বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেকোন নিয়োগ পরীক্ষার জন্য

সাহেদা জান্নাত

বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান: প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আশা করি আপনারা সবার মনের আশা পূরণ হোক এবং সবার জীবনে যেন চাকরির আশা টা যেন পূর্ণ হয় ।

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রাথমিক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা তথা চাকরির যেকোন নিয়োগ পরীক্ষায় এই গুলো প্রশ্নোউত্তর গুরুত্বপূর্ণ:

বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?

উত্তর : গৌড়িয় প্রাকৃত থেকে উচ্চএসেছে।

গৌড়িয় প্রাকৃত ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার বংশধর । গৌড়িয় প্রাকৃত ভাষা গৌড়িয় অপভ্রংশ ও বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।

কোনটি মৌলিক স্বরধ্বনি?

উত্তর : এ, মনে রাখতে হবে মৌলিক স্বরধ্বনি বিশ্লেষণ করলে অন্য কোন স্বরধনি পাওয়া যায় না ।

বাংলা ভাষা রীতির কয়টি রূপ?

উত্তর : দুইটি ।

বাংলা ভাষা রীতির দুইটা রূপ যেমন : সাধু ভাষা রীতি ও চলিত ভাষা রীতি যে ভাষা রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুসরণ করে চলে সেটি সাধু ভাষা রীতি আর চলিত ভাষা রীতি পরিবর্তনশীল।

‘অদ্য’ শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ?

উত্তর : সাধু ।

‘ অদ্য’ শব্দের চলিত রূপ হলো এখন।

কোনটি তৎপুরুষ সমাস?

উত্তর : মধুমাখা।

মধুমাখা মধু দ্বারা মাখা তৎপুরুষ সমাস।এটি তৃতীয়া তৎপুরুষ সমাস দ্বারা দিয়া কর্তৃক হলে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।

গোবর গনেশ বাগধারাটির অর্থ কী?

উত্তর : নিরেট মূর্খ।

কোনটি দন্তধ্বনি ?

উত্তর : ত থ দ ধ।

কোনটি দেশি শব্দ ?

উত্তর : কুলা।

এরকম গঞ্জ, চোঙা,টোপর,ডাব,ডাগর দেশি শব্দ।

কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরন?

উত্তর ; লাফ> ফাল।

পতাকা এর সমার্থক শব্দ?

উত্তর:কেতন।

নয়ন শব্দটির সঠিক প্রত্যয় কোনটি?

উত্তর : নী + অন।

অলীক এর বিপরীত শব্দ ?

উত্তর : বাস্তব।

কোনটি দ্বিগু সমাস ?

উত্তর : সপ্তাহ।

সপ্তাহ বিশ্লেষণ করলে পাওয়া যায় সপ্ত অহের সমাহার।

নদী এর সমার্থক শব্দ?

উত্তর : সরিৎ।

এরূপ তটিনী,স্রোতস্বতী,স্রোতস্বিণী,

নগ বা গিরি অর্থ পাহাড়।

বিহগ অর্থ বিহঙ্গ বা পাখি।

অনুবাদ কত প্রকার ?

উত্তর : অনুবাদ দুই প্রকার ।

আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ।

বাংলা বিষয়ের উপর ২৫ টি প্রশ্ন থাকবে আপনারা আমাদের সাথে থাকলে আমাদেরকে ফলো করুন দেখবেন ২৫ এর ২৫ ই কমন পেয়ে যাবেন।

বাংলা ব্যাকরনে ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় ?

উত্তর : সন্ধি।

মনে রাখবেন ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় : ণ- ত্ব বিধান ,ষ-ত্ত্ব বিধান,ধ্বনি পরিবর্তন বর্ণ প্রভৃতি ।

সমাস ,প্রত্যয়,কারক, লিঙ্গ,বচন,ক্রিয়া ,কাল, পুরুষ , উপসর্গ আলোচনা করা হয় রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে।

বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?

উত্তর : কাব্য।

বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া।

আধুনিক কালের সৃষ্টি হচ্ছে: ছোটগল্প,নাটক,উপন্যাস, বাংলা কথা সাহিত্যে।

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম ?

উত্তর : বঙদর্শন।

বুৎপত্তিপত্তিগত অর্থে ব্যাকরণ শব্দের অর্থ কি?

উত্তর : বিশেষভাবে বিশ্লেষণ।

ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা আবিষ্কারের নাম ই হলো ব্যাকরণ। ব্যাকরণের মূলভিত্তি ভাষা।

জলাশয় শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর : সরোবর।

একাদশে বৃহস্পতি কী?

উত্তর : বাগধারা।

আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর : অন্তরীক্ষ‌।

‘ অনুমোদিত ‘ শব্দের বিপরীতার্তক শব্দ কোনটি?

উত্তর : অননুমোদিত।

কোন বানানটি শুদ্ধ ?

উত্তর : শিরচ্ছেদ।

নতুন শব্দ গঠন করে –

উত্তর : সন্ধি ও সমাস।

নিচের কোন শব্দটি শুদ্ধ?

উত্তর : কৌতুহল।

কোন শব্দটি সিক্তর বিপরীত?

উত্তর : শুস্ক‌।

গিন্নি কোন শব্দ ?

উত্তর : অর্ধতৎসম।

কাঁধ + না এটি কোন সন্ধি?

ব্যঞ্জন সন্ধি।

অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

উত্তর : বিরাগ।

বীণাপানি কোন সমাস ?

উত্তর : বহুব্রীহি সমাস।

কোনটি নিত্য নারী বাচক শব্দ?

উত্তর : সতীন।

শোক শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর : হর্ষ।

নষ্ট হওয়ার স্বভাব নয় যার ?

উত্তর : অবিনশ্বর।

কোন বানানটি শব্দ?

উত্তর : সমীচিন।

উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে ?

উত্তর : সংলাপে।

পুকুর চুরি বাগধারাটির অর্থ কী?

উত্তর : বড় ধরনের চুরি ।

সাধারণ জ্ঞান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোউত্তর শেয়ার করলাম আপনারা সবাই ফলো করলে এবং মনোযোগ সহকারে পড়লে অবশ্যই চাকরি আপনাকে খুঁজবে এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে নিয়োগ পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন এবং আমাদের সাথেই থাকুন আরো নতুন নতুন আপডেট পেতে।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version