প্রাইমারি শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩

প্রাইমারি শিক্ষক নিয়োগ সাজেশন: প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের কে কিছু শর্টকাট প্রশ্ন দেখাব যা আগামী ৩/৬/২০২২ খ্রি. প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় হয়ত কাজে আসবে। কেননা কোন কিছু কে ছোট না ভাবাই ভালো। কথায় আছে” যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখ তাই পাইলে পাইত পারো অমূল্য রতন” এই প্রশ্ন গুলো প্রাইমারি থেকে শুরু করে প্রতিটি চাকুরীর পরীক্ষা আসে। আত্মবিশ্বাস রেখে একবার হলেও পড়ে দেখুন কাজে লাগবে। ইনশাআল্লাহ।

প্রাইমারি শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩

1, ছোট গল্পের জনক=, রবীন্দ্রনাথ ঠাকুর।

2, মহাকাব্যের জনক=মাইকেল মধুসূদন দত্ত।

3, সার্থক উপন্যাস এর জনক= বঙ্কিকমচন্দ্র চট্রপাধ্যায়।

4, সার্থক নাটক এর জনক= মাইকেল মধুসূদন দত্ত।

5, উপন্যাস এর জনক= প্যারিচাঁদ মিত্র।

6,পত্র কাব্যের জনক= মাইকেল মধুসূদন দত্ত।

7,পত্র উপন্যাস এর জনক= কাজী নজরুল ইসলাম।

8, অমিত্রাক্ষর ছন্দের জনক= মাইকেল মধুসূদন দত্ত।

9, বাংলা সনেট এর জনক= মাইকেল মধুসূদন দত্ত।

10, বাংলা উপন্যাস এর জনক= বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

11, আধুনিক বাংলা নাটক এর জনক= মাইকেল মধুসূদন দত্ত।

12, বাংলা গদ্য সাহিত্যের জনক= ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

13, বাংলা ছোটগল্পের জনক= রবীন্দ্রনাথ ঠাকুর।

14,গদ্য ছন্দের জনক = রবীন্দ্রনাথ ঠাকুর।

15, আধুনিক বাংলা কবিতার জনক= সৈয়দ আলী আহসান।

16, বাংলা চলচ্চিত্রের জনক= হীরা লাল সেন।

17, বাংলাদেশ চলচ্চিত্র এর জনক= আব্দুল জব্বার খান।

18, বাংলা নাটকের জনক= দীনবন্ধু মিত্র।

19, বাংলা মূক্তছন্দের জনক= কাজী নজরুল ইসলাম।

20, বাংলা গজল এর জনক= কাজী নজরুল ইসলাম।

21, বাংলা টপ্পাগান এর জনক= নিধু বাবু।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন

আবারও লিখি, যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখ,,,,,,,,,,,,,,,,,,,,। উপরের উল্লেখিত প্রশ্ন গুলো আমার, আপনার জীবন গঠনে সহায়ক,তাই একটু সময় ব্যায় করে পড়ে দেখুন কাজে আসবে। যেহেতু হাতে সময় মাত্র দু দিন তাই সহজ সহজ প্রশ্ন গুলো শিখে রাখি

প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড ২০২৩

প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড দেখতে ভিজিট করুন

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version