Monash University Scholarship 2022 এই ইউনিভার্সিটি বিশ্বের সেরা ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটি, এবং ইউনিভার্সিটির অবস্থান হল ৪৮ নাম্বারে।
Monash University অস্ট্রেলিয়ার মেলবোর্নে শহরে অবস্থিত এই ইউনিভার্সিটির মধ্যে মোটামুটি সকল ধরনের সাবজেক্ট রয়েছে. সে সব সাবজেক্ট নিয়ে আপনি Master’s এবং PhD করতে পারবেন।
অস্ট্রেলিয়ান সরকার এই মুহূর্তে ৮০০ টি স্কলারশীপ অফার করেছে International Students জন্য, এবং Monash University Scholarship টি অস্ট্রেলিয়ান সরকার বর্তমান সময়ে ইন্টারনেশনাল শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটির আবেদনের সবকিছু প্রকাশ করেছে, এবং এটির সব কিছু অস্ট্রেলিয়ান সরকার আয়োজন করে থাকে এবং এই ইউনিভার্সিটির সকল সাবজেক্টে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন আপনি চাইলে তাই আজ এই স্কলারশিপটির বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ পোস্ট পড়লে আপনি সবকিছু জানতে পারবেন আশা করি।
মোনাশ বিশ্ববিদ্যালয় দ্বারা অ্যাক্সেসযোগ্য অসংখ্য স্কলারশিপ রয়েছে। বর্তমান বৃত্তি, মোনাশ স্নাতক বৃত্তি, হ’ল গবেষণা প্রশিক্ষণ প্রোগ্রাম (আরটিপি)। আপনি অবশ্যই মোনাশ আরটিপি এবং এমজিএস বৃত্তির জন্য বিবেচিত হবেন। আরও বিস্তারিত নীচে মোনাশ স্নাতক এবং পিএইচডি করার জন্য অ্যাক্সেসযোগ্য are বৃত্তি।
Monash University মোনাশ ইউনিভার্সিটিতে বর্তমানে অ্যাক্সেসযোগ্য অসংখ্য স্কলারশীপ রয়েছে যে গুলোর মধ্যে থেকে Monash Graduate Scholarships, এবং Research Training Program (RTP) এবং MGS Scholarship এই স্কলারশিপ গুলো বর্তমানে আছে এবং আপনি এই সব বিষয়ের উপর পিএইচডি করতে পারবেন।
Complete Details of Monash University Scholarship 2022
Country: Australia
University: Monash University in Melbourne
Number of Scholarships: 800
Course Level: Master, PhD
Benefits of Monash University Scholarship
অনুদান সুযোগ সুবিধা:
Monash University Granted স্কলারশীপ প্রদান করে থাকে। স্কলারশীপের সম্পুর্ন ব্যয়বার অস্ট্রেলিয়ান সরকার গ্রহন করে, যেমন বিশ্ববিদ্যালয় সকল খরচ বা সব কিছু যেমন:
- Air Tickets (Reallocation)
- Allowance for Living
- Tuition Fee Cover
- Books/Course Materials
- Monthly Stipend
- বিমান ভাড়া টিকিট (পুনঃনির্ধারণ)
- খাবার এবং থাকার খরচ
- টিউশন ফি
- বই/কোর্সের সবকিছু
- মাসিক উপবৃত্তি
- বিদেশী শিক্ষার্থী স্বাস্থ্য চেকাপ( (OSHC)
Note : আপনি যে সাবজেক্টে স্কলারশীপের জন্য আবেদন করবেন সে স্কলারশীপ অনুযায়ী আপনাকে সকল অনুদানের জন্য বিবেচনা করা হবে।
Fields of Study at Monash University
অস্ট্রেলিয়া মোনাশ ইউনিভার্সিটিতে যে সকল বিষয়ের উপর আপনি স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচডি করতে পারবেন সে সব বিষয় গুলো নিম্নে দেয়া হলো।
- Arts, Design, and Architecture
- Arts, Humanities and Social Sciences
- Business
- Education
- Engineering
- Information Technology
- Law
- Medicine
- Nursing
- Health Sciences
- Pharmacy and Pharmaceutical Sciences
- Science
Eligibility Criteria for Monash University Scholarship 202
আপনাকে অস্ট্রেলিয়ান হতে হবে অথবা অস্ট্রেলিয়ান না হলে আপনি ইন্টারনেশনাল শিক্ষার্থী হতে হবে আর বাংলাদেশের সকল শিক্ষার্থীরাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত।
- Hold a Bachelor’s Degree.
- আপনার অবশ্যই অনার্স শেষ হতে হবে.
- পূর্ববর্তী সকল ডকুমেন্ট থাকতে হবে.
- আপনাকে পরিপক্কা দেওয়ার যোগ্যতা থাকতে হবে.
- ইংরেজি ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে.
- অনার্সের রিজাল্ট এবং সকল সার্টিফিকেট থাকতে হবে.
California Scholarship in 2021
Monash University Scholarship Deadline:
মোনাশ ইউনিভার্সিটির স্কলারশীপ এর শেষ তারিখ হল 31st October 2021.
Apply for the Monash University Scholarships 2022
এই স্কলারশিপটির সকল তথ্য জানর জন্য আবেদনের জন্য তাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন আর অবশ্যই আপনাকে Monash University এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে
Australia Monash University Scholarship Application (Visit Here).
Monash University Research Graduate Scholarship (Visit Here)