কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে লুসাইল আইকনিক স্টেডিয়াম। কাতার আরবের একটি দেশ। সেহেতু লুসাইল আইকনিক স্টেডিয়ামের আরবি হল: ملعب لوسيل الدولي। লুসাইল আইকনিক স্টেডিয়ামটি একটি আধুনিক স্টেডিয়াম। অত্যাধুনিক বাহরি সুযোগ-সুবিধা পাবের প্লেয়ার ও দর্শকরা।
লুসাইল স্টেডিয়ামের অবস্থান।
লুসাইল স্টেডিয়ামটি কাতারের রাজধানী থেকে ১৫ কিলোমিটার দূর অবস্থিত। আরো বিস্তারভাবে বললে
লুসাইল স্টেডিয়ামটি ” শায়খ জসিম বিন মুহাম্মদ বিন আল-থানির” পূর্বের বাড়ির পাশে অবস্থিত। শায়খ জসিম বিন মুহাম্মদ বিন আল-থানি হলেন কাতার প্রতিষ্টাতা।
কাতার বিশ্বকাপের কাপের ফাইনাল ম্যাচ।Final Match
কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল খেলা কোথায় হবে? অনেকে জানতে চান। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আরোও জানুন:
রাস আবু আবুদ স্টেডিয়াম Ras Abu Aboud Stadium: FIFA World Cup 2022
আল সুমামাহ স্টেডিয়াম বা আল থুমামা স্টেডিয়াম FIFA World Cup Qatar 2022
কাতার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম Khalifa International Stadium
লুসাইল স্টেডিয়ামের পরিচয়।
লুসাইল আইকনিক স্টেডিয়াম হলো স্টেডিয়ামটির অফিসিয়াল নাম। কাতার বিশ্বকাপ ২০২২ এর আটটি স্টেডিয়ামের মধ্যে লুসাইল আইকনিক স্টেডিয়াম অন্যতম। লুসইল আইকনিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের খেলা হবে, তাই স্টেডিয়ামটি গুরুত্ব বহন করছে।
লুসাইল এলাকায় কাতারের অভিজাত শ্রেণির লোক বসবাস করেন। তাছাড়া লুসাইল এলাকা সবুজ ঘাসে গেড়া।
লুসাইল স্টেডিয়ামের উদ্বোধন।
লুসাইল আইকনিক স্টেডিয়াম উদ্বোধন হয় মে ২০২১ সালে। স্টেডিয়ামটিকে কাতার বিশ্বকাপের জন্য নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। চমকপ্রদ বিভিন্ন ধরনের লাইট ও শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামটি।
আরোও পড়ুন: কাতার বিশ্বকাপ সময়সূচী 2022 Qatar World Cup Schedule 2022
লুসাইল আইকনিক স্টেডিয়ামের স্থপতি।
লুসাইল আইকনিক স্টেডিয়ামের স্থাপনে
“মেনিকা আর্কিটেচার এর সাথে ফস্টার+পার্টনার” কম্পানিদ্বয় কাজ করেছে।
লুসাইল আইকনিক স্টেডিয়ামের ধারণক্ষমতা।lusail stadium capacity
লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে। নান্দনিক লুসাইল স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮০ হাজার। কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় স্টেডিয়াম লুসাইল।
লুসাইলের সৌন্দর্য। lusail Stadium.
শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়া যেন ঠিকরে পড়ছে। উপর থেকে দেখলে মনে হবে কোন ভাসমান লেক। আর যদি স্বভাবিক দেখেন তাহলে তা জাল মনে হবে। এমন নান্দনিক শিল্পশৈলী দিয়ে তৈরি লুসাইল আইকনিক স্টেডিয়াম।
লুসাইল আইকনিক স্টেডিয়ামের নকশা। lusail stadium design
লুসাইল সিটিতে অবস্থিত স্টেডিয়ামটি। লুসাইল স্টেডিয়ামে ইসলামী সভ্যতার উত্থানের সময় সমগ্র আরব ও ইসলামী বিশ্ব হতে পাওয়া জিনিস পত্রের নকশা আকাঁ হয়েছে। নকশাগুলো অত্যাধুনিক। নকশাগুলো স্টেডিয়ামের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।। বাটি, পাত্র, আসবাবপত্র এবং অন্যান্য শিল্পকর্মের জটিল আলংকারিক নকশাগুলোর কারণে এটি হবে আকর্ষণীয় স্টেডিয়াম।