MiSSC Syllabus 2021, এসএসসি সিলেবাস ২০২১ সালের এস এস সি পরীক্ষা নিয়ে অনেক ধোয়াশা থাকলেও অবশেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন করোনা মহামারি পরিস্থিতি অগ্রগতি হলে তিনটি নৈর্বচনিক বিষয়ে আগামী নভেম্বরের ২য় সপ্তাহে এস এস সি পরীক্ষা হতে পারে।
SSC syllabus 2021 bangladesh
গত ১৫ জুলাই এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী জানান যে যদি পরীক্ষা নেওয়া একান্তই সম্ভব না হয় তাহলে পূর্ববর্তী বিষয়ের সাথে ম্যাপিং করা হবে। এছাড়া যে এসাইনমেন্ট দেওয়া হচ্ছে এগুলো মূল ফলাফলের সাথে যুক্ত হবে।
এছাড়াও তিনি আরও জানান, ফর্ম পূরণ অনলাইনে এবং ফি প্রদান ও অনলাইনেই হবে।পরীক্ষার বিষয় যেহেতু কমছে সেক্ষেত্রে পরীক্ষার ফি ও কমবে।
২০২১ সালের পরীক্ষার্থীদের এস এস সি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। পরীক্ষা হবে গ্রুপভিত্তিক ৩ টি বিষয়ে । বিজ্ঞান/ব্যবসায়/মানবিক বিভাগের পরীক্ষার্থীদের শুধু নিজেদের বিষয়ভিত্তিক বিষয়গুলোর পরীক্ষা হবে। ৪র্থ বিষয় এবং আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবেনা। এই বিষয়গুলো ম্যাপিং করে মূলয়ায়ন করা হবে।
SSC short syllabus 2021 bangladesh
শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানান (SSC short syllabus 2021 bangladesh) সংক্ষিপ্ত সিলেবাসে ৩ টি নৈবচনিক বিষয়ে এসাইনমেন্ট করতে হবে।এছাড়া পরীক্ষা পদ্ধতি পরিবর্তিত হয়ে নম্বর ও সময় ও কমবে বলে জানা যায়। নিয়মিত, অনিয়মিত,অকৃতকার্য, জিপিএ উন্নয়ন সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
এছাড়াও সকল পরীক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসাইনমেন্ট সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী যদি আংশিক অকৃতকার্য হয়ে থাকে তাহলে তাকে শুধু ইংরেজি ও পদার্থবিজ্ঞানে অকৃর্তকার্য হয় সেক্ষেত্রে সে শুধু নৈর্বচনিক বিষয় পদার্থবিজ্ঞানে এসাইনমেন্ট জমা দিতে হবে।
SSC Assignment 2021
দাখিল ও আলিম পরীক্ষার্থীদের এসাইনমেন্ট প্রদান করতে হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।এছাড়াও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদেরও এসাইনমেন্ট প্রদান করা হবে।
SSC Syllabus 2021 all subject
মাউশি কর্তৃক ২০২১ সালেরএস এস সি পরীক্ষার্থীদের নৈর্বচনিক বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস
বিষয় | অধ্যায় |
বাংলা ১ম পত্র | গদ্য- ১,২,৩,৪,৫,৬,৭ ও৮
পদ্য-১,২,৩,৪,৫,৬ ও ৭ উপন্যাস-কাকতাড়ুয়া নাটক-,বহিপীর |
বাংলা ২য় পত্র | ব্যাকরণ -ধব্বনিতত্ব,সন্ধি,দ্বিরুক্তশব্দ,পদাশ্রিত,নির্দেশক,সমাস,উপসর্গ,প্রত্যয়,কৃৎ প্রত্যয়, তদ্দ্বিত প্রত্যয়, শব্দের শ্রেনী,পদ প্রকরণ,ক্রিয়া পদ,কারক,বিভক্তি,সম্বন্ধ পদ, বাক্য প্রকরন ,পদাশ্রিত নির্দেশক
নির্মিত–অনুচ্ছেদ,পত্র লিখন,সারাংশ,ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, প্রবন্ধ |
ইংরেজি ১ম পত্র | Unit -3,5,7,10,11
Unseen passage transfer, Summarizing, Matching, Writing paragraph answering question Story Email Dialogue |
ইংরেজি ২য় পত্র | 1.Filling gaps with clues(preposition, parts of speech),2.Gap filling without clues(Articles, Prepositions, Parts of speech) 3.Substitution table,4.Right forms of verbs,6.Changing sentences(voice, degree, negative, affirmative, Assertive, Exclamatory, Imperative),6.Use of suffix & prefix)7.Tag questions 8.Punctuations
|
গণিত | ২,৩,৮,৯ ও১৭ |
ইসলাম ও নৈতিক শিক্ষা | ১(পাঠ১-৬),২(পাঠ১.৯-১৩,২১,২৪),৩(পাঠ১-৩,৬),৪( পাঠ১-৩,১৬-১৮),৫(পাঠ১-৫) |
তথ্য ও যোগাযোগ | ১,২,৪ |
রসায়ন বিজ্ঞান | ৩,৪,৫ও১১ |
পদার্থ বিজ্ঞান | ১,২,৪,৮ ও ১১ |
জীব বিজ্ঞান | ২,৪,১১ ও ১২ |
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ১ম(১.১,১.২,১.৩),২য়(২.১-২.৪),৪র্থ(৪.১,৪.২),৬ষষ্ঠ, ১০ম(১-৪ পাঠ),১১ তম,১৬ তম(১৫.১-১৫.৬) |
হিসাব বিজ্ঞান | ২,৩,৬,৭,৯ ও ১০ |
ফিন্যান্স ও ব্যাংকিং | ১,৩,৪,৫ ও৯ |
সাধারন বিজ্ঞান | ১,২,৫,৭,৯ ও ১২ |
ব্যবসায় উদ্যোগ | ১,২,৩,৪,৮ও ৯ |
ইতিহাস | ১,২,৩,১১,১৩ ও১৪ |
পৌরনীতি | ১,৪,৬,৭ ও ১০ |
ভূগোল | ১,২,৪,৬,৮ ও১০ |
কৃষি | ১,২,৪ |
গার্হস্থ্য বিজ্ঞান | ৪,৫,৭,১০,১৩ ও১৫ |
উচ্চতর গণিত | ৭,৮,৯ও ১১ |