ব্যবহার করা যাবে। কারণ এতে রয়েছে ফোরজি ইন্টারনেট গতি স্পিড। ওয়ারলেস এবং ব্লুটুথ ফিচারগুলো। মোবাইলে থাকা সকল সংযোগটি এবং নেটওয়ার্ক সম্পর্কে নিচে তুলে ধরা হলো।

SIM SlotDual SIM
Network Support4G Supported
VoLTEYes
USBUSB charging, Mass storage device,
NFCYes

Battery
এ মোবাইলটি একবার চার্জ প্রায় কয়েকদিন ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এর মধ্যে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ব্যাটারি। এতে রয়েছে ফাস্ট চার্জিং সিস্টেম। যার মাধ্যমে অল্প সময়ের মধ্যে দ্রুত মোবাইলটি চার্জ দিতে পারবেন। নিচে ব্যাটারি ফিচারগুলো তুলে ধরা হয়েছে:

Capacity5000 mAh
Quick ChargingFast, 18W
USB Type CYes

অন্যান্য সেন্সর এবং ফিচার
টেকনো স্পার্ক ১০ প্রো ( Techno spark 10 pro ) এ আরো অন্যান্য সেন্সর রয়েছে। ‌ সেন্সর গুলো হচ্ছে-
Fingerprint sensor, light sensor, compass, proximity sensor, accelemoter.

What is Tecno spark 10 pro Ram?

It has 8 gb ram

টেকনো স্পার্ক ১০ প্রো ৫জি কি?

না এ মোবাইলটিতে শুধুমাত্র ফোরজি সাপোর্ট করে।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version