মেডিকেলভর্তি পরীক্ষার ফলাফল কিভাবে পাবো | Medical Admission Result Check Online

মেডিকেলভর্তি পরীক্ষার ফলাফল কিভাবে পাবো

মেডিকেলভর্তি পরীক্ষার ফলাফল কিভাবে পাবো বেশিরভাগ শিক্ষার্থীর স্বপ্ন তারা ডাক্তার হবে।  যে কারণে প্রতিবছর প্রচুর শিক্ষার্থী মেডিকেলে ভর্তি যুদ্ধ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এই বছর  আজ স্বাস্থ্যপরিসেবা অধিদপ্তর কর্তৃক মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।  আপনি যদি একজন ভর্তি প্রার্থী হন তবে এই নিবন্ধটি আপনার জন্য। Medical Admission Result Check Online.

মেডিকেল ভর্তির ফলাফল প্রকাশের পর বেশিরভাগ শিক্ষার্থী জানতে চায় কিভাবে তারা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবে।  আশা করি আমার নিবন্ধনটি তাদেরকে এ ব্যাপারে সাহায্য করতে পারবে। ইন্টারনেট ব্যবহার করে  DGHS এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল বের করা যায়।

 তাছাড়া নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বরের মাধ্যমে ডিজিএইচএস কর্তৃপক্ষের দ্বারা  মোবাইলে

ফলাফল পাঠানো হয়ে থাকে।

 অনলাইনে মেডিকেল পরীক্ষার ফলাফল বের করার নিয়ম-

* প্রথমে মেডিকেল ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট ‘result.dghs.gov.bd‘তে প্রবেশ করতে হবে।

*  এরপর আপনাকে DGHS result এই অপশনটি নির্বাচন করতে হবে।

*  এই পেজে রোল নাম্বার দেখাবে

* রোল নাম্বারে আপনার মেডিকেল ভর্তি পরীক্ষার রোল বসাবেন।

*  রোল নাম্বার নিশ্চিত করে নিবেন।

 *এরপর রেজাল্ট এ ক্লিক করবেন।

*  আপনি আপনার রেজাল্ট ও পরীক্ষা সম্বন্ধনীয় যাবতীয় তথ্য পেয়ে যাবেন। 

 এস এম এস এর মাধ্যমে মেডিকেল  ভর্তি পরীক্ষার

ফলাফল বের করার নিয়ম: মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট

এস এম এস এর মাধ্যমে মেডিকেল রেজাল্ট জানা যাবে। DGHS  এস এম এস এর মাধ্যমে ফলাফল সম্পর্কে অবহিত করবে।  শুধুমাত্র সফল পরীক্ষার্থীদের কাছে এসএমএস আসবে।

 আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।

 আপনার মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে 

DGHS<SPACE<RSC<SPACE<ROLL NO লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।

আপনার ফোন নাম্বারে একটি পিন কোড আসবে। আবার মেসেজ অপশনে গিয়ে পুনরায়  

DGHS<SPACE<RSC<SPACE<YES<SPACE<PIN লিখে পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। 

মেডিকেল ভর্তি  পরীক্ষার মেধা তালিকা:

 মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাতালিকা লিখিত ভর্তি পরীক্ষা এবং প্রার্থীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রস্তুত করা হয়।  লিখিত পরীক্ষার 100 নম্বর এবং এসএসসি ও এইচএসসির ফলাফলের 200 নম্বর বিবেচনা করে এই ফলাফল তৈরি করা হয়ে থাকে। মেধা তালিকা তৈরিতে এসএসসি ফলাফল 75 এইচএসসি 125 হিসেবে বিবেচিত হয়। তবে যারা ভর্তি পরীক্ষায় 40 এর কম পায় তাদের মেধা তালিকায় স্থান দেওয়া হয় না।

  মেডিকেল ভর্তি পরীক্ষার ওয়েটিং লিস্ট 

 মেধা তালিকা প্রকাশের সাথে সাথে কোন শিক্ষার্থী অপেক্ষমাণ তালিকায় রয়েছে কিনা তাও প্রকাশ করা হয়। মেডিকেল ভর্তি পরীক্ষার ওয়েটিং লিস্ট পিডিএফ ফরমেটে ডাউনলোড করা যাবে।

 শেষ কথা,  আশা করি আপনি নিজের ফলাফল দেখতে পারবেন। ডিজিএইচএস কর্তৃপক্ষ মেডিকেল ভর্তি সার্কুলার সম্পর্কে কোন তথ্য আপডেট করলে  আমরা এখানে আপডেট করব।

ধন্যবাদ সাথে থাকার জন্য।

http://scholarsme.com/ssc-result-dekar-niom-ssc-result-2021/
Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version