কাতার বিশ্বকাপ ২০২২ হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ

কাতার বিশ্বকাপ ২০২২ হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ: লিওনেল মেসি বর্তমানে দূর্দান্ত ফর্মে আছেন পিএসজিতে সামনে কাতার বিশ্বকাপ ২০২২ আসছে মেসির এই কাতার বিশ্বকাপ হতে পারে সর্বশেষ বিশ্বকাপ।

মেসি

আর্জেন্টিনার দলের লিওনেল মেসি বিশ্বের মধ্যে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। আর্জেন্টিনার হয়ে জয় করেছেন কোপা আমেরিকার শিরোপা। এবং 2014 সালের FIFA World Cup বিশ্বকাপে রানার্সআপও হয়েছেন। লিওনেল মেসি সর্বোচ্চ সাত বার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। এবং মেসি বার্সেলোনার হয়ে জয় করেছেন অসংখ্য শিরোপা এখন পিএসজিতে আছেন। আর লিওনেল মেসির বয়স বর্তমানে প্রায় ৩৫ এর উপর। এবং পরবর্তী বিশ্বকাপ কাতার বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হবে ৩৯!

লিওনেল মেসি কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছেন, ২০২২ কাতার বিশ্বকাপের পর অনেক কিছুই পরিবর্তন হতে পারে লিওনেল মেসির। সেটা যে তিনি অবসরের কথাই বললেন, তা আর বলার অপেক্ষা রাখে না। লিওনেল মেসি যদি কাতার বিশ্বকাপ ২০২২ দেশকে বিশ্বকাপ শিরোপা না জেতাতে পারেন তাহলে তার অবসরের কথাটি সত্যি হতে পারে।

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button