কিভাবে ব্লগিং থেকে ইনকাম করা যায় ২০২৩ | Make Money from Blogging 2023

কিভাবে ব্লগিং থেকে ইনকাম করা যায়

বর্তমান সময়ে কম বেশি সবাই এখন জানে যে অনলাইন থেকে আয় করা যায়। বিশেষ করে করোনার সময়ের থেকে এই আয়ের উপায় এবং জনপ্রিয়তা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। অনলাইন থেকে বিভিন্ন উপায়ে আয় করা যায়। ‌ যেমন- ডিজাইন করে, ব্লগিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবং প্রোডাক্ট সহ আরো হাজার হাজার কাজের মাধ্যমে আয় করা যায়। তবে এর মধ্যে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম হচ্ছে ব্লগিং করে।

ব্লগিং থেকে কীভাবে টাকা উপার্জন করবেন?

ব্লগিং করতে হলে প্রথমত একটি ওয়েবসাইটের প্রয়োজন হয়। সেটা হতে পারে ফ্রি ওয়েবসাইট অথবা প্রিমিয়াম ওয়েবসাইটে ব্লগিং করা যায়। তবে আয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় প্রিমিয়াম ওয়েব সাইটে ব্লগিং করা। আবার ব্লগ থেকে বিভিন্ন উপায়ে আয় করা যায়। একেক মাধ্যমে একেক উপায়ে করা যায়, তাই যার পছন্দ এবং কাজ সহজ সে ভিন্ন মাধ্যম ব্যবহার করে।

যেভাবে ব্লগিং থেকে ইনকাম করা যায়

গুগল এডসেন্স-

সবচেয়ে সহজ এবং জনপ্রিয় আয়ের মধ্যে গুগল এডসেন্স সর্বশেষ স্থানে রয়েছে। অ্যাপ্রুভ পাওয়াও অত্যন্ত সহজ। ওয়েবসাইটে গুগল এডসেন্স যুক্ত করতে হলে অবশ্যই আপনার সাইটে কোয়ালিটি ফুল কন্টেন্ট থাকতে হবে। কনটেন্ট এবং ছবিগুলোতে কোন ধরনের কপিরাইট থাকা যাবে না। ওয়েবসাইট টিকে ইউনিক ভাবে ডিজাইন করে নিতে হবে। ২৫ থেকে ৩০ টা কোয়ালিটি ফুল আর্টিকেল থাকলে গুগল এডসেন্সের জন্য এপ্লাই করা যাবে। আবেদনের এক সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে এপ্রুভ করে দেয়। বিজ্ঞাপনের মাধ্যমে গুগল এডসেন্স মূলত অর্থ প্রদান করে থাকে। যখন এপ্রুভ হবে তখন ওয়েবসাইটে এড দেখাবে। ব্যবহারকারীরা যদি উক্ত বিজ্ঞাপনের ক্লিক করে তাহলে এডসেন্স কিছু পরিমাণ অর্থ দিবে। কনটেন্ট যত ভালো হবে এই ইনকাম এর পরিমাণ তথ্য বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে ডিজিটর বাড়াতে হবে। ১০০ ডলার হলে এই ওয়েবসাইট থেকে পেমেন্ট তোলা যায়।

অ্যাফিলিয়েট মার্কেটিং-

ওয়েবসাইটে যদি সুন্দরভাবে জানা হয় এবং কন্টেন্টের মান ভালো হয় তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রচুর অর্থ করা যায়। এ পদ্ধতিতে ইনকামের কোন বাধা ধরা নিয়ম নেই। ওয়েবসাইটে ভিজিটর আসলে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়। যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা মাসে প্রায় লাখ টাকা ইনকাম করে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কমিশন ভিত্তিক ইনকাম। Click Bank সাহ আরো অনেক ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম সাইট রয়েছে। সেখান থেকে পণ্য বা সার্ভিস নির্বাচন করে নিজের ওয়েবসাইটে পোস্ট করলে সেখান থেকে যদি কেউ পণ্যটি কিনে তাহলে এখান থেকে নির্দিষ্ট কমিশন পাওয়া যায়। এভাবেই ব্লগিং করে আয় করা যায়।

স্পনসরশিপ-

ব্লগিং কোয়ালিটি যদি ভাল হয় এবং প্রফেশনাল হয় তাহলে যে রিলেটেড ব্লগিং ঐ রিলেটেড কোম্পানির সাথে করার চেষ্টা করতে হবে। সুন্দর করে একটি ইমেইল লিখতে হবে যাতে আপনি তাদের কোম্পানির প্রমোশনের কাজের জন্য অফার চাচ্ছেন। আপনার ইমেইলটি দেখে তারা আপনার ওয়েবসাইটটি দেখবে। যদি ব্লগ প্রফেশনাল হয় তাহলে অবশ্যই কোম্পানিগুলো স্পন্সরশিপ দিবে। এক্ষেত্রে একসাথে কয়েকটি স্পন্সশিপ নিয়ে কাজ করা যায়।

ডিজিটাল পণ্য বিক্রি

প্রযুক্তির এ যুগে এখন সবকিছুই ডিজিটাল হয়ে গেছে। পড়াশোনার বই যেমন পিডিএফ, সফটওয়্যার, গেমস, ডোমেইন ইত্যাদি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এগুলো বিক্রির জন্য ম্যানুয়াল ভাবে কোন কিছু দিতে হয় না। শুধুমাত্র ইমেইল কিংবা যে কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া যায়। পেমেন্ট অনলাইন এর মাধ্যমে গ্রহণ করা যায়। এ সকল প্রোডাক্ট ওয়েবসাইটে মার্কেটিং করে আয় করা যায়।

পেইড রিভিউ

ওয়েবসাইটে প্রচুর ভিজিটর থাকলে অন্যের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজ, ব্যবসা প্রতিষ্ঠান রিভিউ করে অথবা প্রমোট করে তাদের থেকে অর্থ নেওয়া যায়। ‌ এর মাধ্যম বর্তমানে বেশি প্রচলিত রয়েছে। কারণ অনেকেই তাদের স্টার্টআপ বিজনেসকে অগ্রগতির জন্য এ মাধ্যমটি ব্যবহার করে।

অনলাইন সার্ভিস

মনে করুন আপনি আর্টিকেল লেখায় পারদর্শী অথবা গ্রাফিক্স ডিজাইনের দক্ষ। দক্ষ থাকে সাইটে এমনভাবে ফুটিয়ে তুলুন কেউ সাইটে ভিজিট করলে জানো আপনার পারদর্শিতা সম্পর্কে ধারণা পায় এবং আপনার সাথে যোগাযোগ করার একটি মাধ্যম খুঁজে পায়। তাহলে তারা আপনার কাজের গুণগতমান থেকে সার্ভিস নিয়ে থাকবে। অর্থাৎ সাইটটিতে আপনার নিজের দক্ষতাকে ফুটিয়ে তুলতে হবে।


এগুলো ব্যতীত আরো অনেক মাধ্যম রয়েছে ব্লগিং করে ইনকাম করার। অনেকে আছে একসাথে কয়েকটি মাধ্যম ব্যবহার করে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করছে। প্রথম অবস্থায় ইনকাম কম হলেও আপনার দক্ষতা যত বৃদ্ধি পাবে তত ইনকাম বৃদ্ধি পেতে শুরু করবে।

Blogging Related Content:

Also Read: কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন ব্লগারে

Also Read: বাংলাদেশের সেরা ১০টি হোস্টিং সার্ভিস

Also Read: ১০ টি ফ্রি সেরা ব্লগার থিম ও টেমপ্লেট

Also Read: ১০টি সেরা হোস্টিং সার্ভিস 

Also Read: ১০টি সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version