এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ | SSC English 2nd Paper Suggestion

এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩: SSC English 2nd paper, SSC English 2nd Paper Suggestion: এসএসসির সবচেয়ে কঠিন বিষয় হলো ইংরেজি ২য় পত্র। কঠিন হওয়ার কারণ হলো, এখানে ভিন্ন ভিন্ন অনেকগুলো বিষয় আপনাকে আনসার করতে হবে। মোট ১৫টি প্রশ্ন থাকবে। আপনাকে প্রতিটি প্রশ্নই আনসার করতে হবে। টপিক ভিন্ন হওয়ার কারণে উত্তর করটা অনেকের কাছেই ভয়ের কারণ। তবে নিয়মিত চর্চা থাকলে, আর বুঝে বুঝে পড়লে সবকিছু সহজ হয়ে যায়।

ইংরেজিতে রোল পড়ে যতটা না উপকৃত হওয়া যায়, তার চেয়ে বেশি উপকৃত হওয়া যায়- বাক্যের অর্থ জানলে। সবকিছুর চিন্তা মাথায় রেখেই প্রশ্নের পেটার্ন তৈরী করা হয়। ১৫টি প্রশ্নের মধ্যে প্রায় ৮/৯ প্রশ্নের উত্তর আপনার পারা না পারা নির্ভর করে- ইংরেজিতে আপনি কতটুকু দক্ষ বা ইংরেজি বাক্য পড়ে আপনি কতটুকু বুঝতে পারেন, তার উপর। বাকি ৭টি প্রশ্নের মধ্যে ৪টি বিষয় ভালো করতে প্রয়োজন আপনার ফ্রি হেন্ড রাইটিং দক্ষতা অর্থাৎ কোন টপিকের উপর নিজ থেকে বানিয়ে আপনি কতটুকু লিখতে পারেন।বাকি প্রশ্নগুলো আপনি অর্থ না বুঝলে ও গ্রামার জানা থাকলে উত্তর করতে পারবেন।

এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩

এসএসসি পরীক্ষর ইংরেজি ২য় পত্রে প্রশ্নের ধরণ

মোট ১৫টি প্রশ্ন থাকবে।

১। Fill in the blanks with  suitable word( অর্থাৎবক্সে কিছু শব্দ দেয়া থাকবে, বক্স থেকে শব্দ নিয়ে অর্থাৎ বুঝে বুঝে আপনাকে উত্তর করতে হবে। পরীক্ষার খাতায় পুরো পেসেজ লিখতে হবে না। শুধু  a,b, c এভাবে সিরিয়াল ক্রম বসিয়ে,সিরিয়াল অনুযায়ী উত্তর লিখে দিলেই হবে। )

২।Fill blanks with suitable word ( অর্থাৎ বাংলায় আমরা যাকে শুন্য স্থান বলি, সেরকম দেয়া থাকবে। উপযুক্ত শব্দ বসিয়ে আপনাকে শুন্য স্থানটি পুরন করতে হবে।এক্ষেত্রে বাক্যের অর্থ জানাটা আপনার খুব কাজে আসবে।

৩। Sentence making from A columns to B ( একটি কলাম দেয়া থাকবে ,A,B,C, প্রত্যেক কলাম থেকে শব্দাঅর্থ বা বাক্য নিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরী করতে হবে।

৪। Complete the following text with right form of verb ( উপযুক্ত verb বসিয়ে আপনাকে বাক্যগুলো পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনার  rights form of verb  এর রোল, এবং বাক্যের অর্থ জানা থাকলেই আপনি ভালো করতে পারবেন।

৫। Change speech /Narration ( যেটা পুরোপোরি গ্রামারের ওপর নির্ভর।আপনি এর রোলসগুলো ভালো ভাবে জানলে আপনি ভালো আনসার করতে পারবেন।

৬।Changing sentences ( বাক্যেকে,হ্যাবোধক থেকে না বোধক,না বোধক থেকে প্রশ্নবোধক ইত্যাদি ভাবে পরিবর্তন করতে হবে।

৭। Complete sentence ( বাক্যের কিছু অংশ দেয়া থাকবে বাকি অংশ আপনাকে পূর্ণ করতে হবে। এক্ষেত্রে কিছুটা নিয়ম জানা থাকলে এবং বাক্য তৈরীর সামর্থ থাকলে সহজেই, আপনি আপনার মত করে প্রশ্নটি উত্তর করতে পারেন।

৮। Complete twxt with suffixes and prefix ( শব্দের পূর্বে বাংলায় যেভাবে উপসর্গ বসে, উপসর্গকে বলা হয়  prefix এবং অনুসর্গকে বলা হয় Suffixes । উপযক্তু suffixes  অথবা , prefixs  যুক্ত করতে হবে শব্দের সাথে। যদি  suffixes বসিয়ে বাক্য অর্থপূর্ণ হয় তাহলে  Suffixes, না হয় prefix  বসাতে হবে। এক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য নয়।

৯। Teg question (auxiliary verb ব্যবহার করে বাক্য গুলোকে প্রশ্নবোধক করতে হবে।

১০। Sentence connector( অর্থাৎবাক্য সংযুক্ত করণ যেসব শব্দ আছে যেমন, that,which,and, or ইত্যাদি দিয়ে বাক্য পূর্ণ করতে হবে।

১১। Punctuation marks( অর্থাৎ কোথায় কেপিটাল লেটার, কোথায় স্মল লেটার, কোথায় দাড়ি, কোথায় কমা, বসবে ইত্যাদি বসিয়ে পেসেজটি সুন্দর করে সাজাতে হবে।

১২। CV

১৩। application

14। paragraph

15। Composition

SSC English 2nd Paper Suggestion
SSC English 2nd Paper Suggestion

আরোও দেখুন:

এসএসসি পরীক্ষা ‍সিলেবাস ২০২৩ ইংরেজি ২য় পত্র

  • The noun
  • The pronoun and possessives
  • Adjectives verb and tens
  • Verb models
  • Kind of verb adverb
  • The proposition
  • Sentences
  • Introductory “it and there
  • The passive
  • Speech
  • Cv and cover letter
  • Email
  • Short paragraph
  • Short composition
  • Completing story
  • Writing summary
  • Describing graph and chart

এসএসসি পরীক্ষা ২০২৩ ইমেইল বা পত্র সাজেশন

  • Write an email to your younger brother advising him to be sincere and attentive to study
  • Write an email to your friend requesting him to return the book
  •  Write an email to your father asking for some money to buy new book
  • Write an e-mail to your friend congratulating him on his brilliant success
  •  Email to a friend inviting him to your birthday party
  • Write an email to your father informing him of your progress of studie
  • Write an e-mail to your friend Invitation to attend the marriage ceremony.
  • Write an email to Your Friend Thanking Him for Their Hospitality

এসএসসি পরীক্ষা  ২০২৩ Short Paragraph সাজেশন

  • Our  National Flag
  • School Magazine
  • Load shedding
  • Tree Plantation
  • Traffic Jam
  • A book fair
  • The International Mother Language day
  • Environment Pollution
  • Air pollution
  • Early Rising
  • A Rickshaw Puller
  • A Rainy Day

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ Completing Story

  • A liar shepherd
  • Unity is strength
  • A thirsty crow
  • The fox without a tail
  • Robert Bruce
  • A Happy Moment
  • SIow and Steady Win the Race
  • The judgment of King Solomon

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ CV Writing

  • For the post of Marketing Manager
  • For the post of English Teacher
  • Post of Medical Representative
  • Post of computer operator
  • Post of Library Assistant.

এসএসসি পরীক্ষা সাজেশ ২০২৩ Formal letter/Application

  • Prayer for a seat in a school hostel
  • Prayer for relief of flood-affected people
  • Prayer for going on a study tour
  • Setting up a canteen
  • Prayer for a testimonial

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ Composition

  • Modern science
  • Student life
  • The flood in Bangladesh
  • Climate change
  • Internet
  • Tree Plantation

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version