প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা: প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সরকার অনেক দিয়েছে । কেননা বর্তমানে একটা চাকরি সোনার হরিণ আর সেটা যদি হয় সরকারি চাকরি। বর্তমানে নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এই বেতন ভাতা ও পেনশন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক শিক্ষকরা ইতিমধ্যে অনেকটা জানেন।
প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম:
শিক্ষকরা অনেক কষ্টে আমাদের সন্তানদের শিক্ষা দান করেন শিক্ষকদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবোনা এটা চিরন্তন সত্য ।আজ সেই শ্রদ্ধাভাজন শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি নিয়ে কিছু গুরুত্বপূর্ন বিষয় নিম্মরূপ।
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নিয়োগ ও লিখিত ও মোখিক পরীক্ষার ভিত্তিতে প্রায় ৩৭ হাজার ৫৭৪ প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিয়োগ হতে যাচ্ছেন এবার।যারা এবারে নতুন নিয়োগ পাচ্ছেন এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগে উনাদের জানা দরকার বেতন ,ভাতা ও অন্যান্য সুবিধাদি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
- নতুন সহকারী শিক্ষক যারা নিয়োগ পাচ্ছেন এবং নতুন যোগদানকারি সহকারী শিক্ষকদের শুরুতে বেতন স্কেল হবে ১৩ তম বেতন স্কেল।১৩ তম গ্ৰেডে বেতন হবে……..১১,০০০-২৬,৫৯০ টাকা। মূল বেতন হবে ১১,০০০ টাকা।এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও টিফিন ভাতা ,যাতায়াত ভাতা রয়েছে।
প্রাইমারি শিক্ষকদের বেতন স্কেল
প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি: সত্যি বলতে শিক্ষকরাই জাতি গড়ার কারিগর উনাদের অক্লান্ত পরিশ্রম আমাদের সন্তানরা সঠিক পথের সন্ধান পেয়ে থাকে। শিক্ষকদের দিকনির্দেশনা ভবিষ্যৎ প্রজন্ম কে উন্নতির শিখরে আরোহণ করতে সাহায্য করে ।
দীর্ঘ আড়াই বছর করোনা মহামারীর পর একটু সস্বি ফিরে পাচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে , এবারের প্রাইমারি শিক্ষক নিয়োগে প্রচুর প্রার্থী নিয়োগ পাচ্ছেন এবং দেশ থেকে বেকারত্ব ও দূর করতে সাহায্য করছে এই সব নিয়োগ।
প্রাইমারি সহকারী শিক্ষকদের বেতন ছাড়াও আরো অন্যান্য সুবিধাদি:
- মূল বেতন ছাড়াও একজন নতুন সহকারি শিক্ষক চিকিৎসা ভাতা পান …..১ হাজার ৫০০ টাকা।
- টিফিন ভাতা ……২০০ টাকা ।
- যাতায়াত ভাতা……..৩০০ টাকা।
- এছাড়াও শিক্ষকদের বাড়িভাড়া রয়েছে স্থানভেদে বাড়ি ভাড়া বিভিন্ন হয়।
- ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য বাড়িভাড়া মূল বেতনের ৬০ শতাংশ।
- চট্টগ্ৰাম ,খুলনা, রাজশাহী সিলেট ও রংপুর নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ।
- অন্যান্য স্থানের জন্য বাড়িভাড়া মূল বেতনের ৪৫ শতাংশ।
অন্যান্য সুযোগ সুবিধাদি: নতুন যোগদান করা প্রাইমারি সহকারী শিক্ষকদের জন্য আমার এই বিশেষ পোস্ট টি । সহকারী শিক্ষকরা বেতন ভাতার সাথে অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন।
- অসুস্থ হলে চিকিৎসার জন্য কল্যান তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় সন্তানের জন্য পোষ্য কোটা রয়েছে। এছাড়াও এক বছর বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন।
- চাকরির পাচ বছর পূর্ণ হলে পেনশনের সুবিধা দেওয়া হবে।চাকরির শেষে পাবেন ১৮ মাসের ল্যামগ্ৰান্ড।এক বছরের পিআর এল, অর্জিত মূল বেতনের ২৩০ গুন পেনশন এবং আজীবন পেনশনের ব্যবস্থা।৬৫ বছরের উর্ধ্বে হলে চিকিৎসা ভাতা হবে….২ হাজার ৫০০ টাকা।
এই ছিল নতুন যোগদানকৃত শিক্ষকদের জন্য পেনশন ও বেতন স্কেল এবং ভাতা সমূহ সংক্ষিপ্ত বিবরন । এছাড়াও আমাদের ব্লগে পেনশন কি,ল্যামগ্ৰান্ড, গ্ৰ্যাচুয়িটি ইত্যাদি নিয়ে বিশেষ বিশেষ শেয়ার আপনারা চাইলে আমাদের ব্লগে শেয়ার থেকে এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।