প্রাইমারি শিক্ষকদের বেতন স্কেল ২০২৩ | প্রাথমিক শিক্ষকদের বেতন কত?

প্রাথমিক শিক্ষকদের বেতন কত? প্রাইমারি শিক্ষকদের বেতন স্কেল ২০২৩ : প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১১ তম গ্ৰেড ও সহকারী শিক্ষকরা ১৩ গ্ৰেডে অর্থমন্ত্রনালয়ের অনুমোদন পেয়েছে বলে সংবাদ টি গনমাধ্যমে এ ছড়িয়ে পড়েছে এই সংবাদ বা চিঠিটি বিভিন্ন গ্ৰুপে ও শেয়ার পেয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও তার নিজস্ব ফেসবুকে চিঠিটা শেয়ার করেছেন।তবে আবুল কাশেম তার নিজস্ব টাইমলাইন এ একটি স্ট্যাটাস এ দাবি করেন এটি মন্ত্রণালয় থেকে প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয়ে পাঠানো প্রাথমিক শিক্ষকদের গ্ৰেড অনুমোদন সংক্রান্ত একটি চিঠি ।

আবুল কাশেম স্ট্যাটাসে উল্লেখ চিঠিতে উল্লেখ আছে যে প্রধান শিক্ষক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ বিহীন উভয়ে ই ১১ তম গ্ৰেড এবং সহকারী শিক্ষক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ বিহীন উভয়ে ১৩ তম গ্ৰেডে উন্নীত । এখানে আরো লেখা আছে সহকারী প্রধান শিক্ষকের জন্য প্রস্তাব পাঠানো হলে তাদের গ্ৰেড জানানো হবে।

প্রাইমারি শিক্ষকদের বেতন স্কেল ২০২৩

নতুন গ্ৰেডে বেতন কত সরকারি ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিম্মে বিষয়টি আপনাদের বুঝার স্বার্থে শেয়ার করা হল:

প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এ বিষয়টির তীব্র নিন্দা জানানো হয়েছে। আমরা সহকারী শিক্ষকের ১১ তম গ্ৰেড ও প্রধান শিক্ষকদের ১০ তম গ্ৰেড এ দাবি বাস্তবায়নের অঙ্গীকারবদ্ধ।

সরকারি চাকরির বেতন স্কেল, গ্ৰেডিং সিস্টেম ও অন্যান্য সুযোগ সুবিধা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন বেতন কাঠামো:

নতুন বেতন কাঠামো কবে থেকে শুরু হবে তা এখনো সঠিক সময় বলা হয়নি তবে মন্ত্রণালয় এ অনুমোদন দেয়া হয়েছে।

সহকারী শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণ বিহীন উভয়ে একই গ্ৰেড ১১ তম লেখা হয়েছে এটা আসলেই অনেক বেশি খুশির খবর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য।

প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক Primary school teacher Salary scale

প্রশিক্ষণ প্রাপ্ত / প্রশিক্ষণ বিহীন

অর্থাৎ প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণ বিহীন উভয়ে একই গ্ৰেড বেতন পাচ্ছেন ১৩ তম ।

  • ১৩ তম গ্ৰেডে মূল স্কেল = ১১,০০০
  • বাসা ভাড়া = ৬,৬০০ টাকা।এটা কেবল শহর পর্যায়ের এলাকার জন্য।
  • গ্ৰাম পর্যায়ে ৪,৯৫০ টাকা ।
  • চিকিৎসা ভাতা = ১৫০০ টাকা।
  • টিফিন ভাতা = ২০০ টাকা ।
  • মোট বেতন দাড়াবে শহর পর্যায়ে = ১৯,৩০০ টাকা ।
  • গ্ৰাম পর্যায়ে ১৭,৬৫০ টাকা।
  • যদি একজন শিক্ষক এর দুটি সন্তান থাকেন তাহলে ১০০০ টাকা পাবেন
  • আর যদি একজন সন্তান থাকেন তাহলে ৫০০ টাকা পাবেন ।
  • অর্থাৎ মোট বেতন হবে ২০,৩০০ টাকা।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের পেনশন হিসাব

প্রধান শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণ বিহীন ১১ তম

যারা সরাসরি বি,সি,এস থেকে নিয়োগ পাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যারা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়েছেন তাদের ইনক্রিমেন্ট যোগ হবে হিসেবের সাথে ।

প্রধান শিক্ষক প্রাইমারি স্কুল, প্রশিক্ষণ প্রাপ্ত , প্রশিক্ষণ বিহীন ,১১ তম গ্ৰেড।

মূল বেতন ১২,৫০০ টাকা।

  • বাসা ভাড়া শহর পর্যায়ের ৭,৫০০ টাকা।
  • বাসা ভাড়া গ্ৰাম পর্যায়ে ৫,৬২০ টাকা ।
  • চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
  • ভাতা ২০০ টাকা।
  • মোট ২১,৭০০ টাকা।
  • গ্ৰাম পর্যায়ে ১৯,৮২৫ টাকা।
  • ছেলে মেয়ে থাকলে অর্থাৎ একটি সন্তান থাকলে ৫০০ টাকা
  • আর দুটো সন্তান থাকলে ১০০০ টাকা।
  • মোট বেতন শহর পর্যায়ে ২২,৭০০ টাকা।
  • গ্ৰাম পর্যায়ে ২০,৮২৫ টাকা।

প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক‌ নতুন ভাবে সৃজনকরা হয় অর্থাৎ যারা নতুন ভাবে নিয়োগ পাবেন তাদের জন্য প্রযোজ্য।

নতুন ভাবে যারা নিয়োগ পাবেন তাদের বেতন স্কেল হবে ১২ তম।

  • মূল বেতন হবে ১১,৩০০ টাকা ।
  • বাসা ভাড়া হবে শহর পর্যায়ে ৬,৭৮০ টাকা।
  • গ্ৰাম পর্যায়ে ৫,০৮৫ টাকা।
  • চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
  • টিফিন ভাতা ২০০ টাকা ।
  • চাকরির শুরুতে ই বেতন পাচ্ছেন ১৯,৭০০ টাকা।

এই ছিল নতুন ভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের বেতন স্কেল আপনাদের বুঝার স্বার্থে আমার এই পোস্ট টি শেয়ার করলাম আমার জানা থেকে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন।

বেতন স্কেল ২০২২: সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা

অবসর ভাতা পেতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের কত বছর বয়স লাগে

Pay Fixation থেকে ইনক্রিমেন্ট বের করার নিয়ম ২০২৩

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button