প্রিয় শিক্ষার্থী তোমাদের এসএসসি রেজাল্ট ইনশাআল্লাহ আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।তবে চিন্তার কোন বিষয় নেই কারন শিক্ষা মন্ত্রী বলেছেন অবশ্যই পাশ করবে।
SSC Result 2022 দেখার সহজ নিয়ম:
এসএসসি পরীক্ষার খাতা দেখা শুরু হয়েছে শিগ্ৰীই রেজাল্ট দেয়া হবে। Result দেখার জন্য শিক্ষার্থীকে অবশ্যই নির্দিষ্ট একটি Website এ গিয়ে তার সকল তথ্য দিতে হবে।
এবারের এসএসসি পরীক্ষা যারা দিয়েছে নিশ্চয় তারা ফলাফল নিয়ে খুবই উদ্বিগ্ন যে কখন Result হবে কি হবে।তবে অতি শীঘ্রই Result পেয়ে যাবে ।যদি শিক্ষার্থী প্রতিটি ধাপ সুন্দর ভাবে Follow করে তাহলে খুব সহজেই Result আপনারা দেখতে পাবেন।আমি বিষয়টি তোমাদের সাথে শেয়ার করলাম ।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, চলতি বছরের এসএসসি পরীক্ষা নয়টি বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে। বাকি তিনটি বিষয় জেএসসি result এর মধ্যে হবে।তো আপনাদেরকে Result দেখার জন্য একটি website এ গিয়ে তার সকল তথ্য দেয়া লাগবে।
এসএসসি পরীক্ষা যারা দিয়েছো আপনারা যে তথ্য গুলো ওয়েবসাইট ঢুকে আপনারা দিবে তা কীভাবে দেবেন তা একেকটি করে তোমাদের স্বার্থে শেয়ার করলাম নিম্মরূপ:
- নির্ধারিত Website প্রবেশ করতে হবে। (www.educationboardresults.gov.bd)
- এক্সামিনেশন select করতে হবে।
- অর্থাৎ আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট জানবেন সেক্ষেত্রে অবশ্যই এসএসসি select করতে হবে।
- আপনি 2022 সালের পরীক্ষার্থী অবশ্যই 2022 select করতে হবে।
- আপনাদের কে অবশ্যই বোর্ড এর নাম select করতে হবে। শিক্ষা দিয়ে যে বোর্ডের সেই Board এর নাম select করতে হবে।
- ছয় সংখ্যার রোল নম্বর সঠিক ভাবে বসাতে হবে।
- শিক্ষার্থীর সঠিক রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে।
- দুইটা সংখ্যার যোগ করে তার ফলাফল সামনের ফাঁকা ঘরে বসাতে হবে।
- সাবমিট বাটনে ক্লিক করলে করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে।
গত 15 ই সেপ্টেম্বর চলতি বছরে এস এস সি পরীক্ষা শেষ হয়েছে। সেজন্য অনেক শিক্ষার্থী জানতে চায় Result কবে হবে।
SSC Result 2022 খুব সহজেই মোবাইল এর মাধ্যমে এ ও জানা যায়।
সবশেষে এটাই শেয়ার করলাম যে,আপনারা সবার বুঝার স্বার্থে এই পোস্টটি, নিজে বুঝবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।
মোবাইলে এসএসসি রিজাল্ট দেখার নিয়ম
How to see ssc result through mobile মোবাইলে এসএসসি রিজাল্ট দেখার নিয়ম