SSC Short Syllabus English 2nd Paper 2023 | এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র এর সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩

SSC 2023 Short Syllabus English 2nd Paper

SSC Short Syllabus English 2nd Paper সম্পর্কে তোমরা অনেকেই জানতে চাচ্ছো। তাই তোমাদের সাথে আমরা এই আর্টিকেলে ইংরেজি দ্বিতীয় পত্র সিলেবাস শেয়ার করবো যেই সিলেবাসটি শুধুমাত্র প্রযোজ্য হবে এসএসসি ২০২৩ ব্যাচ এর জন্য। এসএসসি 2024 ব্যাচের জন্য প্রযোজ্য হবে না। কারণ 2024 সালে এসএসসি পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাস। এর পাশাপাশি তোমরা আমাদের আজকের আর্টিকেলে এসএসসি 2023 সালের ইংরেজি দ্বিতীয় পত্র সিলেবাস পিডিএফ লিংক পেয়ে যাবে যেটা তোমাদেরকে আরও বেশী সাহায্য করবে সিলেবাস টিকে পরিপূর্ন ভাবে জানার জন্য। এছাড়াও আমাদের এই লেখাটিতে আমরা ইংরেজি দ্বিতীয়পত্রের মানবন্টন শেয়ার করবো।

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা  আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছো। ইংরেজি দ্বিতীয়পত্র তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এসএসসি পরীক্ষায়। 100 মার্কের পরীক্ষায়  ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ইংরেজি দ্বিতীয় পত্র সিলেবাস ভালো করে শেষ করতে হবে। তোমরা হয়তো অবশ্যই জানো তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা হবে শর্ট সিলেবাসে। তোমরা হয়তো অনেকেই পূর্ণ সিলেবাস জানো কিন্তু শর্ট সিলেবাস তোমরা যারা জানো না তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই লেখাটির মাধ্যমে তোমাদের সাথে ইংরেজি দ্বিতীয় পত্রের 2023 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস শেয়ার করবো আমরা।

আমাদের দেশে মাতৃভাষা বাংলার পরেই যেই ভাষাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে সেটা হলো ইংরেজি। কাজেই আমাদেরকে ইংরেজি সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে।  ইংরেজি সম্পর্কে ভালোভাবে জানতে ও শিখতে হলে ইংরেজি দ্বিতীয়পত্র কিংবা ইংরেজি গ্রামার কে গুরুত্ব দিতে হবে অপরিসীমভাবে। আমাদেরকে অবশ্যই ইংরেজি গ্রামার সম্পর্কে ভাল দক্ষ হতে হবে। শুধুমাত্র এসএসসি পরীক্ষার জন্য ইংরেজি দ্বিতীয়পত্র ভালো করে পড়তে হবে এরকমটা নয় এসএসসি এর পরেও তোমরা যারা বাহিরে পড়াশোনা করতে চাও তোমাদের জন্য ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ইংরেজি দ্বিতীয় পত্র বা ইংরেজি গ্রামার তোমাদের অনেক ভালো করে আয়ত্ত করতে হবে।

SSC 2023 Short Syllabus English 2nd Paper

চলো এবার তাহলে আমরা আমাদের মূল আর্টিকেলে চলে যাই অর্থাৎ তোমাদের সাথে SSC 2023 Short Syllabus English 2nd Paper শেয়ার করা যাক। (SSC 2023 Short Syllabus English 2nd Paper)

1 No. -> Gap filling activities without clues ( to test prepositions and articles and zero articles) থাকবে।

2 No. ->  Gap filling(close test*) with clues থাকবে।

3 No. -> Substitution table থাকবে।

4 No. -> Right forms of verbs থাকবে।

5 No. -> Changing sentences থাকবে।

6 No. -> Completing sentences থাকবে।

7 No. ->  suffix and prefix থাকবে।

8 No. -> Tag questions থাকবে।

9 No. -> Punctuations থাকবে।

SSC Short Syllabus English 1st Paper 2023 (PDF)

SSC 2023 Short Syllabus English 2nd Paper Writing Part

10 No. ->  Writing CV with cover letter থাকবে।

11 No. -> Formal letters (complaint letter থাকবে। অথবা notice থাকবে। অথবা purchase order থাকবে। অথবা responses to an order থাকবে। অথবা requests ) থাকবে।

12 No. -> Writing paragraphs থাকবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস

SSC 2023 Short Syllabus English 2nd Paper Mark Distribution

Grammar (60 marks)
1. Gap filling activities without clues  .5 x10=5

2. Gap filling without clues  (.5×10=5) Marks

3. Substitution table 1×6=6

4. Right forms of verbs 1×10=10

5. Changing sentences 1×10=10

6. Completing sentences  (1x 5= 5 Marks)

7.  suffix and prefix  (.5x 14=7) Marks

8. Tag questions 1×7=7

9. Punctuations .5 x10=5

Composition (40 marks)

10. Writing CV with cover letter 15

11. Formal letters (complaint letter থাকবে। অথবা notice থাকবে। অথবা purchase order থাকবে। অথবা responses to an order থাকবে। অথবা requests থাকবে) . 10 Marks

12. Writing paragraph 15

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ মানবিক বিভাগ |

এসএসসি সকল গাইড পিডিএফ ডাউনলোড করুন

SSC all guide PDF download: এসএসসি সকল গাইড পিডিএফ ফাইল

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version