টেকনোলজির আলোচনার প্রসঙ্গে আজকে রয়েছে পেওনির লাইভ চ্যাট করার নিয়ম সম্পর্কে। আজকের আর্টিকেলের মাধ্যমে আরো জানতে পারবেন কিভাবে মোবাইলে পেওনির একাউন্ট খোলা যায় এবং এর সম্পর্কে বিস্তারিত তথ্য।
একটি প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা করা হয়ে থাকে তখন এর রিলেটেড অনেক টপিক চলে আসে। যারা ব্যবহার করে থাকে তাদের অনেকের এ বিষয় সম্পর্কে জানা রয়েছে। যাদের ধারণা নেই তাদেরকে সংক্ষিপ্ত পেওনির সম্পর্কে ধারণা দিব এখন।
পেওনির কি
এটি হচ্ছে এক ধরনের অনলাইন এবং ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস। যার মাধ্যমে অনলাইনে অর্থ লেনদেন করা যায় এবং বিভিন্ন ধরনের পেমেন্ট করা সম্ভব হয়। সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মানি ট্রানজেকশন হচ্ছে পেপাল। এই পেপালের পরের স্থান হচ্ছে পেওনির। যারা অনলাইন জগতে রয়েছে তাদের অনেকেই এই প্লাটফর্মটি ব্যবহার করে। বিশেষ করে অনলাইন শপিং, মানিক ট্রানজেকশন, ফ্রিল্যান্সিং ইত্যাদি যারা করে থাকে এ প্লাটফর্ম বেশি ব্যবহৃত হয়।
পেওনির লাইভ চ্যাট করার নিয়ম ২০২৩
যে কাজেই আপনি পেওনির একাউন্ট ব্যবহার করেন না কেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে সাপোর্ট সিস্টেমে যোগাযোগ করার প্রয়োজন হয়। কিন্তু অনেকে প্রয়োজনীয় তথ্যের অভাবে পেওনির লাইফ সাপোর্ট নিতে পারে না। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে নিজে নিজেই কিভাবে লাইভ সাপোর্ট দিতে পারবেন তা জানতে পারবেন।
- এজন্য প্রথমে আপনার একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস নিতে হবে।
- এরপর যেকোনো একটি ব্রাউজার নির্বাচন করে পেওনির একাউন্ট লগইন করুন।
- লিংকটিতে ক্লিক করুন। ক্লিক করার পর সরাসরি লাইভ চ্যাট এর পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে লাইভ চ্যাট শুরু করুন।
- এভাবেই হচ্ছে পেওনির লাইভ চ্যাট করার নিয়ম। এখন আমরা জানব একাউন্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
পেওনির ব্যবহারের সুবিধা
- সবচেয়ে দ্রুত পেমেন্ট রিসিভ করা সম্ভব হয়
- সারা বিশ্বে ২০০টির দেশের ১৫০ টি লোকাল কারেন্সি সাপোর্ট করে থাকে
- পেওনির টু পেওনির কোন ধরনের চার্জ কাটা হয় না
- কেউ চাইলে ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি টাকা উত্তোলন করতে পারবে
- ইলেকট্রনিক চেকের মাধ্যমে পেমেন্ট রিসিভ করার ব্যবস্থা রয়েছে
- ফ্রি গ্লোবাল পেমেন্ট সিস্টেম রয়েছে এটিতে
- মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব দ্রুত মানি ট্রানজেকশন করা সম্ভব হয়।
- এর কাস্টমার সারা বিশ্বজুড়ে বিদ্যমান রয়েছে
- বড় থেকে ছোট সকল ফ্রিল্যান্সিং সাইটগুলোতে পেমেন্ট এর মাধ্যমে করা হয়ে থাকে
সীমাবদ্ধতা
যদি পেওনির থেকে বাংলাদেশের টাকা আনা হয় তাহলে সে ক্ষেত্রে কনভারসেশন রেট তুলনামূলক কম পাওয়া যায়। এছাড়াও চার্জ কাটে যথেষ্ট পরিমাণ।
আপনার যত বড়ই ব্যবসা কিংবা ব্যক্তিগত কাজ থাকুক না কেন এখানে ডলার লোড করতে পারবেন না। শুধুমাত্র ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অর্থ আনতে সক্ষম হবেন।
মোবাইলে পেওনির একাউন্ট খোলার নিয়ম
উপরে আপনারা জানতে পারলেন পেওনির লাইভ চ্যাট করার নিয়ম সম্পর্কে। এখন আপনারা জানতে পারবেন পেওনির একাউন্ট খুলতে কি কি লাগে। এজন্য প্রয়োজন হবে ব্যক্তিগত সকল তথ্য, পেমেন্ট মেথড, সিকিউরিটি বিস্তারিত তথ্য, ন্যাশনাল আইডি কার্ড, ১৮ বছর বয়স, ইমেইল এবং ফোন নাম্বার। এই লিংকে ক্লিক করে সরাসরি পেওনির অ্যাকাউন্ট খোলার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। সেখানে প্রয়োজনীয় তথ্য সাবমিট করে একাউন্ট খুলে নিন।
কিভাবে পেওনির একাউন্ট খুলতে হয় দেখতে এই লিংকে ক্লিক করুন।
বর্তমান এখন আধুনিক বিশ্ব এবং ডিজিটাল হয়ে গেছে। এখন দৈনন্দিন কাজের জন্য আমরা বিভিন্ন কারণে বিদেশ থেকে টাকা লেনদেন করে থাকি। এই লেনদেন করা হয় বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমে। আপনার একটি পেওনির অ্যাকাউন্ট থাকে তাহলে খুব সহজেই এ অর্থ বাসায় বসে লেনদেন করতে সক্ষম হবে। কারণ সারা বিশ্বে এর অবস্থান রয়েছে প্রথম দশটি মধ্যে একটি। ডিজিটাল লেনদেনের সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমাদের দেশে বিকাশের মাধ্যমে এ প্লাটফর্ম থেকে টাকা ট্রান্সফার করা যায়। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করে কিংবা ভবিষ্যতে অনলাইন পেমেন্টের সাথে যুক্ত হবে তাদের অবশ্যই এই অ্যাকাউন্ট থাকা জরুরী।
পেওনির লাইভ চ্যাট করার নিয়ম কি?
আর্টিকেলের উপরের অংশে বিস্তারিত আলোচনা করা হচ্ছে সেখান থেকে দেখে নিতে পারেন।
পেওনির থেকে বিকাশে টাকা পাঠানো যায়?
হ্যাঁ পাঠানো যায়।
পেওনির একাউন্ট কি?
এটি হচ্ছে এক ধরনের ডিজিটাল মানি ট্রানজেকশন পদ্ধতি। এক নিমিষেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অর্থ লেনদেন করা যায়।
পেওনির কোন ব্যাংকে কাজ করে?
যেসব ব্যাংকে দোয়াল কারেন্সি সাপোর্ট করে সে সকল ব্যাংকে পেওনির কাজ করে থাকে।
বাংলাদেশ থেকে পেওনির একাউন্ট খোলা যাবে?
অবশ্যই বাংলাদেশ থেকে পেওনির একাউন্ট খুলতে পারবেন।
- ওয়ালটন রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Walton refrigerator price in Bangladesh 2023
- ওয়ালটন মোবাইল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Walton mobile price in Bangladesh 2023
- বাজাজ মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Bajaj motorcycle price in Bangladesh 2023
- টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Tvs motorcycle price in Bangladesh 2023