কামিল রেজাল্ট দেখার নিয়ম | Kamil Result 2022 Islamic Arabic University | www.iu.ac.bd result

কামিল রেজাল্ট দেখার নিয়ম

কামিল ১ম বর্ষের ফলাফল দেখার নিয়ম। কামিল ১ম বর্ষের রেজাল্ট কিভাবে দেখবেন?। কামিল ১ম বর্ষের রেজাল্ট দেখার লিংক? প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোন। আরবি বিশ্ববিদ্যালয়ে তিন বছর মেয়াদি ফাজিল ডিগ্রী বা পাস কোর্স রয়েছে। ফাজিল পাস করার পর দুই বছর মেয়াদি কামিল বা মাস্টার্স করতে হয়। মাদরাসার অধিকাংশ ছাত্র ছাত্রীরা কামিল করেন।

লআপনারা অনেকে ফাজিল কোর্স করে কামিলে ভর্তি হন। কামিল ১ম বর্ষের পরীক্ষার পরে কামিল ২য় বর্ষে ভর্তি হতে চান। এ জন্য রেজাল্ট দোখার প্রয়োজন পড়ে। অথবা কামিল ১ম বর্ষের রেজাল্ট দেখেছেন এখন মনে নেই।  কোন কাজে আবেদন করতে চান কিন্তু রেজাল্ট মনে নেই। ভুলে গেছেন। অনেক ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তাই কামিল ১ম বর্ষের রেজাল্ট দেখতে চান। কামিল ১ম বর্ষের দেখার নিয়ম খুজেন। আমরা আজ দেখাবে কিভাবে কামিলের রেজাল্ট দেখতে হয়।

কিভাবে কামিল ১ম বর্ষের রেজাল্ট দেখবেন?

কামিল ১ম বর্ষের রেজাল্ট যেভাবে দেখাবেন তা আমরা দেখাব। কামিল ১ম নর্ষের রেজাল্ট প্রকাশিত হবার পর সবাই ফলাফল দেখতে চান। কামিল ১ম বর্ষের রেজাল্ট দুইভাবে দেখা যায়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে।
এসএমএসের মাধ্যমে।

কামিল ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম।

একজন ছাত্র কঠুর পরিশ্রম করে পরীক্ষা দেয়। আর সে পরীক্ষার ফলাফল তার জন্য প্রবল আকাঙ্খিত বিষয়। তাছাড়া জীবনে চলার পথে রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ।  কখন কোন কাজে আসে ঠিক নেই। যদি রেজাল্ট ভুলে যান তাহলে মহা বিপদ। আজ আমরা দেখাবে কামিল ১ম বর্ষের রেজাল্ট কিভাবে দেখতে হয়। আপনি অতি সহজে কামিল ১ম বর্ষের রেজাল্ট দেখতে পারবে।

  • আপনি প্রথমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের প্রবেশ করুন। এই লিংকে প্রবেশ করুন।https://iau.edu.bd/
  • তারপর উপরে থ্রী ডটে ক্লিক করুন।
  • তারপর উপরের মেনুতে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে। আপনি ফলাফল অপশনে হাত রেখে ক্লিক করুন।
  • ফলাফল অপশনে ক্লিক করার পর একটি পেইজ আসবে।  সেখানে আপনি প্রথমে কামিল ১ম বর্ষ সিলেক্ট করুন।
  • তারপর নিচের অপশনে যাবেন। তারপর Examination year দেখতে পাবেন। অর্থাৎ যে বছর আপনি কামিল ১ম বর্ষ পরীক্ষা দিয়েছেন সে বছর লিখুন।
  • তারপর আপনার কামিল ১ম বর্ষের বছর সিলেক্ট করুন।
  • তারপর আপনার কামিল ১ম বর্ষের রেজিষ্ট্রেশন নম্বর দেন।
  • তারপর কয়েকটি নম্বর থাকবে, সেগুলো যোগ করে নিচের বাক্সে বসান।

তারপর রেজাল্টে ক্লিক করুন। আপনি আপনার কামিল ১ম বর্ষের রেজাল্ট দেখতে পাবেন। রেজাল্ট দেখা এতটা কঠিন নয়। খুব সহজে আপনি আপনার কামিল ১ম বর্ষের ফলাফল দেখতে পারবেন।

কামিল ২য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম

কামিল ১ম বর্ষের রেজাল্ট দেখার লিংক।

কামিল ১ম বর্ষের রিজাল্ট পাবলিশ হবার পর পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে অনেক কাটখোড় পোহাতে হয়। অনেকে কামিল ১ম বর্ষের রেজাল্ট দেখার লিংক খুজেন।  কিন্তু তা সম্ভপর হয়ে উঠে না। তাই আমরা দিব কামিলের রেজাল্ট দেখার লিংক। কামিল ১ম বর্ষের রেজাল্ট দেখার লিংক।
http://result.iau.edu.bd/

ফাজিল অনার্স রেজাল্ট দেখার নিয়ম | Fazil 1st year Honours Result 2022

ফাজিল অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট দেখার নিয়ম | Fazil Honours 4th Year Result

ফাজিল অনার্স ৩য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম | Fazil Honours 3rd Year Result

ফাজিল অনার্স ২য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম | Fazil Honours 2nd Year Result

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version