১১ কোটি টাকার বেশি আয় করল এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগে

সাহেদা জান্নাত
১১ কোটি টাকার বেশি আয় করল এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগে

১১ কোটি টাকার বেশি আয় করল এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগে: প্রিয় পাঠক এবং যারাই চতুর্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ।আশা করি আপনাদের সবার মনের আশা পূরণ হোক । চাকরি প্রত্যাশী ভাই বোনদের চাকরি হয় এই কামনা করি ।

১১ কোটি টাকার বেশি আয় করল এনটিআরসিএ: এমপিও ভুক্ত ৬৮ হাজার শিক্ষক নিয়োগে ১ লাখ ১৯ হাজার নিবন্ধিত প্রার্থীর আবেদন পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ । গত ২৯ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত এসব প্রার্থীর আবেদন পড়েছে।তবে এখন ও অনেক প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চায়ন করেননি।

তবে ০১ / ০২ বুধবার রাত ১২ টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন প্রার্থীরা।

  • তবে অনেক প্রার্থী ফি জমা দেবেন না বলে ধারণা করছেন এনটিআরসিএ।গত মঙ্গলবার এনটিআরসিএ এর কর্মকর্তার সাথে আলাপকালে এনটিআরসিএ কর্মকর্তারা এ তথ্য জানান।
  • চতুর্থ গনবিজ্ঞপ্তিতে এবার একজন প্রার্থী ৪০ টি প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পেয়েছেন প্রতি আবেদনের খরচ পড়ে ১ হাজার।এর প্রেক্ষিতে আশা করা যায় এনটিআরসিএ আয় ১১ কোটি টাকার বেশি ।এর একটি অংশ কারিগরি সহায়তা দেয়া প্রতিষ্ঠান টেলিটককে দেয়া হবে।
  • চতুর্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন কারীর ফল প্রকাশ কবে নাগাদ হবে এ বিষয়ে সুস্পষ্ট কোন কথা বলা হয়নি কর্মকর্তার সাথে।
  • বিভিন্ন এমপিও ভুক্ত স্কুল কলেজের ৩১ হাজার ৫০৮ টি পদ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ,৩৬ হাজার ৮৮২ টি পদে নিয়োগে চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ।
  • গত ২৯ ডিসেম্বর থেকে নিবন্ধিত প্রার্থীরা আবেদন শুরু করেছিলেন এবং আবেদন শেষ হয়েছে ২৯ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত তবে অনেকেই ফি জমা দেননি।
  • চতুর্থ গনবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকরা আবেদনের সুযোগ পায়নি।
  • চতুর্থ গনবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ এর আয় ১১ কোটি টাকার বেশি ধারনা করা হচ্ছে কেননা একজন নিবন্ধিত প্রার্থী ৪০ টি প্রতিষ্ঠানে আবেদন এর সুযোগ পাবেন এবং আবেদনের ফি ১ হাজার টাকা।
  • এবার চতুর্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন করা সব প্রার্থীই বেকার বলে ধারণা করা হচ্ছে তাই এবার চতুর্থ গনবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের ভাগ্য অনেক ভালো হতে পারে আশা করি আপনারা যারাই নিবন্ধিত প্রার্থী চতুর্থ গনবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন সবার হয়তো চাকরি হবে।
  • চতুর্থ গনবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার প্রার্থীর আবেদন পেয়েছি টেলিটক এর পক্ষ থেকে জানানো হয়েছে।
  • তবে চতুর্থ গনবিজ্ঞপ্তিতে এবার যারাই আবেদন করেছেন তাঁদের অনেকেই এখন ফি জমা দেননি তাই হয়তো অনেকেই ফি না জমা দিলে তাদের আবেদন হবেনা এ তুলনায় নিবন্ধিত প্রার্থীর আবেদন একটু কম হবে‌।
  • চতুর্থ গনবিজ্ঞপ্তিতে এনটিআরসিএর আয় ১১ কোটি টাকার বেশি আয়। কেননা আবেদনকারী এবার একটি আবেদন এ ৪০ টি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারছেন তাই এনটিআরসিএ এর আয় একটু বেশি হবে ধারনা।

চতুর্থ গনবিজ্ঞপ্তিতে কবে নাগাদ ফল প্রকাশ করা হবে তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না ।তবে আবেদন এর ফি জমা হওয়ার পর সভা অনুষ্ঠিত হবে এবং সভায় চতুর্থ গনবিজ্ঞপ্তির ফল কখন প্রকাশ করা হবে তা নিশ্চিত করা হবে।

এই ছিল চতুর্থ গনবিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা । সুতরাং বলা যায় চতুর্থ গনবিজ্ঞপ্তিতে নিবন্ধিত প্রার্থীরা আবেদন এর প্রচুর সুযোগ পেয়েছেন এবং একজন চল্লিশ টা প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পেয়েছেন ওদের চয়েস অনুযায়ী তাই এনটিআরসিএ এর আয় ও প্রায় ১১ কোটি টাকার বেশি বলে ধারণা করা হয়েছে । আমার এই পোস্ট টি শেয়ার করবেন এবং কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

Also read: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশ এর সম্ভাব্য তারিখ?

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।