অনার্স ৪র্থ রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন ২০২৩ | Political Theory suggestion

অনার্স ৪র্থ রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন ২০২৩ | Political Theory suggestion

অনার্স ৪র্থ রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন ২০২৩ & Political Theory suggestion নিয়ে এসেছি আজকের আর্টিকেলে। ‌যারা বর্তমানে অনার্স পড়ুয়া স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাজেশনটি পড়লে আপনারা তুলনা মূলক ভাবে ভালো ফলাফল পেতে পারেন। ‌

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা বেশ কয়েকবার বিষয়গুলো অবশেষে এর রুটিন প্রকাশিত হয়েছে। ‌আগামী ১৪ই জুন ২০২৩ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষাটি। আর ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অনার্স মোট ৪ ইয়ারের পরীক্ষার ফলাফল যোগ করে সর্বশেষ মোট ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে কার ফাইনাল ইয়ারের বেশি মার্ক মোট ফলাফলের সাথে যোগ করা হয়ে থাকে। ‌

সুতরাং শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করা দরকার। ‌এজন্যই আমরা নিয়ে এসেছি সাজেশন। আমাদের এই সাজেশন থেকে প্রতিবছর ৫০% এর ওপর মার্ক কমন পড়ে থাকে। সুতরাং যে সকল শিক্ষার্থীর সহায়ক বই হিসেবে সাজেশন খুঁজছেন তাদের জন্য এ সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ সুবিধা হচ্ছে সাজেশনগুলো আপনারা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।

অনার্স ৪র্থ রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন ২০২৩ | Political Theory suggestion 2023

ক বিভাগ

  • ফরাসি বিপ্লব কত সনে সংঘটিত হয়?
  • রেনোসা শব্দ এর অর্থ কি?
  • নির্দলীয় রাজনীতি বলতে কি বুঝেন?
  • ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
  • এরিস্টটলের উত্তম শাসন ব্যবস্থা কোনটি তার মতামত অনুসারে?
  • প্রত্যয় বলতে কি বুঝেন?
  • কর্তৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন।
  • The political system গ্রন্থটি কে লিখেছেন?
  • ক্ষমতা বলতে কি বুঝায়?
  • কর্তৃত্ব বলতে কি বুঝায়?
  • গোষ্ঠী তন্ত্রের লৌহবিধি তথ্যটি কে দেন?
  • Superanus শব্দটি কোন ভাষা?
  • সম্মোহনী কর্তৃত্ব সম্পন্ন দুজন ব্যক্তির নাম লিখুন‌।
  • এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
  • আইন গত সার্বভৌম তত্ত্ব কে প্রবর্তন করে?
  • আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কাকে?
  • সরকারের ৪র্থ অঙ্গ কোনটি?
  • নির্বাচক মন্ডলী কেন সরকারের চতুর্থ অঙ্গ ব্যাখ্যা করুন।
  • চাপ সৃষ্টিকারি গোষ্ঠী বলতে কি বুঝেন?
  • কাল মার্কস এর দুইটি তত্ত্বের নাম লিখুন।
  • বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝেন?
  • The Ruling class গ্রন্থটি কে রচনা করেন?
  • আইনের দুইটি উৎসের নাম লিখুন।
  • যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাপনা রয়েছে এমন দুটি দেশের নাম লিখুন।

খ বিভাগ

এখন আমরা দেখব খ বিভাগের সকল কমন প্রশ্নগুলো রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন ২০২৩ থেকে।

  • জাতিসত্তার সংকট বলতে কি বুঝেন?
  • জনমত কাকে বলা হয়?
  • রেনেসাঁ বলতে কি বুঝায়?
  • বিশ্বায়ন বলতে কি বুঝেন?
  • সর্বাত্মক বাদ কাকে বলে?
  • আইনগত সার্বভৌমত্ব কি?
  • ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক লিখুন।
  • রাজনৈতিক এলিট কাদের বলা হয়?
  • রাজনৈতিক তত্ত্ব বলতে কি বুঝায়?
  • গণ ভোট বলতে কি বুঝেন?
  • সুশীল সমাজ ব্যবস্থা বলতে কি বুঝায়?
  • উদ্ধৃত মূল্য তত্ত্ব কি?

গ বিভাগ

ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য বড় একটি সমস্যা হচ্ছে বড় প্রশ্ন। ‌ অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নগুলো তাদের কাছে অনেকটা জটিল মনে। ‌ এ ধরনের প্রশ্ন যদি সম্পূর্ণ বই থেকে পড়তে চায় তাহলে অনেক সময় ব্যয় হয়ে থাকে। ‌রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন ২০২৩ হতে যদি বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ে নেন তাহলে পরীক্ষায় অনেক প্রশ্ন কমেন্ট পেয়ে যাবেন। ‌ তাই এখনই এই প্রশ্নগুলো দেখে নিন।

  • উন্নত দেশগুলোর সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সমস্যাগুলো আলোচনা করুন।
  • সুশাসনের বৈশিষ্ট্য আলোচনা করুন ‌
  • উন্নয়নশীল দেশগুলোতে সুশাসন প্রতিষ্ঠার উপায় গুলো লিখুন।
  • গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থাপনা। কথাটি ব্যাখ্যা করুন।
  • চাপ সৃষ্টি করে গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য দেখান।
  • গণতান্ত্রিক রাষ্ট্রের সুশীল সমাজের ভূমিকা বর্ণনা করুন।
  • কাল মার্কস এর শ্রেণী সংক্রান্ত তত্ত্ব বিশ্লেষণ করুন।
  • তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন।
  • উন্নয়নশীল দেশগুলোতে কেন বৈধতার সংকটের সম্মুখীন হতে হয় ব্যাখ্যা কর।
  • রাজনৈতিক বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব আলোচনা করুন। ( রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন ৯৫%)
  • প্যারেটর এলিট তথ্য দেখান।
Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version