এসএসসি পাসে বিমান বাহিনীতে চাকরির সুযোগ: বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভাবে জনবল নিয়োগের ঘোষণা প্রদান করেছে। সর্বমোট ৩০ জন লোক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা ডাক ও টেলি যোগাযোগের মাধ্যে তাদের আবেদন পাঠাতে পারবেন।
পদের নাম | মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) |
পদের সংখ্যা | ৩০ জন |
বেতন | সর্বসাকল্যে মাসিক বেতন ২২,৫০০ টাকা |
আবেদন যোগ্যতা : | কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ । বিআরটিএর বৈধ পেশাদার (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে |
আবেদন ফি: | ২০০ টাকা |
চাকরির ধরন | govt |
আবেদনের শেষ তারিখ: | ২১ আগস্ট, ২০২২ |
প্রার্থীর বয়স | সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে |
অবিজ্ঞতাঃ | চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করা হয় হয়েছে ২১-৩৫ বছরের মধ্যে। যদিও কোন ধরনের অভিজ্ঞতা চাওয়া হয়নি তবুওযারা ভারী ড্রাইভিং লাইসেন্সধারী, কিংবা নুন্যতম ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে যারা ইতি পূর্বে কোন ওয়ার্কশপে মেকানিক হিসাবে কাজ করেছে সেটি তাদের অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। |
যেভাবে আবেদন করবেন | চাকরির নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করতে হবে। সরাসরি কো ফরম জমা নেয়া হবে না। আবেদন ফরমটি অধিনাট,বিমানবাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন,পুরোন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ এই ঠিকানায়। পার্থীদের আবেদনের সঙ্গে”বিমানবাহিনী কেন্দ্রীয় বেসামরিক তহবিলে” এর অনুকূল্যে ২০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ড্রাফ্ট বা পে-অর্ডার আবেদন ফরমের সাথে সংযুক্ত করে পাঠাতে হবে। |
বিস্তারিত জানতে নিচের পিডিএফটি ডাউনলোড করোন
Bangladesh Air Force
https://www.baf.mil.bd